For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২২: ক্রীড়াক্ষেত্রে কিছু স্মরণীয় মুহূর্ত যা দীর্ঘ দিন মনে রাখবেন খেলাপ্রেমীরা

ফিরে দেখা ২০২২: ক্রীড়াক্ষেত্রে কিছু স্মরণীয় মুহূর্ত যা দীর্ঘ দিন মনে রাখবেন খেলাপ্রেমীরা

Google Oneindia Bengali News

রজার ফেডেরারে শেষ ম্যাচে চোখে জল চলে আসা থেকে মেসির বিশ্বকাপ জয়, ২০২২ সাল একাধিক মনে রাখার মতো ঘটনা উপহার দিয়েছে। এক নজরে জেনে নিন শেষ হতে চলা বছরের স্মরণীয় ঘটনাগুলি।

রজার ফেডেরারের অবসর:

রজার ফেডেরারের অবসর:

বিশ্ব টেনিসের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র রজার ফেডারের এই বছর বিদায় জানান পেশাদার টেনিসকে। লেভার কাপে টিম ইউরোপের হয়ে কিংবদন্তি এবং নিজের কেরিয়ারের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে সঙ্গী করে খেলতে নেমেছিলেন রজার। কিন্তু টিম ওয়ার্ল্ডের জ্যাক সোক এবং ফ্রান্সেস টিয়াফোর বিরুদ্ধে অবিশ্বাস্য ভাবে হেরে যায় কিংবদন্তিদের জুটি। শেষ ম্যাচে হারের পর কান্না চেপে রাখতে পারেননি ফেডেরার। নাদালও সামলাতে পারেননি চোখের জল। পুরুষদের টেনিসে সর্বািক গ্র্যান্ডস্ল্যাম জয়ী নাদাল যেমন ছিলেন ফেডেরারে চিরপ্রতিদ্বন্দ্বী তেমনই সব থেকে ভাল বন্ধু।

লিওনেল মেসির বিশ্বকাপ জয়:

লিওনেল মেসির বিশ্বকাপ জয়:

এই বছরটা ক্রীড়াক্ষেত্রে সব থেকে স্মরণীয় হয়ে থাকবে সম্ভবত লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের কারণে। বিশ্বকাপ শুরু আগে মেসি জানিয়ে দিয়েছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। নিজেকে নিংড়ে দিয়েছিলেন মেসি বিশ্বকাপে। শেষ পর্যন্ত তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স মেসিকে এনে দেয় বহু প্রতিক্ষীত বিশ্বকাপ ট্রফি। আর্জেন্টিনা দলের মরিয়া পারফরম্যান্স দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন করে আর্জেন্টিনাকে।

যুদ্ধ থামানোর বার্তা:

যুদ্ধ থামানোর বার্তা:

দুবাই টেনিস চ্যাম্পিয়নশপে পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে পরাজিত করার পর রাশিয়ার টেনিস তারকা আন্দ্রে রুবলেভ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে হওয়া যুদ্ধ থামানোর বার্তা দেন। টিভি ক্যামেরায় তিনি লেখেন, 'দয়া করে যুদ্ধ নয়'।

বিশ্বকাপে ফিফার 'ওয়ান লাভ' আর্মব্যান্ড নিষিদ্ধ করায় জার্মানির প্রতিবাদ:

বিশ্বকাপে ফিফার 'ওয়ান লাভ' আর্মব্যান্ড নিষিদ্ধ করায় জার্মানির প্রতিবাদ:

কাতারে সমকামীতা অপরাধ। বিশ্বকাপে ওয়ান লাভ আর্মব্যান্ড পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। আয়োজক দেশের নিয়ম-নীতি প্রাধান্য পেয়েছিল অনেক ক্ষেত্রে। 'ওয়ান লাভ' আর্মব্যান্ড পরার ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা চূড়ান্ত হতাশার সৃষ্টি করেছিল। ফিফার এই সিদ্ধান্তের প্রতিবাদে দোহায় জাপানের বিরুদ্ধে খালিফা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার সময়ে টিম ফটো তোলার সময়ে এক হাতে মুক চাপা দিয়ে রাখেন জার্মানির ফুটবলাররা। এটি ছিল ওয়ান লাভ আর্মব্যান্ডকে বিশ্বকাপে ফিফার নিষিদ্ধ করায় তাদের প্রতিবাদ।

নোভাক জকোভিচের অস্ট্রেলিয়া ওপেনে খেলতে না পারা:

নোভাক জকোভিচের অস্ট্রেলিয়া ওপেনে খেলতে না পারা:

এই বছর শুরুর দিকে অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জকোভিচের খেলা নিয়ে চূড়ান্ত নাটক চলে। টিকা না নেওয়া জোকোভিচকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে ফেরৎ পাঠিয়ে দেওয়া হয় টুর্নামেন্ট শুরু হওয়ার এক দিন আগে। অস্ট্রেলিয়ার কোর্টে আইনি লড়াই হেরে যান তিনি।

 ফিরে দেখা ২০২২: সুনীল থেকে বিরাট, এক নজরে এই বছরের সেরা পাঁচ ভারতীয় ক্রীড়াবীদ ফিরে দেখা ২০২২: সুনীল থেকে বিরাট, এক নজরে এই বছরের সেরা পাঁচ ভারতীয় ক্রীড়াবীদ

English summary
Year Ender 2022: Top 5 memorable moments in Sports Field in 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X