For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোকে বিশ্বকাপে রিজার্ভ বেঞ্চে রাখার নেপথ্যে রাজনৈতিক কারণ দেখছেন তুরস্কের রাষ্ট্রপতি

রোনাল্ডোকে বিশ্বকাপে রিজার্ভ বেঞ্চে রাখার নেপথ্যে রাজনৈতিক কারণ দেখছেন তুরস্কের রাষ্ট্রপতি

Google Oneindia Bengali News

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরডোগান জানিয়েছেন, রাজনৈতিক কারণে ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলিতে রিজার্ভ বেঞ্চে বসানো হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

রোনাল্ডোকে বিশ্বকাপে রিজার্ভ বেঞ্চে রাখার নেপথ্যে রাজনৈতিক কারণ দেখছেন তুরস্কের রাষ্ট্রপতি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডেকে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের তিনটি ম্যাচে খেলানো হলেও নক আউটে তাঁকে দলের বাইরে রেখেই দল সাজিয়েছিলেন কোচ। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে গিমিক চললেও মরক্কোর বিরুদ্ধে চলেনি। প্রথমার্ধে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে শুরুতেই রোনাল্ডো স্মরণাপন্ন হলেও ফলাফলে কোনও পরিবর্তন ঘটেনি।

এই বিশ্বকাপেই প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির গড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘানার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে এই নজির তিনি অর্জন করেন। রবিবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এরডোগান বলেছেন, "ওরা রোনাল্ডোকে ব্যবহারই করতে পারেনি। দুর্ভাগ্যজনক ভাবে রোনাল্ডোর উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওরা। রোনাল্ডো এমন একজন যিনি প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়েছিলেন।" আল জাজিরার রিপোর্টে এ-ও উল্লেখ করা হয়েছে যে, "রোনাল্ডো কখনও ইজরায়েল -প্যালেস্তাইন বিবাদ নিয়ে কখনও কোনও রকম মন্তব্য করেননি রোনাল্ডো।" স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী এরডোগান বলেছেন, "ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে রোনাল্ডোর মতো ফুটবলারকে মাঠে নামানো সেই ফুটবলারের মানসিকতা নষ্ট করে দেয় এবং উর্জাও থাকে না তাঁর মধ্যে।"

এই মুহূর্তে কোনও ক্লাব নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বর্তমানে তিনি ফ্রি-এজেন্ট। তবে, শোনা যাচ্ছে আল নাসের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পাওয়ার জন্য দুই বছরের চুক্তি এবং ৪০০ মিলিয়ন ডলার অফার করেছে। অর্থাৎ প্রত্যেক মরসুমে ২০০ মিলিয়ান ডলার করে পাবেন সিআর ৭ তিনি যদি সৌদি আরবের ক্লাবে খেলার জন্য রাজি হন।

English summary
Turkish President Recep Tayyip Erdogan feels there are political reason behind bench Ronaldo in FIFA World Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X