For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসির বিরুদ্ধে সরব ফরাসি সংবাদমাধ্যম এমবাপের বেলায় চুপ! গোল বিতর্কে পাল্টা ছবি প্রকাশ রেফারির

Google Oneindia Bengali News

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময় পর্যন্ত খেলার ফল ছিল ৩-৩। এরপর টাইব্রেকারে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাস্ত করে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা। কিন্তু তারপরই অতিরিক্ত সময়ে করা লিওনেল মেসির গোলটি বাতিলের দাবি তোলে ফরাসি সংবাদমাধ্যম। একটি ছবি দেখিয়ে এবং ফিফার নিয়মকে হাতিয়ার করে। সেই প্রসঙ্গেই এবার সরব হলেন বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্বে থাকা পোল্যান্ডের রেফারি জাইমন মারসিনিয়াক।

মেসির বিরুদ্ধে সরব ফরাসি সংবাদমাধ্যম এমবাপের বেলায় চুপ!

উল্লেখ্য, মেসি অতিরিক্ত সময়ে গোলটি করার পরেই কিলিয়ান এমবাপে ম্যাচ ৩-৩ করেন। ফলে খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। আগাগোড়া এই ম্যাচে আর্জেন্তিনাই ভালো খেলেছে। ম্যাচের নির্ধারিত সময়ের যখন ২৫-৩০ মিনিট বাকি তখন থেকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে দুই গোলে পিছিয়ে থাকা ফ্রান্স। যদিও ৮০ ও ৮১ মিনিটে এমবাপের জোড়া গোলে নাটকীয়ভাবে ম্যাচে ফিরেছিল ফ্রান্স। বিশ্বকাপ দখলে রাখতে না পারায় ফরাসি সংবাদপত্র এল'ইক্যুইপ মেসির তৃতীয় গোলটি বাতিলের দাবি তোলে। যা নিয়ে বিতর্কও চলছে।

ওই ফরাসি সংবাদমাধ্যমের দাবি, মেসি যখন আর্জেন্তিনার তৃতীয় গোলটি করেন তখন মাঠের মধ্যে আর্জেন্তিনার কয়েকজন পরিবর্ত ফুটবলার সাইডলাইন পেরিয়ে মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন। ফিফার নিয়ম অনুযায়ী, কোনও দলের যদি ১১ জনের চেয়ে বেশি ফুটবলার একই সময়ে মাঠে থাকেন তাহলে সেই সময় গোল হতে তা বাতিল ঘোষণা করতে পারেন রেফারি। এমনকী অতিরিক্ত যাঁরা মাঠে রয়েছেন তাঁদের বের করে দিয়ে সেখান থেকে ফ্রি কিকের নিয়মও রয়েছে। সেই নিয়মকে হাতিয়ার করেই নতুন বিতর্ক তৈরি করে ফরাসি সংবাদমাধ্যম। যা স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে ফেলে পোলিশ রেফারির সিদ্ধান্তকে।

পোল্যান্ডের রেফারি এই গোল বিতর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাংবাদিক বৈঠকে। তিনি নিজের মোবাইলে একটি ছবি দেখান। যেখানে দেখা যায় ফ্রান্সের কয়েকজন ফুটবলার মাঠের ভিতরে রয়েছেন এমবাপের গোলের সময়। পোলিশ রেফারি বলেন, ফরাসিরা এই ছবিটির কথা তো উল্লেখ করছেন না। এমবাপের গোলের সময় ফ্রান্সের রিজার্ভ বেঞ্চের সাতজন ফুটবলার মাঠে ছিলেন। তাঁরা এমবাপের গোল হওয়ার আগেই উচ্ছ্বাস প্রকাশ করতে করতে মাঠের ভিতরে ঢুকে পড়েছিলেন।

রেফারি বলেন, নিশ্চিতভাবেই ফাইনালে ভুল হয়েছে। আমি মার্কাস আকুনা একটি খারাপ ট্যাকল করায় ফ্রান্সের কাউন্টার অ্যাটাক থামিয়েছিলাম। যে প্লেয়ারকে ফাউল করা হয়েছিল তাঁর সম্পর্কে আমার অনুমানে কিছুটা ভুল হয়ে থাকতে পারে। অ্যাডভান্টেজ দিয়ে পরে কার্ড দেখাতে পারতাম। এই ধরনের বড় ম্যাচে এইসব ভুল বড় কিছু নয়। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ ফাইনালে কোনও বড় ভুল হয়নি।

English summary
FIFA World Cup 2022: Polish Referee Szymon Marciniak Share Photo To Counter Messi's Goal Controversy. Argentina Defeated France To Win The FIFA World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X