For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন পালক লিওনেল স্কালোনির মুকুটে, তাবড় প্রশিক্ষকদের পিছনে ঠেলে নির্বাচিত হলে বর্ষসেরা কোচ

নতুন পালক লিওনেল স্কালোনির মুকুটে. তাবড় প্রশিক্ষকদের পিছনে ঠেলে নির্বাচিত হলে বর্ষসেরা কোচ

Google Oneindia Bengali News

ফুটবল ইতিহাস এবং স্ট্যাটেসটিক্সের আন্তর্জাতিক ফেডারেশনের (আইএফএফএইচএস)-এর বিচারে বর্ষসেরা জাতীয় দলের কোচ নির্বাচিত হলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করানো প্রশিক্ষক লিওনেল স্কালোনি। কাতার বিশ্বকাপের কনিষ্ঠতম কোচ ছিলেন স্কালোনি। ২৪০ ভোট নিয়ে সেরা কোচের শিরোপা অর্জন করেছেন স্কালোনি। ফ্রান্সের কোচ দিদিয়ের দেঁশচ্যাম্পস ৪৫টি ভোট পেয়েছেন। মরক্কোকে বিশ্বকাপে ইতিহাস তৈরি করে চতুর্থ স্থানে শেষ করানো ওয়ালিদ রেগরাগুই ৩০টি ভোট পেয়েছেন।

 নতুন পালক লিওনেল স্কালোনির মুকুটে, তাবড় প্রশিক্ষকদের পিছনে ঠেলে নির্বাচিত হলে বর্ষসেরা কোচ

২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন লিওনেল স্কালোনি। ফুটবলার হিসেবে সাফল্য না পেলেও বিশ্ব ফুটবলের সেরা ট্রফি দীর্ঘ ৩৬ বছর পর তিনি এনে দিয়েছেন আর্জেন্টিনাকে। বিশ্বকাপে নামার আগে ৩৬ ম্যাচ অপরাজিত ছিল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের বিরুদ্ধে ৩-১ গোলে পরাজিত হয়ে সেই অপরাজেয় তকমা চলে যায় আর্জেন্টিনার। অবশেষে হারলেও শেষ পর্যন্ত ট্রফি জিতেই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার পর লিওনেল মেসির হাত ধরে তিন যুগ পর আর্জেন্টিনায় এসেছে বিশ্ব খেতাব।

২০১৮ সালে বিশ্বকাপে বিপর্যয়ের পর আর্জেন্টিনার দায়িত্বে আসেন স্কালোনি। ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। ১৯৯৩ সালের পর এটাই আর্জেন্টিনার প্রথম কোপা আমেরিকা। তাঁর প্রশিক্ষণেই ২০২২ সালে লা ফাইনালেসিমা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। গত সপ্তাহে আইএফএফএইচএস বর্ষসেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসির নাম ঘোষণা করেন।

বিসিসিআইয়ের কাঁধে আচমকাই ২৭০ কোটি টাকার বোঝা! কারণটা জেনে নিনবিসিসিআইয়ের কাঁধে আচমকাই ২৭০ কোটি টাকার বোঝা! কারণটা জেনে নিন

English summary
Lionel Scaloni honord with as best coach of 2022 by IFFHS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X