For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোম টাউন রোজারিও-এ মেসির গাড়ি ঘিরে ধরলেন সমর্থকেরা, চলল উৎসব, দেখুন ভিডিও

হোম টাউন রোজারিও-এ মেসির গাড়ি ঘিরে ধরলেন সমর্থকেরা, চলল উৎসব, দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজের প্রিয় আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। কেরিয়ারের অন্তিম পর্বে এসে শেষ অনন্ত প্রতীক্ষা পর নিজে হাতে তোলার সুযোগ পেয়েছেন বিশ্বকাপ। বিশ্ব ফুটবলে সমস্ত শ্রেষ্ঠ খেতাব জিতলেও বিশ্বকাপ অধরা থাকার যন্ত্রণা দীর্ঘ দিনে বয়ে বেরিয়েছেন লিওনেল মেসি। কাতারে নামার আগে বলেছিলেন, "এটাই আমার শেষ বিশ্বকাপ এবং এটাকে জেতার জন্য আমি মরিয়া।"

হোম টাউন রোজারিও-এ মেসির গাড়ি ঘিরে ধরলেন সমর্থকেরা, চলল উৎসব, দেখুন ভিডিও

পাঁচ বারের চেষ্টায় অবশেষে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ ট্রফি উঠেছে লিওনেল মেসির হাতে। মেসি যেমন খুশি তেমনই খুশি কোটি কোটি আর্জেন্টিনাবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা এবং লিওনেল মেসির সমর্থকেরা। মেসি এবং এই আর্জেন্টিনার জন্য তাঁর দেশ কতটা পাগল তা দেখা গিয়েছিল লিওনেল মেসি- অ্যাঞ্জেল ডি মারিয়ারা বিশ্বকাপ জিতে আর্জেন্টিনায় ফেরার পর। টানা এক সপ্তাহ ধরে উৎসব পালন করেছে আর্জেন্টিনা এবং এখনও উৎসব চলছে বিভিন্ন প্রান্তে। দিয়েগো মারাদোনার পরই লিওনেল মেসি চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইনের হৃদয়ে।

এই মুহূর্তে নিজের হোম টাউন রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মেসি। সেখানেই একদিন মেসির গাড়িকে ঘিরে ধরেন তাঁর অসংখ্য ভক্ত। মেসির গাড়ির ভিতর থেকেই তাঁদের উদ্দেশ্যে হাত নাড়া দেন। তবুও তাঁরা রাস্তা ছাড়বেন না। মেসির নামে জয়ধ্বনি দিতে থাকেন। অবশেষে অগুণিত সমর্থকের ভালবাসা এবং অভিবাদন গ্রহণ করে মেসি গাড়ি নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যান। ওই ভিড়ের মধ্যে উপস্থিত প্রতিটা হাতই হয়তো মেসিকে ক্যামেরাবন্দী করছিল। মেসির পাশে ছিলেন তাঁর স্ত্রী অ্যান্তোনিলা। সম্প্রতি এই ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার পক্ষ থেকে।

একাধিক রিপোর্ট মারফত জানা গিয়েছে, মেসি আসলে যাচ্ছিলেন তাঁর ভাইঝি'র ১৫তম জন্মদিনের পার্টিতে। আরও কিছু দিন আর্জেন্টিনাতেই থাকবেন মেসি এবং পরিবারের সঙ্গে সময় কাটাবেন, নিজেও খেলা থেকে দূরে থাকবেন। তার পর ফিরবেন প্যারিসে। সেখানে পিএসজি'তে নীল জার্সিধারী সমর্থকেরা অপেক্ষারত তাঁর জন্য। মেসিকে ছাড়াই বুধবার পিএসজি নেমেছিল লিগা ১ -এর ম্যাচে স্ট্রাসবার্গ বিরুদ্ধে। ম্যাচটি ২-১ ব্যবধানে জেতে পিএসজি। এই ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে পিএসজি'র জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে। পিএসজি'র হয়ে প্রথম গোলটি করেন মার্কুইনহোস। নেইমারের পাস থেকে এই গোলটি করেন তিনি। উল্লেখ্য, এই ম্রার্কুইনহোসের আত্মঘাতী গোলেই দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে এসেছিল স্ট্রাসবার্গ। এই ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। ৬১ মিনিট এবং ৬২ মিনিটে পর পর দুইটি হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পান নেইমার।

English summary
Lionel Messi was mobbed by fans in Rosario.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X