For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসি বিশ্বকাপ জিতলেও এখানেই শেষ হবে না 'সর্বকালের সেরা'-র তর্ক: ইনিয়েস্তা

মেসি বিশ্বকাপ জিতলেও এখানেই শেষ হবে না 'সর্বকালের সেরা'-র তর্ক: ইনিয়েস্তা

Google Oneindia Bengali News

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ শুরুর আগে মেসি জানিয়েছিলেন এটি তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। ২০০৬ সালে আর্জেন্টিনার জার্সিতে প্রথম বার বিশ্বকাপ খেলেন মেসি। এর পর ২০১০, ২০১৪ , ২০১৮ সালে বিশ্ব ফুটবলের শীর্ষ খেতাব জেতার চেষ্টা ব্যর্থ হয়। যা শেষ পর্যন্ত সফল হল ২০২২ সালে কাতারে।

কাতারে স্বপ্ন পূরণ মেসির:

কাতারে স্বপ্ন পূরণ মেসির:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ শুরুর আগে মেসি জানিয়েছিলেন এটি তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। ২০০৬ সালে আর্জেন্টিনার জার্সিতে প্রথম বার বিশ্বকাপ খেলেন মেসি। এর পর ২০১০, ২০১৪ , ২০১৮ সালে বিশ্ব ফুটবলের শীর্ষ খেতাব জেতার চেষ্টা ব্যর্থ হয়। ২০১৪ সালে তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছলেও রানার্স হয়ে শেষ করতে হয়েছিল। তবে বিশ্ব ফুটবলের অন্যতম সফল তারকাকে খালি হাতে ফেরায়নি কাতার। তাঁর বহু প্রতীক্ষিত বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবের রূপ পায়।

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে সর্বকালের সেরা ধরে নেন অধিকাংশ:

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে সর্বকালের সেরা ধরে নেন অধিকাংশ:

অনেকেই মনে করেন লিওনেল মেসির বিশ্বকাপ জয়ের ফলে এ বার শেষ হতে চলেছে সর্বকালের সেরা ফুটবলার নিয়ে দ্বন্দ্ব। কে সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি লিওনেল মেসি তা নিয়ে তর্ক চলে আসছে দীর্ঘ সময় ধরে। সাফল্যের বিচারে বিশ্বকাপ জয়ের আগে প্রায় সমানে সমানে ছিলেন ক্রিশ্চিয়ান এবং লিওনেল। ব্যক্তিগত স্তরে এবং ক্লাব ফুটবলে উভয়ই হেন কোনও সেরা ট্রফি নেই যা পাননি। দেশের জার্সিতে উভয়ই দুইটি করে খেতাব জিতেছেন। রোনাল্ডো যেমন পর্তুগালকে ইউরো চ্যাম্পিয়ন এবং নেশনস লিগ জিতিয়েছেন তেমন লিওনেল মেসি আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা, ফাইনালেসিমা। শুধু ব্যাল ডি'ওর জয়ের ক্ষেত্রে মেসি এগিয়ে ছিলেন। রোনাল্ডো যেখানে পাঁচটি জিতেছে সেখানে লিওনেল মেসি জিতেছেন ৭টি। এই ক্ষেত্রে অনেকেই সর্বকালের সেরা মাপদণ্ড হিসেবে বেছে নিয়েছিলেন বিশ্বকাপকে, যা অর্জন করেন লিওনেল মেসি।

যাঁরা মেসিকে সেরা মানেন না তাঁরা মেসিকে সেরা মানবেন না:

যাঁরা মেসিকে সেরা মানেন না তাঁরা মেসিকে সেরা মানবেন না:

তবে, মেসির দীর্ঘ সময়ের সতীর্থ এবং স্পেনের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম স্তম্ভ আন্দ্রেস ইনিয়েস্তা মনে করেন মেসির বিশ্বকাপ জয় সর্বকালের সেরার তর্কে অবসান ঘটাবে না। ইনিয়েস্তা জানিয়েছেন, বিশ্বকাপ জিতুক কিংবা না জিতুক মেসি সমালোচকরা যে কোনও অজুহাত বের করে তাঁকে নীচু দেখানোর চেষ্টা করবেন। একটি অনুষ্ঠানে ইনিয়েস্তা বলেছেন, "আমার কাছে মেসি সেরা তাতে, সেখানে বিশ্বকাপ জিতেছে কী জেতেনি তার কোনও গুরুত্ব নেই। ওর বিশ্বকাপ জয়ে অন্য কেউ যা কিছু মনে করুক, এই সাফল্য ওকে তৃপ্তি দিয়েছে। শুধু ওর জন্যই নয়, দেশ হিসেবে আর্জেন্টিনার কাছেও অত্যন্ত খুশির বিষয় এটি। যে ভাবে ওরা এই বিশ্বকাপ জিতেছে তাতে ওরা সম্পূর্ণ ভাবে এই বিশ্বকাপ জয়ের দাবি রাখে। আমি নিশ্চিত যাঁরা মেসিকে সেরা মানেন না তাঁরা কোনও না কোনও অজুহাত বের করে ওকে সেই ভাবেই দেখবে তাতে ও বিশ্বকাপ জিতুক কিংবা না জিতুত।"

মেসির ক্যাবিনেটে ট্রফি:

মেসির ক্যাবিনেটে ট্রফি:

নিজের ক্যাবিনেটে এখন মেসির কাছে রয়েছে ৪২টি ট্রফি। ডানি আলভেজের থেকে একটি ট্রফি কম। ডানি আলভেজের দখলে বর্তমানে রয়েছে বিশ্ব ফুটবলে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড। মেসির কাছে সুযোগ রয়েছে আলভেজের সেই কৃতিত্বে ভাগ বসানোর কারণ লিগা ১-এ মেসির দল পিএসজি'র লিগ টেবিলের শীর্ষ স্থানে রয়েছে। মেসি যদি আরও এক মরসুম খেলা চালিয়ে যান (সম্ভবত যেটা তিনি করবেন) তা হলে ডানি আলভেজকে টপকেও যেতে পারেন তিনি।

 ক্রিশ্চিয়ানোর ভবিষ্যৎ ঘিরে কালো মেঘ, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কোন পথে হাঁটবেন পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী ক্রিশ্চিয়ানোর ভবিষ্যৎ ঘিরে কালো মেঘ, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কোন পথে হাঁটবেন পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ী

English summary
The GOAT debate will not over regardless his World Cup win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X