For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসিকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য জোর করছেন আর্জেন্টিনার সতীর্থরা

মেসিকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য জোর করছেন আর্জেন্টিনার সতীর্থরা

Google Oneindia Bengali News

লিওনেল মেসির দাপটে দীর্ঘ তিন যুগের অপেক্ষার ইতি ঘটেছে। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার একক দাপটে বিশ্বকাপ জেতার পর আর কখনও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি আর্জেন্টিনা। অবশেষে ফুটবল রাজপুত্রের পদাঙ্ক অনুসরণ করলেন ফুটবল যুবরাজ। ফ্রান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে টাই ব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্টিনা।

মেসিকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য জোর করছেন আর্জেন্টিনার সতীর্থরা

এই বিশ্বকাপ শুরুর আগেই লিওনেল মেসির জানিয়েছিলেন, এটি তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে শুধু মেসিই নয়, পুরো আর্জেন্টিনার দল নিজেদের নিংড়ে দিয়েছিল। এই প্রথম দেশের থেকেও বেশি আর্জেন্টাইরা চেয়েছিল মেসির জন্য বিশ্বকাপ জিততে। ছোট থেকে দেখা স্বপ্ন পূরণ হয়েছে মেসির। দীর্ঘ লড়াই এবং প্রতীক্ষার পর ফুটবল ঈশ্বর মুখ তুলে তাকিয়েছেন। বিশ্বকাপের পর মেসি যদিও জানিয়েছেন, এখনই তিনি অবসর নিতে চান না, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আরও কিছু দিন খেলতে চান।

২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপ। আর্জেন্টিনার ফুটবলাররা যাঁরা বিশ্ব জয়ের স্বাদ পেয়েছেন মেসির দাপটে তাঁরা প্রত্যেকেই চান ফিফা বিশ্বকাপ ২০২৬ পর্যন্ত খেলুন মেসি। এবং গোটা দল সেই জন্য মেসিকে জোরও করছেন। এমনটাই জানালেন তাঁর দলের সতীর্থ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ বছর, এই বয়সে সেরাটা দেওয়া কঠিন। তবে ফুটবলারটির নাম যেহেতু লিওনেল মেসি এবং শিল্পীর শিল্প দক্ষতা কখনও মলিন হয় না তাই মেসি খেললেও তা যথেষ্ট কার্যকরী হবে আর্জেন্টিনার জন্য। মেসিকে দলে চান তাঁর জাতীয় দলের সতীর্থরা।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার মেসির সম্পর্কে বলেছেন, "আমরা চাই না উনি জাতীয় দল ছাড়ুন। তিনি বলেছেন এটা ওনার শেষ বিশ্বকাপ হতে চলেছে কিন্তু এইটা চাই না। আমরা চাই উনি আমাদের সঙ্গে থাকুন। তিনিও সেটা জানােন। ফলে দেখা যাক কী হয়। গত কাল আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তিনি। ম্যাচের পর আমরা বেশি কথা বলতে পারিনি কারণ আমরা সেলিব্রেশনে মেতে ছিলাম। আমার মনে হয় আমরা এখনও উপলব্ধি করতে পারিনি কী জিতেছি, কিন্তু আগামী পাঁচ- দশ বছরে সেটা পারব।"

English summary
Argentina squad want Lionel Messi to continue for Argentina till FIFA World Cup 2026.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X