For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আরসিবির আতঙ্কের স্কোরেও উজ্জ্বল বিরাট! ওয়ার্নারকে টপকে কোন তালিকার প্রথম পাঁচে কোহলি?

Google Oneindia Bengali News

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রতিবারই শক্তিশালী দল গড়ে। কিন্তু একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। সবে আইপিএল শুরু। অনেকেই মনে করছেন, এবার খেতাব দখলের অন্যতম দাবিদার আরসিবি। যদিও ফাফ দু প্লেসি, বিরাট কোহলি, দীনেশ কার্তিকদের ব্যাটিং তাণ্ডব সত্ত্বেও খারাপ বোলিং ও গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলার খেসারত দিয়ে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে আরসিবি।

আতঙ্কের স্কোর

আতঙ্কের স্কোর

গতকাল ২ উইকেটে ২০৫ রান তুলেও আরসিবি এক ওভার বাকি থাকতে পরাস্ত হয়েছে পাঞ্জাব কিংসের পাওয়ারহিটিংয়ের কাছে। তবে এবারই প্রথম নয় ঠিক ২০৫ রান তুলে আগেও তিনবার হেরেছে, জিতেছে একবার। ফলে এই ২০৫ এখন আরসিবির কাছে আতঙ্কের স্কোর। ২০১১ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৬ উইকেটে ২০৫ রান তুলে ম্যাচ জিতেছিল আরসিবি। তারপর থেকে শুধুই পরাজয়।

চারবার হার

২০১২ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮ উইকেটে ২০৫ তুলেও জিততে পারেনি আরসিবি। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই ৮ উইকেট হারিয়েই ২০৫ তুলেছিল বিরাট কোহলির দল, জিততে পারেনি। ২০১৯ সালে কলকাতা নাইট রাই়ডার্সের বিরুদ্ধে আরসিবি ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল, সেই ম্যাচেও পরাজিত হয়েছিলেন বিরাটরা। যা ফের হলো গতকাল, এবারের আইপিএলে আরসিবির প্রথম ম্যাচে।

বিরাটের রেকর্ড

বিরাটের রেকর্ড

গতকালের ম্যাচে বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৪১ রানে। সেই ইনিংস খেলার ফাঁকেই তিনি টি ২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় টপকে যান ডেভিড ওয়ার্নারকে। টি ২০-তে সবচেয়ে বেশি রান করার নিরিখে বিরাট এখন বিশ্বে পঞ্চম স্থানে রয়েছেন। ক্রিস গেইল তালিকার শীর্ষে, তিনি ৪৬৩ ম্যাচে করেছেন ১৪,৫৬২ রান। তারপর রয়েছেন শোয়েব মালিক, তিনি ৪৭২ ম্য়াচে করেছেন ১১,৬৯৮। তালিকার তৃতীয় স্থানে কায়রন পোলার্ড, তিনি ৫৮২টি ম্যাচে করেছেন ১১,৪৩০ রান। অ্যারন ফিঞ্চ রয়েছেন চারে, ৩৪৭টি ম্যাচে তাঁর রান ১০,৪৪৪। বিরাট কোহলি ৩২৭টি ম্যাচে করেছেন ১০,৩১৪ রান। ৩১৩টি ম্যাচ খেলা ডেভিড ওয়ার্নারের চেয়ে আপাতত ৬ রান বেশি রয়েছে বিরাটের।

আইপিএলে শীর্ষে, টি ২০ আন্তর্জাতিকে তিনে

আইপিএলে বিরাট কোহলি সর্বাধিক রানের মালিক। ২০৮টি ম্যাচে তাঁর রান ৬৩২৪। শিখর ধাওয়ান রয়েছেন দ্বিতীয় স্থানে, ১৯৩ ম্যাচে তিনি করেছেন ৫৮২৭ রান। ২১৪টি আইপিএল ম্যাচে রোহিত শর্মার রান ৫৬৫২। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের নিরিখে বিরাট কোহলির আগে রয়েছেন রোহিত শর্মা ও মার্টিন গাপটিল। রোহিত ১২৫ ম্যাচে করেছেন ৩৩১৩ রান। ১১২ ম্যাচে গাপটিলের সংগ্রহ ৩২৯৯ রান। বিরাট রয়েছেন তৃতীয় স্থানে, ৯৭টি টি ২০ আন্তর্জাতিকে তিনি করেছেন ৩২৯৬ রান।

English summary
IPL 2022: Virat Kohli Overtakes David Warner To Become The Fifth Highest Run Getter In T20. RCB Have Lost Four Out Of Five IPL Matches After Scoring Exact 205 Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X