For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দশ কোটির বেশি দামে কেনা শার্দূলকে ছেড়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটলস, তালিকায় রয়েছে আরও নাম

দশ কোটির বেশি দামে কেনা শার্দূলকে ছেড়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটলস, তালিকায় রয়েছে আরও নাম

Google Oneindia Bengali News

আইপিএল ২০২৩-এর জন্য নিলামে আগে ঝাড়াই বাছাই চলছে প্রতিটি ফ্রাঞ্চাইজিতে। ১৫ নভেম্বরের আগে প্রতিটি দলকে জানিয়ে দিতে হবে তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রাখছে এবং কাদের ছেড়ে দিচ্ছে।

শার্দূল ঠাকুরকেছেড়ে দিচ্ছে দিল্লি:

শার্দূল ঠাকুরকেছেড়ে দিচ্ছে দিল্লি:

পিটিআই-এর খবর অনুযায়ী, এই নিলামের আগে ভারতীয় দলের অন্যতম শার্দূল ঠাকুরকে ছেড়ে দিতে চলেছে দিল্লি ক্যাপিটলস। আইপিএল ২০২১-এ চেন্নাই সুপার কিংসের সাফল্যের অন্যতম কাণ্ডারী শার্দূল ঠাকুর'কে গত বছরের মেগা নিলামে ১০.৭৫ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটলস। আইপিএল ২০২২-এ দিল্লির ফ্রাঞ্চাইজিটির হয়ে ১৪ ম্যাচে ১৫ উইকেট নেন শার্দূল। উইকেট পেলেও অনেক বেশি রান খরচ করেছেন শার্দূল। গত মরসুমে তাঁর ইকোনমি রেট ছিল ১০-এর কাছাকাছি। ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছিলেন এই বোলিং অলরাউন্ডার, পুরো মরসুমে করেছিলেন মাত্র ১২০ রান।

বাতিলের তালিকায় আরও চার:

বাতিলের তালিকায় আরও চার:

শার্দূল ছাড়াও দিল্লি ক্যাপিটলসের দল থেকে বাদ পড়তে চলেছেন উইকেটরক্ষক কে এস ভরত এবং নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টিম শেফার্ডকে। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী ছেড়ে দেওয়া হবে মনদীপ সিং, অশ্বিন হেবারকেও। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে দিল্লির ফ্রাঞ্চাইজিটি শার্দূলকে অন্য ফ্রাঞ্চাইজির সঙ্গে ট্রেড করতে চেয়েছিল কিন্তু তাতে তারা অসফল হয় শার্দূলের দামের কারণে। ডিসেম্বর ২০২২-এর মিনি নিলামের আগে নিজেদের পার্সে টাকার পরিমাণ বাড়ানোর লক্ষ্যে তাই এই পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত দিল্লির।

পিটিআই-কে বলা আইপিএল-এর এক আধিকারিকের বক্তব্য:

পিটিআই-কে বলা আইপিএল-এর এক আধিকারিকের বক্তব্য:

আইপিএল-এর একটি সূত্রকে সংবাদ সংস্থা পিটিআই'কে বলেছেন, "শার্দূল এক জনপ্রিমিয়াম অলরাউন্ডার কিন্তু ওর দামটা সমস্যার কারণ। অন্যান্য যাদের ছাড়া হতে চলেছে তাঁরা হলেন হেবার, মনদীপ, শেফার্ট এবং ভরত।" মনে করা হচ্ছে ভরত যাতে অন্য কোনও ফ্রাঞ্চাইজিতে খেলার সুযোগ পান সেই কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে কারণ দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ঋষভ পন্থ বর্তমানে ভারতীয় দলের প্রথম উইকেটরক্ষক। ঋষভ থাকতে ভরতেরউইকেটেরপিছনে দাঁড়ানোর কোনওসুযোগ নেই, যদি না কোনও কারণে পন্থ খেলতে না পারেন।

এক ম্যাচ না খেললেও রেখে দেওয়া হচ্ছে ঢুলকে:

এক ম্যাচ না খেললেও রেখে দেওয়া হচ্ছে ঢুলকে:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক যশ ঢুল গত মরসুমে একটি ম্যাচেও খেলার সুযোগ না পেলেও তাঁকে ধরে রাখছে দিল্লির ফ্রাঞ্চাইজিটি। গত আইপিএল-এ দশ দলের লিগে পাঁচ নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটলস। আইপিএল ২০২২-এর আগের তিনটি মরসুমে পর পর প্লে-অফে পৌঁছিয়েছিল দিল্লি ক্যাপিটলস।

নতুন বছরের শুরুতেই ধামাকা, প্রকাশিত হল দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগের উদ্বোধনী সংস্করণের সূচিনতুন বছরের শুরুতেই ধামাকা, প্রকাশিত হল দক্ষিণ আফ্রিকা টি ২০ লিগের উদ্বোধনী সংস্করণের সূচি

English summary
Delhi Capitals set to release Shardul Thakur and four others ahead of Auction for IPL 2023.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X