For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াকার ইউনিস নন, এই তিন ভারতীয় তারকা উমরানের আদর্শ, জানালেন স্বয়ং

ওয়াকার ইউনিস নন, এই তিন ভারতীয় তারকা উমরানের আদর্শ, জানালেন স্বয়ং

Google Oneindia Bengali News

কিছু দিন আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি জানিয়েছিলেন, উমরান মানিককে দেখে তাঁর ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে। তবে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ওয়াকার ইউনিস নয়, তাঁর আদর্শ নিজের দেশের তিন তারকা পেসার জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার।

উমরান মালিকের আদর্শ:

উমরান মালিকের আদর্শ:

আইপিএল-এ গতির ঝড় তুলে প্রতি ম্যাচে খবরের শিরোনামে জায়গা করে নেওয়া উমরান মালিক গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের আগ্রহনের অন্যতম কারণ হয়ে উঠেছেন। তাঁকে নিয়ে আলোচনা সর্বত্র। ব্রেট লি জানিয়েছেন তাঁকে দেখে ওয়াকার ইউনিসের কথা মনে পড়ে। তবে, উমরান নিজে জানিয়েছেন তাঁর আদর্শ ওয়াকার ইউনিস নন, তিনি যাঁদের দেখে এগিয়ে চলেছেন তাঁরা হলেন জসপ্রীত বুমারাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার।

উমরানের বক্তব্য:

উমরানের বক্তব্য:

তিন ভারতীয় তারকাকে নিজের আদর্শ হিসেবে তুলে ধরে উমরান মালিক বলেছেন, "আমি ওয়াকার ইউনিসকে অনুসরণ করি না। আমার এটা স্বাভাবিক অ্যাকশন। আমার আদর্শ হলেন (জসপ্রীত) বুমরাহ, (মহম্মদ) শামি এবং ভুবনেশ্বর (কুমার) ভাই। আমি এঁদের অনুসরণ করে এসেছি।"

ভারতীয় দলে ডাক:

ভারতীয় দলে ডাক:

আইপিএল-এ অনবদ্য পারফরম্যান্সের কারণে ভারতীয় দলের দরজা খুলে গিয়েছে উমরান মালিকের সামনে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ডাক পেয়েছেন উমরান। সাবধানী উমরান জানিয়েছেন, জাতীয় দলে ডাক পেয়ে খুশি হলেও আনন্দে ভেসে যাননি। তিনি বলেছেন, "(আনন্দে) বয়ে যাওয়ার কোনও কারণ নেই। আমি দেশের হয়ে নিজের সেরাটা দিতে চাই। আমি এই পাঁচ ম্যাচে সুযোগ পয়েছি (সেরাটা দেওয়ার)। আমার লক্ষ্য থাকবে যাতে আমরা এই পাঁচ ম্যাচ জিততে পারি। আমি যাতে পারফর্ম করতে পারি এবং একার হাতে ভারতকে জেতাতে পারি।"

আইপিএল-এ পারফরম্যান্স:

আইপিএল-এ পারফরম্যান্স:

ক্রমাগত ১৫০কিমি/ঘণ্টা বেগে বোলিং করার ক্ষমতা রাখেন জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা উমরান মালিক। তিনি সর্বোচ্চ ১৫৭কিমি/ঘণ্টা বেগে সদ্য সমাপ্ত আইপিএল বোলিং করেছেন। ২০২১ আইপিএল-এও তিনি ১৫০কিমি/ঘণ্টা বেগে বোলিং করেছিলেন কিন্তু সকলের নজরে আসেন এই বছর। সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় চতুর্থ স্থানে শেষ করেন উমরান। ১৪ ম্যাচে তিনি ২২ উইকেট সংগ্রহ করেন। তাঁর সেরা বোলিং ফিগার ২৫/৫।

মহেন্দ্র সিং ধোনি ড্রোন তৈরির সংস্থায় বিনিয়োগ করলেন, সিএসকে অধিনায়কের কোন কোন ব্যবসা রয়েছে জানেন? মহেন্দ্র সিং ধোনি ড্রোন তৈরির সংস্থায় বিনিয়োগ করলেন, সিএসকে অধিনায়কের কোন কোন ব্যবসা রয়েছে জানেন?

English summary
Umran Malik names Jasprit Bumrah, Mohammed Shami, Bhuvneshwar Kumar as his bowling idols. He said he did not follow Waqar Younis.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X