For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL: আগামী মরসুম থেকে হোম-অ্যাওয়ে ফরম্যাটে হতে চলেছে আইপিএল

IPL: আগামী মরসুম থেকে হোম-অ্যাওয়ে ফরম্যাটে হতে চলেছে আইপিএল

Google Oneindia Bengali News

হোম-অ্যাওয়ে ফরম্যাটে আগামী মরসুম থেকে ফের খেলা হবে আইপিএল। কোভিড বিধি-নিষেধ আলগা হওয়ার পর এবং ভ্রমণের ক্ষেত্রে বিশেষ কোনও বাধ্যবাধকতা না থাকার ফলে কোভিড পূর্ববর্তী হোম অ্যাওয়ে ফরম্যাটে হতে চলেছে আসন্ন আইপিএল। মুম্বই, পুনে, কলকাতা এবং আহমেদাবাদে হবে হবে আইপিএল-এর ম্যাচগুলি।

IPL: আগামী মরসুম থেকে হোম-অ্যাওয়ে ফরম্যাটে হতে চলেছে আইপিএল

গত মরসুমে আইপিএল-এ অভিষেক ঘটিয়েছে দু'টি দল গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস। প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। অপর নতুন দল লখনউ সুপার জায়ান্টস প্লে-অফ পর্যন্ত এগিয়ে ছিল কে এল রাহুলের নেতৃত্বে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোট করে টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত একটি রিপোর্টে বলেছে, "আগামী মরসুম থেকে পুরুষদের আইপিএল হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হবে। ১০টা দল নিজিদের হোম ম্যাচ খেলবে নির্ধারিত মাঠে।" রাজ্য সংস্থাগুলিকে চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন মহারাজ, এমনটাই উল্লেখ করা হয়েছে।

ওই চিঠিতে এ-ও উল্লেখ রয়েছে, ঘরোয়া ক্রিকেটের মাল্টি ডে টুর্নামেন্টগুলি হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলা হবে। তিনি লিখেছেন, "সকল মাল্টি ডে টুর্নামেন্ট চিরাচরিত হোম-অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। গ্রুপ পর্যায়ে প্রতিটা সাদা বলের টুর্নামেন্টে নক আউট ভিত্তিতে ম্যাচ হবে।"

গত সংস্করণে ভিন্ন ভাবে আয়োজিত হয়েছিল আইপিএল। দশটি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছিল। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল ছিল। এমন ভাবেই ফিক্সচার তৈরি করা হয়েছিল যাতে প্রতিটা দল ১৪টি করে ম্যাচ খেলেছিল। উল্লেখ্য আগামী মরসুম থেকে মহিলাদের আইপিএল শুরু করার বিষয়ে প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। তিনি এই বিষয়ে চিঠিতে উল্লেখ করেছেন, "বিসিসিআই এই মুহূর্তে দীর্ঘ প্রতিক্ষিত মহিলা আইপিএল-এর উপর কাজ করছে এবং আশা করা যায় আগামী বছরের শুরুর দিকে এটা আমরা শুরু করতে পারব।"

English summary
According to various reports IPL will revert to Home and Away format from 2023. BCCI all set to stage inaugural Women IPL Next year as well.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X