For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋতুচক্রের সময়কালে মহিলাদের ভ্যাকসিন নেওয়া কি উচিত?‌ জেনে নিন কী বলছে সরকার

ঋতুচক্রের সময়কালে মহিলাদের ভ্যাকসিন নেওয়া কি উচিত?‌

Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন সংক্রমণের তীব্রতাকে দ্বিগুণ করে দিয়েছে। তারই মধ্যে চলছে টিকাকরণ কর্মসূচি। ১ মে থেকে দেশে শুরু হবে ১৮ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের টিকা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ে খবর ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হয়েছে যে ১৮ বছরের ঊর্ধ্বে থাকা মহিলারা ঋতুচক্রের সময় করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে পারবেন না কারণ সেই সময় তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। বেশ কযেকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যার ফলে মহিলাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

ঋতুচক্রের সময়কালে মহিলাদের ভ্যাকসিন নেওয়া কি উচিত?‌ জেনে নিন কী বলছে সরকার

এই পোস্টে আরও বলা হয়েছে যে এই সময় মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে এবং এই সময় ভ্যাকসিনের বিরূপ প্রভাব দেখা যেতে পারে। ওই পোস্টটিতে আরও বলা হয়, '‌ভ্যাকসিনের ডোজ প্রথমে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে, পরে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই ঋতুচক্রের সময় কোনও মহিলা এই ভ্যাকসিন ডোজ নিলে তা তাঁর পক্ষে উচ্চ ঝুঁকি তৈরি হতে পারে।’‌ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো এই পোস্টটির সত্যতা নিয়ে এবার মুখ খুলল সরকার।

যদিও পিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই খবরটি পুরোপুরি ভুয়ো। পিআইবি তাদের টুইটে বলেন, '‌ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে বলা হয়েছে মহিলারা ঋতুচক্রের পাঁচদিন আগে ও পরে ভ্যাকসিন নিতে পারবেন না। এই ধরনের ভুয়ো খবরে পা দেবেন না।’‌ ১ মে ১৮ বছরের বেশি বয়সের নাগরিকদের টিকাকরণ শুরু হবে। ২৮ এপ্রিল থেকে নাম নথিভুক্ত করা শুরু হবে কোউইন ও আরোগ্যতে। পিআইবি জানিয়েছে যে কোনও খবর ফরোয়ার্ড করার আগে সত্যতা যাচাই করা প্রয়োজন। এছাড়াও পিআইবির পাশাপাশি একাধিক চিকিৎসকও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই মেসেজকে ভুয়ো বলেছে।

প্রখর দারুন রোদে পুড়ছে বাংলা, কলকাতার পাশাপাশি জেলার আবহাওয়া চিত্র একনজরে প্রখর দারুন রোদে পুড়ছে বাংলা, কলকাতার পাশাপাশি জেলার আবহাওয়া চিত্র একনজরে

মেয়েদের ঋতুচক্রের ওপর ভ্যাকসিন কোনও প্রভাব ফেলে কিনা, তা নিয়ে এখনও কোনও গবেষণায় প্রমাণিত হয়নি। কোনওভাবেই ভ্যাকসিন মহিলাদের ফার্টিলিটির ওপর প্রভাব ফেলবে না, তাই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

Fact Check

দাবি

Women who menstruating or five days before and after the menstrual cycle shouldn't get the Covid-19 vaccination.

সিদ্ধান্ত

Don't fall for rumours! All people above 18 should get vaccinated after May 1.

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X