For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের রূপ নিয়ে মন্তব্য ঘিরে ঐশ্বর্যের প্রসঙ্গ টেনে ফের বিতর্কে বিপ্লব

বিশ্বের দরবারে ভারতীয় মহিলা বলতে অভিনেত্রী তথা প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাইকে বোঝায়। কিন্তু প্রাক্তন মিস ওয়ার্ল্ড ডায়না হেডেনকে ভারতীয় মহিলাদের প্রতিনিধি হতে পারেন না।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের দরবারে ভারতীয় মহিলা বলতে অভিনেত্রী তথা প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাইকে বোঝায়। কিন্তু প্রাক্তন মিস ওয়ার্ল্ড ডায়না হেডেনকে ভারতীয় মহিলাদের প্রতিনিধি হতে পারেন না। এমনই দাবি বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। 'মহাভারতের সময় ইন্টারনেট ব্য়বহৃত হত','হাসপাতালে মাথা পরীক্ষা করান মমতা বন্দ্যোপাধ্যায়' সমতে একাধিক বিতর্কিত মন্তব্যে ইতিমধ্যেই জেরবার বিপ্লব দেব। তাঁর সেই বিতর্কিত মন্তব্যের তালিকায় এবার নতুন প্রসঙ্গ ভারতীয় মহিলাদের রূপ-সৌন্দর্যের বিষয়টি।

মহিলাদের রূপ নিয়ে মন্তব্য় ঘিরে ঐশ্বর্যের প্রসঙ্গ টেনে ফের বিতর্কে বিপ্লব

৪৬ বছর বয়সী ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, 'ভারতীয় মহিলাদের প্রতিনিধিত্ব করেন ঐশ্বর্য রাই। কিন্তু আমি ডায়না হেজডের সৌন্দর্য বুঝিনা।' ত্রিপুরার আগরতলায় একসভায় বিপ্লব দেবের এই মন্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি আরও বলেন, ' আগেকার যুগে ভারতীয় মহিলারা প্রসাধন ব্যবহার করতেন না। তাঁরা শ্যাম্পু ব্য়বহার করতেন না, মেছির জল আর কাদা মাটি দিয়ে মাথা ধুয়ে নিতেন। এই বিউটি পেজেন্ট আয়োজকরা হল আন্তার্জাতিক মারকেটিং মাফিয়া...আজ দেশের সর্বত্র একটিকরে বিউটি পার্লার গজিয়ে উঠছে। '

এখানেই শেষ নয়। বিপ্লব দেব আরও বলেন, 'যেইই বিউটি কনটেস্টে যায়া, , সেই জেতে। ৫ বছর টানা আমরা মিওয়ার্ল্ড /মিস ইউনিভার্সের তকমা জিতেছি। ডায়না হেডেনও জিতেছেন। আপনাদের কী মনে হয় যে তাঁর জেতা উচিত? ' আগরতলায় কুটিরশিল্প বিষয়ক একটি সভায় এমনই মন্তব্য় করেছেন বিপ্লব দেব। পাশাপাশি তাঁর দাবি বিউটি কনটেস্টে যাঁরা সার্টিফিকেট দেন তাংরা আন্তর্জাতিক বস্ত্রবয়ন মাফিয়া। এঁরা কনটেস্টের আগেই ঠিক করে নেন কে জিতবে। আর বিপ্লব দেবের দাবি, 'এই কথা ১০০ শতাংশ সত্যি।' উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি-র সমস্ত জনপ্রতিনিধিদের সঙ্গে টেলিকন্ফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেন মোদী। সেই সভায় তিনি স্পষ্ট বার্তা দেন, য়ে কোনওভাবেই যেন বিজেপি নেতা মন্ত্রী বা , বিধায়ক, সাংসদরা আলটপকা মন্তব্য না করেন । নরেন্দ্র মোদীর সেই হুঁশিয়ারির পরও বিপ্লব দেবের এই নয়া মন্তব্য ঘিরে উঠেছে নানা প্রশ্ন।

English summary
Tripura Chief Minister Biplab Kumar Deb courts controversy, Comments On Aishwarya Rai and Diana Heyden
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X