For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২২টি আসনে ভোট গণনা শুরু ত্রিপুরাতে! সন্ত্রাসের অভিযোগে একাধিক গণনা কেন্দ্র বয়কট বামেদের

আগরতলা কর্পোরেশন এবং ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতের ২২২টি আসনে ভোট হয়েছে। সন্ত্রাসের মধ্যে দিয়েই ভোট হয়েছে। একাধিক অভিযোগ বিরোধীদের। নির্বাচন কমিশনের সঙ্গে শাসকদলের আঁতাতের অভিযোগ বিরোধীদের।

  • |
Google Oneindia Bengali News

আগরতলা কর্পোরেশন এবং ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতের ২২২টি আসনে ভোট হয়েছে। সন্ত্রাসের মধ্যে দিয়েই ভোট হয়েছে। একাধিক অভিযোগ বিরোধীদের। নির্বাচন কমিশনের সঙ্গে শাসকদলের আঁতাতের অভিযোগ বিরোধীদের।

আর এই অভিযোগের মধ্যেই ভোট গণনা শুরু ত্রিপুরাতে। ১৬টি কাউন্টিং সেন্টারে শুরু হয়েছে এই গণনা। গণনাকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে সে রাজ্যে।

বয়কট বামেদের

বয়কট বামেদের

অবাধ সন্ত্রাসের মধ্যে এবার ভোট হয়েছে ত্রিপুরাতে। একের পর এক কেন্দ্র বুথ লুঠের অভিযোগ। শাসকদলের বিরুদ্ধে একের পর এক মারাত্মক অভিযোগ। ভোটের পরেই একের পর এক বুথে পুনঃনির্বাচনের দাবি জানায় বামেরা। কিন্তু তা হয়নি। আর এরপরেই শাসকদল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলে বামেরা। যে সমস্ত কেন্দ্রে ভোটের নামে অবাধ লুঠ ছাপ্পা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে সেই সমস্ত কেন্দ্রে কোনও প্রতিনিধি দেওয়া হয়নি বামেদের বিরুদ্ধে। সাতটি গণনা কেন্দ্র বয়কট বামেদের।

দেখা যাচ্ছে না তৃণমূলকেও

দেখা যাচ্ছে না তৃণমূলকেও

সকাল ৪টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে একাধিক গণনা কেন্দ্রে কোনও তৃণমূল নেতা-কর্মীকে দেখা যাচ্ছে না। যদিও শনিবারই তৃণমূলের রাজ্যসভার সদস্য ও স্টিয়ারিং কমিটির সদস্য সুস্মিতা দেব বলেন, কমিশন বিজেপির জন্য কাজ করছে। এরপরেই আজ রবিবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। কিন্তু বহু টেবিলেই তৃণমূলের কাউকে দেখা যাচ্ছে না। হারের ভয়েই এই সিদ্ধান্ত বলে কটাক্ষ ত্রিপুরা বিজেপির।

আসন পাবে না

আসন পাবে না

ত্রিপুরাতে একটা আসনও পাবে না তৃণমূল। এমনটাই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, বাংলা থেকে লোক ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল ত্রিপুরাতে। সেখানে তৃণমূলের কোনও সংগঠন নেই। এভাবে কি ভট পাওয়া যায়? প্রশ্ন বিজেপির সাংসদের। আগরতলা কর্পোরেশন এবং ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতের ২২২টি আসনে ভোট হয়েছে। লড়াই হয়, আগরতলা কর্পোরেশনের ৫১টি আসনে গণনা চলছে।

৩৩৪টি আসনের ফলাফল প্রকাশিত

৩৩৪টি আসনের ফলাফল প্রকাশিত

সব মিলিয়ে ৩৩৪টি আসনের ফলাফল প্রকাশিত হবে রবিবার। শাসক দল বিজেপি সবকটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে এবং বিনা প্রতিদ্বন্দিতায় ইতিমধ্যে ১১২ টি আসনে জয়লাভ করে বসে রয়েছে। বাকি ২২২ টি আসনে মোট ৭৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মূলত ত্রিপুরায় পুরভোটে লড়াই হয়েছে বিজেপি, তৃণমূল এবং সিপিএমের মধ্যে। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম দুটি দলই বিজেপির বিরুদ্ধে ভোট রিগিংয়ের অভিযোগ এনেছে। স্থানীয় পুলিশ প্রশাসন সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে বলে অভিযোগ বিরোধীদের।

English summary
tripura municipal election result 2021: vote counting start tripura
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X