For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুর নির্বাচনের মুখে বড় ধাক্কা! এডিএমকে-বিজেপির সঙ্গ ছাড়ল বিজয়কান্তের দল

Google Oneindia Bengali News

আসন বণ্টন নিয়ে মনোমালিন্যের জেরে এবার এডিএমকে-বিজেপির সঙ্গ ছাড়ল অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়কান্তের নেতৃত্বাধীন ডিএমডিকে। তামিলনাড়ু নির্বাচনের আগে এভাবে জোট সঙ্গী ছেড়ে চলে যাওয়াতে বড় ধাক্কা খেল এডিএমকে-বিজেপি জোট। এর আগে বিজেপির সঙ্গে আসন রফার সময়ও বেশ দর কষাকষি করেছিল এডিএমকে।

তিন দফায় আসন রফা হয়নি

তিন দফায় আসন রফা হয়নি

এর আগে তিন দফায় আসন রফা নিয়ে ডিএমডিকের সঙ্গে বৈঠকে বসে এডিএমকের নেতৃত্ব। তবে তাতেও জট না কাটায় জোটের সঙ্গ ছাড়ে বিজয়কান্তের দল। এর আগে বিজয়কান্ত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, যদি আসন সমঝোতা ফলপ্রসু না হয়, তবে সেরাজ্যের ২৩৪টি আশনে তারা একাই লড়াই করবে। তবে এখন আনুষ্ঠানিক ভাবে জোট ছাড়ার পর বিজয়কান্ত কী করবেন, তা স্পষ্ট হয়নি।

জোটে জট রয়েছে ডিএমকে-কংগ্রেসের মাঝেও

জোটে জট রয়েছে ডিএমকে-কংগ্রেসের মাঝেও

এদিকে জোটে জট রয়েছে ডিএমকে-কংগ্রেসের মাঝেও। প্রায় এক সপ্তাহ ধরে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলার পর শেষ পর্যন্ত কংগ্রেসকে ২৫টি আসন দিয়ে জোট অক্ষত রাখে ডিএমকে। এর আগে নীতিগত ভাবে একই পৃষ্ঠায় থাকলেও নির্বাচনী দর কষাকষিতে আটকে জোট নিয়ে জটিলতা শুরু হয়েছিল দুই দলের মধ্যে। শেষ পর্যন্ত কংগ্রেসকে ২৫ আসন দিয়ে সব জট কাটায় ডিএমকে।

স্ট্যালিনকে সরাসরি ফোন করেন সোনিয়া গান্ধী

স্ট্যালিনকে সরাসরি ফোন করেন সোনিয়া গান্ধী

সূত্রের খবর শনিবার এমকে স্ট্যালিনকে সরাসরি ফোন করেন কংগ্রেসের অন্তরবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। এরপরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান ডিএমকে প্রধান। এর আগে ২০১৬ সালে কংগ্রেস তামিলনাড়ুতে ৪১টি আসনে লড়েছিল। কিন্তু এর মধ্যে কংগ্রেস জিতেছিল মাত্র ৮টি আসনে। অপরদিকে ডিএমকে ১৭৮টি আসনে লড়ে ৮৯টিতে জিতেছিল।

ডিএমকে-র একাংশ কংগ্রেসকে বেশি আসন ছাড়তে নারাজ ছিল

ডিএমকে-র একাংশ কংগ্রেসকে বেশি আসন ছাড়তে নারাজ ছিল

সূত্রের খবর, সম্প্রতি বেশ কয়েকটি নির্বাচনে কংগ্রেসের শোচনীয় ফলের জেরে ডিএমকে-র একাংশ কংগ্রেসকে বেশি আসন ছাড়তে নারাজ ছিল। এরপরই জটিলতা বাড়তে থাকে জোটের অন্দরে। জানা গিয়েছে, তামিলনাড়ুতে কংগ্রেস অন্তত ৩৪টি আসন চেয়েছিল। কিন্তু ২৫টির বেশি ছাড়তে রাজি হয়নি ডিএমকে। কংগ্রেস ছাড়াও সিপিএমও রয়েছে ডিএমকের সঙ্গে।

English summary
Tamil Nadu Election 2021: Vijayakanth's DMDK leaves AIADMK-BJP alliance over seat allocation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X