For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি তামিলনাড়ুতে 'তৃতীয় বৃহত্তম দল'! পুরভোটে হেরে সান্ত্বনা রাজ্য সভাপতির

বিজেপি তামিলনাড়ুতে 'তৃতীয় বৃহত্তম দল'! পুরভোটে হেরে সান্ত্বনা রাজ্য সভাপতির

  • |
Google Oneindia Bengali News

২০২১-এ পারেনি, ২০২২-এর পুরসভা ভোটে বিজেপি গাদ কাটতে চেয়েছিল তামিলনাড়ুতে। দক্ষিণভারতে বিজেপি কর্নাটক ছাড়াও তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। তাই টার্গেট ছলি তামিলনাড়ুর পুর-নির্বাচন। কিন্তু ডিএমকে ঝড়ে স্রেফ উড়ে গিয়ে বিজেপি এখন সান্ত্বনা খুঁজছে। তামিলনাড়ুতে বিজেপির তৃতীয় বৃহত্তম দল হয়ে ওঠার দাবিতে, তেমনই ইঙ্গিত।

কন্যাকুমারী জেলাতেই বিজেপি ২০০

কন্যাকুমারী জেলাতেই বিজেপি ২০০

২০১১ সালের তুলনায় ২০২২ সালে নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির আসনসংখ্যা তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে বলে দাবি করেন রাজ্য সভাপতি কে আন্নামালাই। পুরনিগম, পুরসভা ও নগর পঞ্চায়েতের মতো স্থানীয় সংস্থার নির্বাচনে বিজেপির সামগ্রিক আসন প্রাপ্তির হার বেড়েছে ০.৭ শতাংশ। শুধুমাত্র কন্যাকুমারী জেলাতেই বিজেপি জয়লাভ করেছে ২০০টি আসনে। এর ফলে মোট ৩০৮টি ওয়ার্ডে জয় হাসিল করেছে বিজেপি।

এআইএডিএমকে জোট ছেড়েও বিজেপির জয়

এআইএডিএমকে জোট ছেড়েও বিজেপির জয়

বিজেপি এআইএডিএমকে জোট থেকে বেরিয়ে যাওয়ার পরে এবার পুরনিগম, পুরসভা ও নগর পঞ্চায়েতে এককভাবে ভোটে লড়াই করে। এই একক লড়াইয়ে বিজেপি অবশ্য ১০টি জেলায় খাতা খুলতেই পারেনি। তবে বিজেপি গ্রেটার চেন্নাই পুরনিগমের একটি আসনসহ ২৩০টি নগর পঞ্চায়েত ওয়ার্ড, ৫৬টি পুরসভা ওয়ার্ড এবং ২২টি কর্পোরেশন ওয়ার্ড জিতেছে।

২০১১ সালের সঙ্গে তুলনায় ২০২২-এর

২০১১ সালের সঙ্গে তুলনায় ২০২২-এর

২০১১ সালেও একা লড়াই করেছিল বিজেপি। সেবার নগর পঞ্চায়েতে বিজেপি জিতেছিল ২.২ শতাংশ আসনে। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ৩.০১ শতাংশ। পুরসভাগুলিতে ২০১১ সালে বিজেপি জিতেছিল ১ শতাংশ আসনে। এবার তা বেড়ে হয়েছে ১.৪৫ শতাংশ। ২০১১ সালে পুরনিগমে বিজেপি জিতেছিল ০.৫ শতাংশ ওয়ার্ড। ২০২২ সালে কর্পোরেশন ওয়ার্ডগুলিতে বিজেপির জয়ের হার বেড়েছে ১.৬৭ শতাংশ। উল্লেখ্য, কর্পোরেশনে বা পুরনিগমে বিজেপির আসন সংখ্যা ২০১১ সালে ছিল ১০। ২০২২ সালে তা বেড়ে হয়েছে ২২।

বিজেপি ৮২টি ওয়ার্ড বেশি জিতেছে

বিজেপি ৮২টি ওয়ার্ড বেশি জিতেছে

কর্পোরেশন, পুরসভা এবং নগর পঞ্চায়েতজুড়ে সামগ্রিকভাবে ২০১১ সালে পার্টির আসনপ্রাপ্তি ছিল ১.৭৬ শতাংশ। ২০২২ তা বেড়ে ২.৪ শতাংশ হয়েছে৷ ২০১১ সালে পার্টি বিজেপি মোট ১২৮১৬টি আসনের মধ্যে ২২৬টি জিতেছিল৷ ২০২২-এ মোট ১২,৮৩৮টি আসনের মধ্যে ৩০৮টিতে জয় হাসিল করেছে। অর্থাৎ এবার ৮২টি ওয়ার্ড বেশি জিতেছে।

বিজেপি ‘তৃতীয় বৃহত্তম দল’, দাবি

বিজেপি ‘তৃতীয় বৃহত্তম দল’, দাবি

তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই এ প্রসঙ্গে দাবি করেছেন, ডিএমকে এবং এআইএডিএমকে-র পরে বিজেপি ‘তৃতীয় বৃহত্তম দল হয়ে উঠেছে৷ ডিএমকে-র মিত্র কংগ্রেসের আসনসংখ্যা বিজেপির তুলনায় বেশি হওয়া সত্ত্বেও তিনি কীভাবে এই দাবি করছেন? জবাবে তিনি বলেন, যে জায়গাগুলিতে কংগ্রেস জিতেছে, সেখানে কংগ্রেসকে একা প্রতিদ্বন্দ্বিতা করতে দিন জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ডিএমকের সঙ্গে রয়েছে বলেই জিতেছে কংগ্রেস।

কংগ্রেসের জেতা আসন সংখ্যা

কংগ্রেসের জেতা আসন সংখ্যা

উল্লেখ্য, তামিলনাড়ুর ২১ পুরনিগমের ডিএমকে-র সঙ্গী কংগ্রেস ৭৩টি ওয়ার্ডে জয় পেয়েছে। ১৩৮টি পুরসভায় কংগ্রেস জিতেছে ১৫১টি ওয়ার্ডে। ৪৯০টি নগর পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস জয় পেয়েছে ৩৬৮টি ওয়ার্ডে। আর মোট আসনের নিরিখে কংগ্রেস পেয়েছে ৫৯২টি। বিজেপি সেখানে ৩০৮টিতে জয়ী হয়েছে।

English summary
BJP is now the ‘third largest party’ in Tamil Nadu according to civic poll results demanded by Annamalai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X