For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১ বিধানসভা নির্বাচনে 'ভোট শেয়ার' এ তৃণমূল থেকে বিজেপি কোথায় দাঁড়িয়ে, জানান দিচ্ছে চাণক্য-এর সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

অষ্টম দফার ভোট পর্ব বাংলায় সমাপ্ত হতেই এবার ২ রা মে-র জন্য কাউন্টডাউনে গোটা বাংলা। নীলবাড়ি দখলের লড়াইয়ে বাংলার বুকে আট দফার ভোট পর্বের শেষে ইতিমধ্যেই এসে পৌঁছেছে বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল। ২০২১ বিধানসভা ভোট শুধু বাংলাতেই নয়, আলোড়ন ফেলছে তামিলনাড়ু, কেরল, অসম , পুদুচেরির বুকেও। এই সমস্ত রাজ্য এবার তাদের বিধানসভার জনপ্রতিনিধিকে বেছে নিচ্ছে ভোটের মাধ্যমে। এই ভোট প্রেক্ষাপটে টুডেস চাণক্য তুলে ধরেছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন পার্টির ভোট শেয়ার।

হ্যাট্রিকের পথেই কি মমতা?

হ্যাট্রিকের পথেই কি মমতা?

টুডেস চাণক্য় বলছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট পেতে পারে ৪ টি আসন। বিজেপির দখলে থাকতে পারে ১০৮ টি আসন (+/-), তৃণমূল নিজের গড়ে দাপট দেখিয়ে ম্যাজিক ফিগার পার করে বহুদূর এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে মমতা শিবির ১৮০ টি (+/-) টি আসন পেতে পারে। বাকিরা ৩ টি (+/-) আসনে দখল নিতে পারে। প্রসঙ্গত ২৯২ আসনের নিরিখে এটি বলা হচ্ছে।

পশ্চিমবঙ্গে পার্টিগত ভোট শেয়ার

পশ্চিমবঙ্গে পার্টিগত ভোট শেয়ার

চাণক্যের সমীক্ষায় দাবি করা হচ্ছে, বাংলায় বিজেপি ৩৯ শতাংশ (+/-) ভোট পেতে পারে। সেক্ষেত্রে গত লোকসভার ভোটের তুলনায় খানিকটা অল্প থেকে যাচ্ছে বিজেপির ভোট শেয়ার। আবার যদি ২০১৬ সালের বিধানসভা ভোট দেখা যায়,তাহলে সেবার ২৯৪ আসনের মধ্যে ৩ টিতে জয় পেয়েছে বিজেপি। সেক্ষেত্রে অবশ্য ভোট শেয়ার এবার বিজেপির অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূল সেখানে ৪৬ শতাংশ ভোট শেয়ার পাচ্ছে বলে অনুমান চাণক্যের সমীক্ষায়। বাকিদের ঘরে ৬ শতাংশের ভোট শেয়ার থাকতে পারে। উল্লেখ্যভাবে বামেরা ৯ শতাংশ ভোট শেয়ার পেতে পারে বলে আভাস চাণক্যের সমীক্ষায়।

কেরলের পরিস্থিতি

কেরলের পরিস্থিতি

১৪১ আসনের কেরলে ইউডিএফ ৩৫,বিজেপি ৩, এলডিএফ জোট ১০২ টি আসন পাবে বলে অনুমান চাণক্যের। সেক্ষেত্রে ভোট শেয়ারের নিরিখে বিজেপি ১৪ শতাংশ, ইউডিএফ ৩৪ শতাংশ, এলডিএফ ৪৬ শতাংশ ভোট শেয়ার রাখতে পারে বলে আভাস বুথ ফেরৎ সমীক্ষার।

তামিলনাড়ু

তামিলনাড়ু

২৩৪ আসনের তামিলবিধানসভায় এআইএডিএমকে , বিজেপি জোট ৫৭ আসন পেতে পারে। ডিএমকে ১৭৫ টি আসন বাকিরা ২ থেকে ৪ টি আসন পেতে পারে। ভোট শেয়ারে তামিলভূমে শাসকদল এআইএডিএমকে ৩৭ শতাংশ ভোট পেতে পারে। ডিএমকে পেতে পারে ৫১ শতাংশ। বাকিরা ১২ শতাংশ ভোট পেতে পারে।

অসম

অসম

অসম নির্বাচনের বুথ ফেরৎ সমীক্ষা বলছে , বিজেপি জোট ৪৩ শতাংশ ভোট শেয়ার সেখানে ধরে রাখতে পারবে। কংগ্রেস জোটও একই শতাংশের ভোট ধরে রাখবে। বাকিরা ১৪ শতাংশ ধরে রাখতে পারবে। অসমের বুথ ফেরৎ সমীক্ষা বলছে ৭০ টি আসন বিজেপি পাবে। কংগ্রেস ৫৬ টি, বাকিরা ৩ টি আসন পেতে পারে।

English summary
Exit Poll of Today's Chanakya reveals vote shares of West Bengal,Assam,kerala, TamilNadu political Parties
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X