For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি একবারে নিরাশ করল না তামিলনাড়ু পুর-নির্বাচনে, কতগুলি আসন পেল তারা

বিজেপি একবারে নিরাশ করল না তামিলনাড়ু পুর-নির্বাচনে, কতগুলি আসন পেল তারা

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ু পুর-নির্বাচনে সেই ডিএকেরই জয়জয়কার। কংগ্রেসকে সঙ্গে নিয়ে ডিএমকে এবার তামিলনাড়ু নির্বাচনে জয় ছিনিয়ে এনেছে এআইএডিএমকের শক্তি ঘাঁটিতেও। জয়ললিতার দলকে পাঠিয়ে দিয়েছে দূরবর্তী দ্বিতীয় স্থানে। এআইএডিএমকের সঙ্গে জোট ছাড়লেও বিজেপি কয়েকটি আসনে জিতে এবার অস্বিস্তের স্বাক্ষর রেখে গিয়েছে।

বিজেপি একবারে নিরাশ করল না তামিলনাড়ু পুর-নির্বাচনে, কতগুলি আসন পেল তারা

বিজেপি তামিলনাড়ুর পুরনিগম ও পুরসভা নির্বাচনে একেবারে নিরাশ করল না। এবার তারা এক ডজনেরও বেশি আসনে জয়লাভ করল। নাগেরকয়েল কর্পোরেশনের চারটি ওয়ার্ডে জয় পেয়েছে বিজেপি। বাবানীসাগর এবং সত্যমঙ্গলম পুরসভার কয়েকটি ওয়ার্ডেও জিতেছে তারা। চেন্নাইয়ে কয়েকটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

তামিল কাচ্চি টেনকাসি এবং কন্যাকুমারী জেলার প্রায় সাতটি পঞ্চায়েত ওয়ার্ড জিতেছে বিজেপি। মোট কথা এবার বিজেপি বা এআইএডিএমকে তামিলনাড়ুতে ডিএমকে চ্যালেঞ্জ জানাতে না পারলেও বিজেপি তাঁদের উপস্থিতি বোঝাতে সক্ষম হয়েছে। বেশ কিছু পুরনিগম, পুরসভা ও শহর পঞ্চায়েতে তাঁদের প্রতিনিধি থাকছে এবার।

তামিলনাড়ু নগর স্থানীয় সংস্থা নির্বাচন হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হয়। তামিলনাড়ুর ২১টি পুরনিগম, ১৩৮টি পুরসভা, ৪৯০টি শহর পঞ্চায়েত-সহ মোট ৬৪৯টি নগর স্থানীয় সংস্থার ফল প্রকাশিত হয়েছে। মোট ১২৮৩৮টি আসনে নির্বাচনের মোট ৭৪,৪১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। তার ফল প্রকাশে দেখা যায় পর্যাপ্ত প্রাধান্য রেখেছে সাসকদল ডিএমকে।

ডিএমকে চেন্নাইয় পুরসভায় সিংহভাগ ওয়ার্ডে এগিয়ে থাকলেও বিজেপি একটি ওয়ার্ড ছিনিয়ে নিয়েছে তাদের কাছ থেকে। ডিএমকের শক্ত ঘাঁটিতে বিজেপি এই জয় পেয়েছে। ২০০ আসনের মধ্যে ১৩১টি আসনের ফল সামনে এসেছে। তার মধ্যে একাই ১০৪টি আসন পেয়েছে ডিএমকে। জোট সঙ্গী কংগ্রেস পেয়েছে সাতটি আসন। আর প্রধান বিরোধী এআইএডিএমকে পেয়েছে ১২টি ওয়ার্ডে জয়। সেখানে বিজেপি একটি আসনে জয় হাসিল করেছে।

চেন্নাইয়ের ১৩৪ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী উমা আনন্দন। তামিলনাড়ুর স্থানীয় সংস্থা নির্বাচনে বিজেপি এখনও পর্যন্ত এক ডজন ওয়ার্ডে জয়ী হয়েছে। এর মধ্যে রয়েছে তিরুপুরের ৯ নং ওয়ার্ড, যেখানে বিজেপি প্রার্থী ২৩০ ভোটে জয়ী হন। ডিএমকে প্রার্থী মাত্র ৩০ ভোট পেয়ে জামানত হারান। করুর জেলায় ৩ নম্বর ওয়ার্ডে বিজেপি জিতেছে। নাগেরকয়েল কর্পোরেশনে বিজেপি ৯ নম্বর ওয়ার্ডে জিতেছে।

ডিএমকে বর্তমানে ২১টি পুরনিগমের ৭৭টি ওয়ার্ডে, পুরসভায় ৩০২টি ওয়ার্ডে এবং শহর পঞ্চায়েতে ১৪৪৯টি ওয়ার্ডে জয়ী হয়েছে বা এগিয়ে রয়েছে। এআইএডিএমকে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা পুরনিগমের ৯টি ওয়ার্ডে, পুরসভার ৯০টি ওয়ার্ডে, শহর পঞ্চায়েতের ৩৮৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বা জিতে গিয়েছে। আর কংগ্রেস পুরনিগমের ৭টি ওয়ার্ডে, পুরসভার ১৯টি ওয়ার্ডে, শহর পঞ্চায়েতের ৭৭টি ওয়ার্ডে এগিয়ে বা জয়ী।

English summary
BJP has won in DMK’s fort at Chennai in City Corporations and Municipal election of Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X