For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবারতন্ত্র বনাম 'ডবল ইঞ্জিন', চাণক্য চালে বাজিমাত করার মন্ত্র খুঁজে পেলেন অমিত শাহ

Google Oneindia Bengali News

এবার তামিলনাড়ুতেও ডবল ইঞ্জিন সরকারের নামে ভোট চাইতে শোনা গেল বিজেপির চাণক্য অমিত শাহকে। এদিন দক্ষিণের এই রাজ্যে ভোট প্রচারে যান অমিত শাহ। সেখানে গিয়ে তিনি বিরোধী দলনেতা এমকে স্ট্যালিনকে কড়া ভাষায় আক্রমণ শানান। শুধু তাই নয়, পরিবারতন্ত্রের অভিযোগ তুলে তিনি বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান সেরাজ্যের ভোটারদের কাছে।

মোদী কৃষকদের কথা ভাবেন

মোদী কৃষকদের কথা ভাবেন

এদিন অমিত শাহ অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রাখা বিজেপি নেত্রী খুশবু সুন্দরের প্রচারে গিয়ে বলেন, 'প্রধানমন্ত্রী মোদী কৃষক, বেকার যুবক এবং তামিলনাড়ুর মৎসজীবীদের বিষয়ে ভাবেন। অন্যদিকে এমকে স্ট্যালিন শুধু নিজের ছেলে উদয়নিধিকে মুখ্যমন্ত্রী করার বিষয়ে ভাবেন। এবার তামিলনাড়ুর মানুষদেরই ভাবতে হবে যে তারা কাদের ভোট দিতে চান। যারা মানুষের কথা ভাবে, তাদের। নাকি যারা শুধু নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী বানাতে চায় তাদের।'

'তামিলনাড়ুর ভবিষ্যতের জন্য এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ'

'তামিলনাড়ুর ভবিষ্যতের জন্য এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ'

এদিন অমিত শাহ বলেন, 'তামিলনাড়ুর ভবিষ্যতের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচন বলে দেবে যে তামিলনাড়ু পরিবাতন্ত্রকে বেছে নিয়ে এগোতে চলেছে নাকি মাক্কাল থিলাগাম এমডি রামচন্দ্রণের পথ অনুসরণ করতে চলেছে। এই ডিএমকে নেতারা কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। এদের লজ্জা হওয়া উচিত এহেন আচরণের জন্য।'

স্ট্যালিন এবং উদয়নিধিকে তোপ অমিত শাহের

স্ট্যালিন এবং উদয়নিধিকে তোপ অমিত শাহের

এদিন উদয়নিধি এবং তাঁর বাবা তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনকে তোপ দেগে অমিত শাহ বলেন, 'এদিকে আমি যখনই উদয়নিধিকে নিয়ে কথা বলি, তখনই স্ট্যালিন মহাশয় রেগে যান, ওনার রক্তচাপ বেড়ে যায়। পরে তিনি তার মাথা আর ঠান্ডা রাখতে পারেন না। এবং যাকে যা পারেন বলতে শুরু করে দেন। সুষমা স্বরাজ, অরুণ জেঠলিকে নিয়েও মন্তব্য করা হয়েছে সম্প্রতি। তাঁরা তো এখন আর এই বিশ্বে নেই, তাও তাঁদেরকেও ছাড়া হচ্ছে না।'

দলিত ভোটারদের টানতে অমিত শহের বক্তব্য

দলিত ভোটারদের টানতে অমিত শহের বক্তব্য

এদিকে তামিলনাড়ু দলিত ভোটারদের নিজেদের দিকে টানতে অমিত শাহ বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি এবং এআইএডিএমকে খুব ভালো করে দলিতদের চিন্তাধারা বুঝতে পারে। বিজেপি এমন একটি দল যারা একজন দলিতের সন্তানকে দেশের রাষ্ট্রপতি পদে বসিয়েছে। এই রাজ্যে বিজেপির সভাপতিও একজন দলিত। তাই প্রতিটি বাড়িতে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুত বিনামূল্যে দেওয়া হবে। ১১-১২ শ্রেণীর পড়ুয়াদের ল্যাপটপ দেওয়া হবে।'

English summary
BJP's Amit Shah targets MK Stalin and Udaynidhi, accusing of dynasty politics in Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X