For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উঠলেন রুট, নামলেন বিরাট, চিপকের ফলাফলে কে কোথায় দাঁড়িয়ে জানুন

উঠলেন রুট, নামলেন বিরাট, চিপকের ফলাফলে কে কোথায় দাঁড়িয়ে জানুন

  • |
Google Oneindia Bengali News

চেন্নাইয়ে ভারতকে ২২৭ রানে হারিয়ে চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। এই ফলাফলের প্রভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় যেমন শীর্ষে উঠে এসেছে জো রুটের দল, তেমনই প্রভাব পড়েছে আইসিসি ক্রমতালিকাতেও। ব্যাটসম্যানদের তালিকায় নেমে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, উঠে এসেছেন জো রুট।

ব্যাটসম্যানরা কে কত নম্বরে?

ব্যাটসম্যানরা কে কত নম্বরে?

শ্রীলঙ্কা সফরে প্রথম ইনিংসে দ্বিশতরান করেছিলেন, দ্বিতীয় টেস্টে করেন শতরান। তারপর চেন্নাইয়ে ২১৮ রানের ইনিংস এসেছে জো রুটের ব্যাট থেকে। এই দুরন্ত ফর্ম অব্যাহত রেখে আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় ব্যাটসম্যানদের মধ্যে তিন নম্বরে উঠে এলেন ইংল্যান্ড অধিনায়ক। উপমহাদেশে টানা তিন টেস্টে ৬৮৪ রান করায় তাঁর পয়েন্ট ৮৮৩, ২০১৭-র পর এই প্রথম এত পয়েন্ট তাঁর ঝুলিতে। ২০১৭-র নভেম্বরের পর এই প্রথম বিরাট কোহলিকে টেক্কা দিলেন তিনি। রুট দুই ধাপ উঠে এসেছেন, বিরাট নেমে গিয়েছেন এক ধাপ। ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের চেয়ে তিনে থাকা রুটের পয়েন্টের ফারাক মাত্র ৩৬। দুইয়ে থাকা স্টিভ স্মিথ রুটের চেয়ে মাত্র ৮ পয়েন্টে এগিয়ে। ৮৫২ পয়েন্ট নিয়ে বিরাট রয়েছেন পাঁচে। অস্ট্রেলিয়ার লাবুশানে বিরাটের উপরে চার নম্বরে আছেন। ক্রমতালিকায় নেমে গিয়েছেন চেতেশ্বর পূজারাও। ৭৫৪ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন সাতে। ৭৪৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের বেন স্টোকস আছেন নয় নম্বরে। ৭০০ রেটিং পয়েন্ট পেয়ে ঋষভ পন্থ এই তালিকায় ১৩ নম্বর স্থান ধরে রেখেছেন। সাত ধাপ এগিয়ে শুভমান গিল আছেন ৪০-এ। দুই ধাপ উঠে ওয়াশিংটন সুন্দর চলে এসেছেন ৮১ নম্বর স্থানে। অন্যদিকে, অভিষেক টেস্টে কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে অপরাজিত দ্বিশতরান হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ সফরে রুদ্ধশ্বাস জয় এনে দিয়ে ৪৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ৭০-এ রয়েছেন তিনি। অভিষেকে এত পয়েন্ট পাওয়ার নিরিখে তিনি রয়েছেন দুইয়ে, ইংল্যান্ডের রি ফস্টার নিজের অভিষেক টেস্ট থেকে ৪৪৯ পয়েন্ট আদায় করেছিলেন, সেটা ১৯০৩ সালে সিডনিতে।

 বোলারদের ক্রমতালিকা

বোলারদের ক্রমতালিকা

বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন মাত্র দু-জন ভারতীয়। ৭৭১ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ উঠে এই তালিকায় রবিচন্দ্রন অশ্বিন চলে এসেছেন সাত নম্বরে। তাঁর চেয়ে জশপ্রীত বুমরাহ-র রেটিং পয়েন্ট মাত্র দুই কম, বুমরাহ রয়েছেন অষ্টম স্থানে। ৮২৬ পয়েন্ট সংগ্রহ করে তিন ধাপ উঠে জেমস অ্যান্ডারসন রয়েছেন তৃতীয় স্থানে। প্রথম স্থানে আছেন প্যাট কামিন্স, তারপরেই স্টুয়ার্ট ব্রড, যিনি প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশে ছিলেন না। তিুন ধাপ উঠে জ্যাক লিচ চলে এসেছেন ৩৭ নম্বর স্থানে। চার ধাপ উঠে ডম বেস রয়েছেন ৪১-এ। দুই ধাপ উঠে ৮৫ নম্বর স্থানে রয়েছেন শাহবাজ নাদিম।

 অলরাউন্ডারদের তালিকা

অলরাউন্ডারদের তালিকা


অলরাউন্ডারদের ক্রমতালিকায় কোনও রদবদল হয়নি। শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলীয় ওপেন থেকে বিদায় বোপান্নার, ছিটকে গেলেন ভেনাস, জয় জকোভিচেরঅস্ট্রেলীয় ওপেন থেকে বিদায় বোপান্নার, ছিটকে গেলেন ভেনাস, জয় জকোভিচের

English summary
Joe Root Overtakes Virat Kohli After A Long Gap In ICC Test Rankings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X