For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ind vs Eng 2021: ম্যাঞ্চেস্টারে বিরাটদের সহকারী ফিজিও করোনা আক্রান্ত, টেস্ট নিয়ে সংশয়ে সৌরভ

  • |
Google Oneindia Bengali News

ম্যাঞ্চেস্টারে কাল থেকে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু হওয়ার কথা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে চারটি টেস্টের পর ২-১ ব্য়বধানে বিরাট কোহলিরা এগিয়ে। পয়েন্ট তালিকায় ভারত এখন এক নম্বরে। যদিও ম্যাঞ্চেস্টারে শেষ টেস্ট নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে ভারতীয় দলের সহকারী ফিজিও করোনা আক্রান্ত হওয়ায়।

ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে সংশয়

ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে সংশয়

গতকাল ভারতীয় দল ওল্ড ট্র্যাফোর্ডে অনুশীলন করে। কিন্তু এরপরই জানা যায় দলের সহকারী ফিজিও যোগেশ পারমারের করোনা পজিটিভ। এরপর আজ সকালে দলের সকলের করোনা পরীক্ষা হয়েছে। রিপোর্ট না আসা অবধি সকলকে টিম হোটেলের ঘরেই থাকতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই ভারতীয় দল আজ ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি। বাতিল হয়েছে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সও। জানা গিয়েছে, সকালে গোটা দলের সঙ্গে কথা হয়েছে বিসিসিআই কর্তাদের। বিসিসিআই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে ফিজিও-র ব্যবস্থা করার জন্য। কারণ, রবি শাস্ত্রীর করোনা ধরা পড়ার পর আইসোলেশনে চলে গিয়েছিলেন বিরাটদের ফিজিও নীতীন প্যাটেল। ফলে তাঁর ভূমিকা পালন করছিলেন পারমার। এবার তাঁরও করোনা ধরা পড়ল।

নিশ্চিত নন সৌরভ

নিশ্চিত নন সৌরভ

পারমারের সংস্পর্শে কারা এসেছিলেন তাও স্পষ্ট নয়। ভারতীয় দলের কেউ করোনা আক্রান্ত কিনা তা স্পষ্ট হবে করোনা পরীক্ষার রিপোর্ট আসার পরই। এই পরিস্থিতিতে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, এখনও জানি না খেলার কী হবে। তবে নিশ্চিতভাবেই আমরা চাই খেলা হোক। উল্লেখ্য, এই টেস্ট শেষ হওয়ার কথা ১৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএল খেলতে সোজা সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার কথা। কিন্তু টেস্ট ম্যাচ পিছিয়ে গেলে তার প্রভাব পড়তে পারে আইপিএলেও।

গতকালের অনুশীলনের পর বিপত্তি

গতকালের অনুশীলনের পর বিপত্তি

জানা গিয়েছে, আপাতত ভারতীয় ক্রিকেটারদের বলা হয়েছে নিজেদের ঘরেই থাকার জন্য। টেস্টের ভবিষ্যৎ নিয়ে ইসিবি-র সঙ্গে কথা চালাচ্ছেন বিসিসিআই কর্তারা। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ভারতীয় দলের ভার্চুয়ালি প্রেস কনফারেন্স হওয়ার কথা জানা গিয়েছিল। হেড কোচ রবি শাস্ত্রী করোনা আক্রান্ত হয়ে লন্ডনে, সঙ্গে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধরও। এই পরিস্থিতিতে কেয়ারটেকার কোচের ভূমিকায় রয়েছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তিনি বা বিরাট কোহলি ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে ঠিক ছিল। কিন্তু সেই সাংবাদিক বৈঠক বাতিল হয়েছে। পারমার গতকাল অনুশীলনের পর কোভিড উপসর্গ অনুভব করেন বলে জানা গিয়েছে। এরপর বিকেলে করোনা পরীক্ষা হতেই রিপোর্ট পজিটিভ আসে।

চিন্তা ক্রিকেটারদের নিয়ে

চিন্তা ক্রিকেটারদের নিয়ে

চিন্তার কারণ আরও রয়েছে। কারণ পারমার যেহেতু একমাত্র ফিজিও তাই তিনিই চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মার মতো ক্রিকেটার, যাঁদের ছোটখাটো চোট রয়েছে তাঁদের দেখভাল করেছেন। ফলে স্বাভাবিকভাবেই এই ক্রিকেটাররা পারমারের সংস্পর্শেও এসেছেন। সে কারণেই আজ সকলেরই করোনা পরীক্ষা করানো হয়েছে। সকলের রিপোর্ট যদি নেগেটিভও আসে এবং টেস্ট যদি নির্ধারিত সময়ে হয়ও তবে বেশ কয়েকজন ক্রিকেটারের নামার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। কেন না, পারমারের সংস্পর্শে আসা সকলকেই নিয়ম মেনে আইসোলেশনে চলে যেতে হবে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Sourav Ganguly Says We Don't Know If The Manchester Test Will Happen At This Moment. India's Assistant Physiotherapist Yogesh Parmar Has Tested Positive For Covid-19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X