For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্ট সিরিজ জিততে ফের ইংল্যান্ডে যেতে হবে ভারতকে, বদলাল বিরাটদের ক্রীড়াসূচি

Google Oneindia Bengali News

ভারতীয় দলে করোনা সংক্রমণের জেরে গত মাসে ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড টেস্টটি স্থগিত হয়ে গিয়েছিল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ টেস্টের সিরিজে তখন বিরাট কোহলিরাই এগিয়ে ছিলেন ২-১ ব্যবধানে। এরপর এই টেস্ট ও সিরিজের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে চলতে থাকে নানা জল্পনা। তার অবসান হল আজ।

টেস্ট সিরিজ জিততে ফের ইংল্যান্ডে যেতে হবে ভারতকে, বদলাল বিরাটদের ক্রীড়াসূচি

যেহেতু ভারত দল নামাতে পারেনি তাই পঞ্চম টেস্টটিতে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণার দাবি উঠেছিল। যা মানতে চায়নি ভারতীয় শিবির। করোনা সংক্রমণের জেরে ম্যাচ স্থগিত বা বাতিল হওয়াও আইনের মধ্যেই পড়ে। বিসিসিআইয়ের তরফে এরপর বলা হয়েছিল, ইংল্যান্ডের ক্ষতি মেটাতে সবরকম সহায়তা করা হবে। বোর্ডের কর্তারা অবশ্য এমনও দাবি করেছিলেন, হয় ভারত ইংল্যান্ডে গিয়ে অতিরিক্ত টি ২০ খেলবে, আর যদি টেস্ট ম্যাচ খেলতে হয় তাহলে সেটা পাঁচ টেস্টের সিরিজের বলে গণ্য হবে না। অন্যদিকে, ইসিবিও হাত গুটিয়ে না থেকে আইসিসির ডিসপুট রেজলিউশন কমিটিকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্জি জানায়। এরই মধ্যে আইপিএলের উদ্বোধনের পর ইংল্যান্ডে গিয়ে ইসিবি কর্তাদের সঙ্গে কথা বলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরই পরিষ্কার হচ্ছিল, দ্রুত ওল্ড ট্রাফোর্ড টেস্টের ভবিষ্যৎ নির্ধারণ সময়ের অপেক্ষা।

টেস্ট সিরিজ জিততে ফের ইংল্যান্ডে যেতে হবে ভারতকে, বদলাল বিরাটদের ক্রীড়াসূচি

তবে শেষ অবধি নৈতিক জয় হল ইংল্যান্ডেরই। অসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টই আগামী বছর ইংল্যান্ড সফরে গিয়ে জো রুটদের বিরুদ্ধে খেলতে হবে বিরাট কোহলিদের। তবে ওল্ড ট্রাফোর্ডে নয়, টেস্টটি খেলা হবে এজবাস্টনে। এই টেস্টের পরই নিশ্চিত হবে ভারত সিরিজ জিততে পারল, নাকি পারল না। শেষ টেস্ট স্থগিত হওয়ার পর আইপিএলের আসরে যোগ দিয়ে ভারতীয় ক্রিকেটাররা যতই মনে করুন না কেন তাঁরা ২-১ ব্যবধানে ইংল্যান্ডে সিরিজ জিতে এসেছেন, বাস্তবে তা কিন্তু হল না। সিরিজ জিততে হলে এজবাস্টন টেস্টে এখন অপরাজেয় থাকতে হবে। আগামী বছর ১ জুলাই থেকে খেলা হবে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টটি।

টেস্ট সিরিজ জিততে ফের ইংল্যান্ডে যেতে হবে ভারতকে, বদলাল বিরাটদের ক্রীড়াসূচি

ভারত-ইংল্যান্ড টেস্টের জন্য যে সময় বের করা গিয়েছে তখন ওল্ড ট্রাফোর্ডে ফু ফাইটারস ও রেড হট চিলি পেপার্সের কনসার্ট রয়েছে। ফলে ওল্ড ট্রাফোর্ডে ২৫ অগাস্ট থেকে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট খেলা হবে। এজবাস্টনে প্রথমে এই টেস্টটি হওয়ার কথা ছিল। পরিবর্তিত ক্রীড়াসূচি অনুযায়ী তাই এজবাস্টনে হবে সিরিজ নির্ণায়ক বিরাট-রুট দ্বৈরথ। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডে ভারতের যে সাদা বলের সিরিজ খেলার কথা তাও ৬ দিন পিছিয়ে গিয়েছে। একদিনের ম্যাচের পরিবর্তে ভারত-ইংল্যান্ড টি ২০ ম্যাচ ৯ জুলাই হবে এজবাস্টনে। একনজরে দেখে নেওয়া যাক ভারতের ইংল্যান্ড সফরের ক্রীড়াসূচি-

১ জুলাই থেকে ৫ জুলাই- পঞ্চম টেস্ট (এজবাস্টন)
৭ জুলাই- প্রথম টি ২০ আন্তর্জাতিক (এজিয়াস বৌল)
৯ জুলাই- দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক (এজবাস্টন)
১০ জুলাই- তৃতীয় টি ২০ আন্তর্জাতিক (ট্রেন্ট ব্রিজ)
১২ জুলাই- প্রথম একদিনের আন্তর্জাতিক (কিয়া ওভাল)
১৪ জুলাই- দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক (লর্ডস)
১৭ জুলাই- তৃতীয় একদিনের আন্তর্জাতিক (এমিরেটস ওল্ড ট্রাফোর্ড)

English summary
The Postponed Fifth Test Between England And India Will Be Held At Edgbaston From July 1-5 In 2022. India Currently Leading The Series 2-1 Following Their Victories At Lord's And The Kia Oval.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X