For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল-ঈশানের দাপটে ইংল্যান্ডকে হেলায় হারাল ভারত, অস্ট্রেলিয়া জিতল নিউজিল্যান্ডের বিরুদ্ধে

  • |
Google Oneindia Bengali News

জয়ের জন্য দরকার ছিল ১৮৯ রান। দুবাইয়ের উইকেটের নিরিখে যা বেশ চ্যালেঞ্জিং টার্গেট। কিন্তু ভারত সেই লক্ষ্যে সহজেই পৌঁছে গেল লোকেশ রাহুল ও ঈশান কিষাণের দুরন্ত ওপেনিং জুটিতে ভর করে। তবে রান পেলেন না অধিনায়ক বিরাট কোহলি। এক ওভার বাকি থাকতেই ভারত এদিন জয় পেল সাত উইকেটে।

রাহুল-ঈশানের দাপটে ইংল্যান্ডকে হেলায় হারাল ভারত

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান তোলে জস বাটলারের নেতৃত্বাধীন থ্রি লায়ন্স। টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান এদিন খেলেননি। ভারতও রোহিত শর্মাকে এদিন খেলায়নি। টস জেতার পরই এদিন বিরাট জানিয়েছিলেন, তিনি তিনে ব্যাট করবেন। টি ২০ বিশ্বকাপে ওপেন করবেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। তবে আইপিএলের শেষ লগ্নে ফর্মে ফেরা ঈশান কিষাণও এদিন দলকে ভরসা দিলেন অনবদ্য ইনিংস খেলে।

এদিন ভারতের হয়ে ওপেন করেন রাহুল ও কিষাণ। ৮.২ ওভারে মার্ক উড ওপেনিং জুটি যখন ভাঙেন ভারত তখন ৮২ রান তুলে ফেলেছে। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৪ বলে ৫১ রান করেন রাহুল। তবে বিরাট কোহলি এদিন হতাশ করলেন। তিনি নেমে ১৩ বলে মাত্র ১১ রান করে তিনি লিয়াম লিভিংস্টোনের শিকার হন। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৭০ রান করার আর ব্যাটিং করেননি ঈশান কিষাণ। তাঁর ইনিংস তাঁকে পাকিস্তান ম্যাচের প্রথম একাদশে স্থান করে দিতে পারে। সূর্যকুমার যাদব এদিন ফের ব্যর্থ। ৯ বলে মাত্র ৮ রান করলেন। ১৭.৩ ওভারে সূর্য যখন আউট হন তখন ভারতের স্কোর তিন উইকেটে ১৬৮।

এদিন বিরাট শার্দুল ঠাকুরকে যেমন বোলিং করাননি, তেমনই হার্দিকও খেললেন ব্যাটার হিসেবেই। তাঁর দিকে সকলের নজর থাকলেও হার্দিককে এদিনও হাত ঘোরাতে দেখা যায়নি। তবে ভারতকে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে দিল হার্দিক ও ঋষভ পন্থের জুটি। একটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৯ করে অপরাজিত থাকেন পন্থ। হার্দিক অপরাজিত থাকেন ১০ বলে ১৬ রান করে। তাঁর ইনিংসে রয়েছে তিনটি বাউন্ডারি। ইংল্যান্ডের সাতজন ক্রিকেটার এদিন বল করলেন। একটি করে উইকেট পেলেন ডেভিড উইলি, মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন।

বুধবার ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। অজিরা এদিন রুদ্ধশ্বাস জয় পেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এক বল বাকি থাকতে তিন উইকেটে জয় অ্যারন ফিঞ্চের দলের। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। অধিনায়ক কেন উইলিয়ামসনের ৩৭, ড্যারিল মিচেলের ৩৩, জেমস নিশামের ৩১ ও মার্টিন গাপটিলের ৩০ রানের দৌলতে কিউয়িরা তোলে সাত উইকেটে ১৫৮। কেন রিচার্ডসন তিনটি ও অ্যাডাম জাম্পা দুটি উইকেট পান। জবাবে খেলতে নেমে প্রথম বলেই আউট হন ডেভিড ওয়ার্নার। অপর ওপেনার ফিঞ্চ করেন ২৪। অজিদের হয়ে সর্বাধিক ৩৫ রান করেন স্টিভ স্মিথ। অ্যাস্টন অ্যাগারের ঝোড়ো ১৮ বলে ২৩ ও মিচেল স্টার্কের ৯ বলে অপরাজিত ১৩ রানের দৌলতে স্বস্তির জয় পায় অস্ট্রেলিয়া। মিচেল স্যান্টনার তিনটি ও ট্রেন্ট বোল্ট দুটি উইকেট পান।

English summary
Rahul And Ishan Hit Fifties As India Beat England In Their First Warm Up Match. Rahul And Kishan Have Added 82 Runs In Opening Pair.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X