অস্ট্রেলীয় ওপেন থেকে বিদায় বোপান্নার, ছিটকে গেলেন ভেনাস, জয় জকোভিচের
অস্ট্রেলীয় ওপেনের ডাবলসের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন রোহন বোপান্না। মহিলাদের সিঙ্গলসে ভেনাস উইলিয়ামসের ছিটকে যাওয়ার দিনেই অঘটন ঘটালেন চাইনিজ তাইপের সু-ওয়েই-শি। মহিলাদের ডাবলস ক্রমতালিকার শীর্ষে এবং সিঙ্গলসে ৭১ নম্বরে থাকা এই অবাছাই টুর্নামেন্ট থেকে ছিটকে দিলেন অষ্টম বাছাই বিনাকা আন্দ্রেস্কুকে। ২০১৯ ইউএস ওপেন চ্যাম্পিয়ন হারলেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-৩, ৬-২। সিঙ্গলসে নোভাক জকোভিচ পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে।

জোকার তৃতীয় রাউন্ডে
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ঘাম ঝরিয়েই জিততে হল শীর্ষবাছাই নোভাক জকোভিচকে। মার্কিন প্রতিপক্ষ ফ্রান্সেস তিয়াফোর শক্ত চ্যালেঞ্জ জিততে সময় লাগল সাড়ে তিন ঘণ্টা। চার সেটের লড়াইয়ের প্রথম সেট জোকারকে জিততে বেগ পেতে হয়নি, জেতেন ৬-৩ ব্যবধানে। যদিও পরের সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান অবাছাই তিয়াফো। দ্বিতীয় সেট তিনি ৭-৬ ব্যবধানে জিতে নেন। একই ব্যবধানে এবার তৃতীয় সেট জিতে নেন জকোভিচ। তাঁর অভিজ্ঞতার কাছেই শেষে হার মানতে হয় প্রতিপক্ষকে। চতুর্থ সেটটি জকোভিচ জিতে নেন ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন তৃতীয় বাছাই ডমিনিক থিয়েম।

হতাশ করলেন বোপান্না
সিঙ্গলসে সুমিত নাগালের পর ডাবলসে ভারতীয় টেনিস ভক্তদের হতাশ করলেন রোহন বোপান্নাও। ডাবলসে জাপানের বেন ম্যাকলাচলানের সঙ্গে জুটি বেঁধে নামতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে প্রস্তুতির অভাবেই বোপান্নাকে চেনা ছন্দে পাওয়া গেল না। এমনিতেই অস্ট্রেলীয় ওপেনে হেরে অনেকেই দায়ী করছেন ১৪ দিনের কঠোর কোয়ারান্টিনের ফলে অনুশীলনে ব্যাঘাতের কারণটিকে। ১৪ দিন হোটেলের ঘরে কাটানোর পর গত ৩০ জানুয়ারি কোয়ারান্টিন থেকে বের হন বোপান্না। এরপর প্রস্তুতি ইভেন্টেও ফ্রেডরিক নিয়েলসেনের কাছে প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন। অস্ট্রেলীয় ওপেনের ডাবলসের প্রথম রাউন্ডেও বোপান্না-ম্যাকলাচলান জুটিকে হারতে হল ওয়াইল্ড কার্ডধারী কোরিয়ান জুটির কাছে। ১ ঘণ্টা ১৭ মিনিট ধরে চলা খেলায় জি সুং নাম ও মিন-কিউ সং জুটি ভারতীয়-জাপানি জুটিকে হারাল ৬-৪, ৭-৬ সেটে। প্রথম সেটেই বোপান্না সার্ভিস ধরে রাখতে ব্যর্থ হন। এরপর কোনও সুযোগই হাতছাড়া করেনি তাঁদের প্রতিপক্ষ জুটি। একের পর এক ভুলের খেসারত দিয়ে অস্ট্রেলীয় ওপেন অভিযান শেষ হয়ে যায় বোপান্নাদের।

ভেনাসের হার
চোট সমস্যায় ভুগে এবারের অস্ট্রেলীয় ওপেন থেকে ছিটকে গেলেন ভেনাস উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সারা এরানি তাঁকে হারালেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-১, ৬-০। বছর ৪০-এর ভেনাসই ছিলেন এবারের অস্ট্রেলীয় ওপেনের সবচেয়ে বেশি বয়সের খেলোয়াড়। বাঁ পায়ের হাঁটুতে চোট থাকলেও ভেনাস চেষ্টা করছিলেন। প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে সার্ভ করলেও প্রতিপক্ষকে সেভাবে সমস্যায় ফেলতে পারেননি। বরং গতিময় ডিফেন্সিভ খেলোয়াড় হিসেবে ড্রপ শট, ভলির মাধ্যমে ভেনাসের লড়াই এরানি কঠিন করে দেন। ১-৫ ব্যবধানে প্রথম সেটে পিছিয়ে পড়া অবস্থায় ভেনাসের গোড়ালি মচকে যায়। দুই সেটের মাঝখানে গোড়ালি ও হাঁটুর শুশ্রূষা করিয়েও অবশ্য শেষরক্ষা হয়নি। এবার নিয়ে কেরিয়ারের ৮৮তম গ্র্যান্ড স্লাম ও ২১তম অস্ট্রেলীয় ওপেনে নেমেছিলেন তিনি। সিঙ্গলসে ৫ বার উইম্বলডন ও ২ বার যুক্তরাষ্ট্র ওপেনে চ্যাম্পিয়ন হলেও একবারও তিনি অস্ট্রেলীয় ওপেন জিততে পারেননি। তবে ওপেন এরায় ভেনাসই সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামে অংশ নিয়েছেন। ভেনাস ছিটকে গেলেও তৃতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন সেরেনা উইলিয়ামস। স্তোজানোভিচকে তিনি হারিয়েছেন ৬-৩, ৬-০ ব্যবধানে। তৃতীয় বাছাই জাপানের নাওমি ওসাকাও পৌঁছে গিয়েছেন তৃতীয় রাউন্ডে।
ভয়ে রয়েছেন মানুষ, মমতাকে নিশানা ধনখড়ের, রাজ্যপালেই ভয়ের পরিবেশ তৈরি করছেন, পাল্টা দিলেন কল্যাণ