For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs England 2021: বিরাট-শাস্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ! সৌরভ ছুটছেন ইংল্যান্ডে

  • |
Google Oneindia Bengali News

কার্যত নজিরবিহীন। অনেকে অভিহিত করছেন লজ্জা বলেও। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট আজ ম্যাঞ্চেস্টারে বাতিল হওয়ার পর গাফিলতির অনুসন্ধান করা হচ্ছে। উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে চলতি মাসেই ছুটতে হচ্ছে ইংল্যান্ডে।

বিরাট-শাস্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর পর করোনা সংক্রমণ ছড়ায় সাপোর্ট স্টাফদের মধ্যে। সহকারী ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে আজ ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়। মনে করা হচ্ছে, রবি শাস্ত্রীরা করোনা ভাইরাসের কবলে পড়েছিলেন টিম হোটেলের এক অনুষ্ঠানে। তাজ লন্ডনে চেম্বার্স উদ্বোধনের ফাঁকে সেখানেই রবি শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠান ছিল। এখানে বহিরাগত অনেকেই উপস্থিত ছিলেন। কারও মুখে মাস্ক ছিল না। ব্রিটেনে এখন মাস্ক ব্যবহার, সোশ্যাল ডিসট্যান্স মেনে চলার বিধিনিষেধ উঠে যেতেই জনজীবন স্বাভাবিক হয়েছে। কিন্তু ভারতীয় দলের সকলেরই করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া সত্ত্বেও হেড কোচ-সহ সাপোর্ট স্টাফরা একে একে করোনা আক্রান্ত হচ্ছেন। উল্লেখ্য, মাস্কহীন অবস্থায় ঋষভ পন্থ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা দেখতে ওয়েম্বলিতে গিয়েছিলেন। তারপর তাঁর করোনা ধরা পড়ায় বিসিসিআই সচিব জয় শাহ ভারতীয় দলকে বার্তা দিয়েছিলেন, জনবহুল জায়গা এড়িয়ে চলার। জানা যাচ্ছে, বিরাট কোহলি, রবি শাস্ত্রী-সহ ভারতীয় দল শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানে যে থাকবে সে ব্যাপারে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বা সচিব জয় শাহর কাছ থেকে কোনও পরামর্শ চাওয়া হয়নি।

যদিও ভারতীয় দলের একজনের দাবি, নটিংহ্যামে টেস্ট চলাকালীন জৈব সুরক্ষা বলয় ছিল। কিন্তু লর্ডস টেস্ট জেতার পর লিডসে যখন ভারতীয় দল যায় তখন করোনা সংক্রান্ত বিধিনিষেধ উঠিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার। মাঠেও যেমন দর্শকাসন ভর্তি ছিল, তেমনই হোটেলের লবিতে স্বাভাবিকভাবেই বহু মানুষ অবলীলায় ঘোরাঘুরি করছিলেন। কিন্তু নটিংহ্যামে হোটেলে ভারত ও ইংল্যান্ড দল ছাড়া আর কেউ ছিলেন না। শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানে অনেক নামি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁরা কেউ করোনা পরীক্ষা করেননি। করলেও কারও রিপোর্ট পজিটিভ আসার খবর নেই। ফলে ওই অনুষ্ঠানকে সুপার স্প্রেডার বলে দেগে দেওয়া ঠিক নয়। কুমার সঙ্গকারারও তো ধারাভাষ্য দিতে আসার কথা ছিল লিডসে। তিনি সপরিবারে করোনা আক্রান্ত হওয়ায় ধারাভাষ্য দিতে পারেননি। কিন্তু সুস্থ হওয়ার কয়েক দিন পর শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন।

কিন্তু এই প্রশ্ন থাকছেই কেন শাস্ত্রী, কোহলিরা বোর্ডকে অন্ধকারে রেখে ওই অনুষ্ঠানে যোগ দিলেন। শ্রীলঙ্কা ইংল্যান্ড সফরের মাঝপথে তারকা ক্রিকেটাররা করোনা-বিধি ভাঙায় তাঁদের সিরিজ থেকে বাদ দিয়ে পরে নির্বাসিতও করেছে। বিসিসিআই সে পথে কেন হাঁটবে না তা নিয়ে প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে, টি ২০ বিশ্বকাপের জন্যই কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ থেকে বেঁচে যাবেন ভারতীয় দলের অধিনায়ক ও কোচ। টি ২০ বিশ্বকাপ অবধি দলের সঙ্গে চুক্তি রয়েছে রবি শাস্ত্রীর। ফলে তিনিও আর কোনও শাস্তির মুখে পড়ছেন না। আরও জানা যাচ্ছে, বিসিসিআই ও ইসিবি টেস্ট ম্যাচ আয়োজন করতে চাইলেও বিরাট কোহলির নেতৃত্বে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বেঁকে বসেন। কেউ করোনা পজিটিভ হলে বা কারও সংস্পর্শে এলে আরও ১০ দিন আইসোলেশনে থাকার ব্যাপারে তাঁরা যে উদ্বেগ দেখান তা খেয়াল করে মানসিক স্বাস্থ্যের কারণেই জোরাজুরি করা হয়নি দুই বোর্ডের তরফে। কিন্তু টেস্ট বাতিলের ফলে ইসিবি ও বিসিসিআই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে। সম্প্রচার সংস্থা-সহ সকলের সঙ্গে কথা বলার জন্য এবং তার আগে ইসিবি কর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির এই সফরে ভারত-ইংল্যান্ড টেস্ট কখন আয়োজন করা যায় সে ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে, আগামী বছর টেস্টটি হতে পারে। তবে চলতি সিরিজের ফলাফল কী হবে সেটা ঠিক করবে আইসিসি।

English summary
BCCI President Sourav Ganguly Set To Visit England To Discuss Rescheduling Of India vs England Test. Neither Shastri Nor Kohli Took Any Written Permission From The BCCI On Attending The Function At The Team Hotel.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X