For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs England: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ভারতীয় দলে ফের করোনার থাবা, বিরাটদের অনুশীলন বাতিল

  • |
Google Oneindia Bengali News

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শেষ টেস্ট শুরুর আগের দিন ভারতের অনুশীলন বাতিল। বিরাট কোহলির দলের সহকারী ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত। গোটা ভারতীয় দলকে হোটেল ছেড়ে বেরোতে নিষেধ করা হয়েছে। ওভাল টেস্ট চলাকালীনই ভারতের হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের করোনা পজিটিভ ধরা পড়েছিল। ফলে তাঁরা লন্ডন থেকে ভারতীয় দলের সঙ্গে ম্যাঞ্চেস্টারে যেতে পারেননি। এবার ভারতের আরও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হতেই টেস্ট শুরু হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছে। শাস্ত্রীদের যখন করোনা ধরা পড়ে তখন ফিজিও নীতীন প্যাটেল আইসোলেশনে ছিলেন। কিন্তু পরে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। ওভাল টেস্টের মতো যদি ভারতীয় দলের কারও রিপোর্ট পজিটিভ না আসে তাহলে স্বস্তির। সংশ্লিষ্ট সাপোর্ট স্টাফের সংস্পর্শে কোন ক্রিকেটাররা এসেছেন সেটাও পরিষ্কার নয়। ক্রিকেটাররা কথা বলেছেন বিসিসিআইয়ের সঙ্গে। পঞ্চম টেস্ট নিয়ে বিসিসিআই কথা চালাচ্ছে ইসিবির সঙ্গে।

সাপোর্ট স্টাফের করোনা

সাপোর্ট স্টাফের করোনা

জানা গিয়েছে, যে সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত তাঁর গতকাল করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আজ স্থানীয় সময় সকালে ফের বিরাট কোহলির নেতৃত্বাধীন গোটা ভারতীয় দলকে করোনা পরীক্ষা দিতে হয়েছে। যার রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে। ম্যাঞ্চেস্টারে পৌঁছানোর পর গতকালই ভারতীয় দল প্রথম অনুশীলন করেছিল। তারপরই ওই সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে সূত্রের খবর।

ভারতীয় দলে করোনার থাবা

ভারতীয় দলে করোনার থাবা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ভারতীয় দল যখন ২০ দিনের ছুটি কাটাচ্ছিল তখন প্রথম করোনা আক্রান্ত হন ঋষভ পন্থ। এরপর থ্রোডাউন এক্সপার্ট, ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট কাম নেট বোলার দয়ানন্দ গরানির করোনা ধরা পড়ে। তাঁর সংস্পর্শে থাকায় বোলিং কোচ ভরত অরুণ, ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও অভিমন্যু ঈশ্বরনকে কোয়ারান্টিনে থাকতে হয়। পন্থ করোনা আক্রান্ত হওয়ার পর ভারতীয় দলের সকলেরই প্রতিদিন করোনা পরীক্ষা করা হচ্ছে। এরই মধ্যে ওভাল টেস্ট চলাকালীন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর ল্যাটেরাল ফ্লো টেস্টে প্রথমে করোনা পজিটিভ ধরা পড়ে। আরটি-পিসিআর পরীক্ষায় তা নিশ্চিত হয়। ক্রিকেটারদের কেউ করোনা আক্রান্ত না হওয়ায় ওভাল টেস্ট মাঝপথে বন্ধ হয়নি। তবে শাস্ত্রীর সঙ্গেই আইসোলেশনে চলে যেতে হয় ভরত অরুণ, শ্রীধর, নীতীন প্যাটেলকে। পরে অরুণ ও শ্রীধরেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে নীতীন প্যাটেলের রিপোর্ট নেগেটিভই এসেছিল।

টিম হোটেল থেকেই সংক্রমণ?

টিম হোটেল থেকেই সংক্রমণ?

টিম হোটেলে রবি শাস্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠান থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হয়। এরপর ভারতীয় দল ম্যাঞ্চেস্টারে পৌঁছায় এবং গতকাল অনুশীলনও করে। ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী করোনা আক্রান্ত হলে অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে এবং স্বাভাবিক জনজীবনে ফিরতে দুটি আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। ফলে শাস্ত্রীরা যে সিরিজের শেষ টেস্টে দলের সঙ্গে কোনওভাবেই থাকতে পারবেন না তা নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু ফের নতুন এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় কাল টেস্ট শুরু হওয়া নিয়েই প্রশ্ন উঠছে।

শ্রীলঙ্কা সফরেও করোনা

শ্রীলঙ্কা সফরেও করোনা

শ্রীলঙ্কা সফরেও প্রথমে ক্রুণাল পাণ্ডিয়ার করোনা ধরা পড়েছিল। এরপর আরও আট ক্রিকেটার আইসোলেশনে চলে যান। ভারতকে ভাঙাচোরা দল নিয়ে শেষ দুটি টি ২০ খেলতে হয়। ভারত সিরিজে হেরেও যায়। পরে আইসোলেশনে থাকা যুজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতমেরও করোনা ধরা পড়ে। ভারতীয় দল আগে দেশে ফিরলেও এই ক্রিকেটাররা পরে শ্রীলঙ্কা থেকে ফেরেন। এমনকী আইসোলেশনে থাকায় পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবও নির্ধারিত দিনে ইংল্যান্ডে যেতে পারেননি।

প্রভাব পড়তে পারে আইপিএলে

এখন ম্যাঞ্চেস্টার টেস্ট কোনওভাবে পিছিয়ে গেলে তার প্রভাব পড়তে চলেছে আইপিএলে। কেন না, ১৪ সেপ্টেম্বর টেস্ট সিরিজ শেষের পর ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা চার্টার্ড বিমানে সংযুক্ত আরব আমিরশাহীতে যাওয়ার কথা। এক জৈব সুরক্ষা বলয় থেকে আরেক জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হবে। ক্রুণালের করোনা ধরা পড়ার পর টি ২০ সিরিজের ম্যাচগুলি একদিন করে পিছিয়ে গিয়েছিল। টেস্ট ম্যাচেও তেমন কিছু হলেও আইপিএল শুরুর আগেও একটা সমস্যা নিশ্চিতভাবেই তৈরি হবে। গোটা পরিস্থিতি স্পষ্ট হবে ক্রিকেটারদের করোনা পরীক্ষার রিপোর্ট আসার পর। পাঁচ টেস্টের সিরিজে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
India's Practice On The Eve Of Last Test Cancelled As One Support Stuff Tested Covid-19 Positive. The Players Have Been Asked To Stay In Their Hotel Rooms.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X