For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

India vs England 2021: ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড বাতিল টেস্ট কবে হবে খতিয়ে দেখছে বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

ম্যাঞ্চেস্টারে বাতিল হয়ে যাওয়া টেস্ট ম্যাচটি পরে আয়োজনের জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে প্রস্তাব বিসিসিআইয়ের। এই টেস্ট আয়োজনের বিষয়ে সময় বের করতে বিসিসিআই সহযোগিতা করবে ইসিবিকে। সূত্রের খবর, আগামী বছর ভারত ইংল্যান্ড সফরে যাবে সীমিত ওভারের সিরিজ খেলতে। তখনই ম্যাঞ্চেস্টারে বাতিল হওয়া টেস্ট ম্যাচটি হতে পারে।

বিসিসিআইয়ের আশ্বাস

বিসিসিআইয়ের আশ্বাস

বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানিয়েছেন, বিসিসিআই ও ইসিবি যৌথভাবে আলোচনা করেই ম্যাঞ্চেস্টার টেস্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। টেস্ট ম্যাচটি যাতে খেলা যায় তা নিশ্চিত করতে দুই বোর্ডই দফায় দফায় বৈঠক করেছে। কিন্তু ভারতীয় শিবিরে করোনা সংক্রমণের জেরে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টটি স্থগিত রাখার পথে হাঁটতে হল। যেহেতু দুই দেশের ক্রিকেট বোর্ডের সুদৃঢ় পারস্পরিক সম্পর্ক রয়েছে সে কথা মাথায় রেখে বিসিসিআইয়ের তরফে ইসিবিকে প্রস্তাব দেওয়া হয়েছে এই টেস্টটি পরে কখনও আয়োজনের জন্য সময় বের করার জন্য। কখন ম্যাচটি আয়োজন করা সম্ভব সে ব্যাপারে ইসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বিসিসিআই। ক্রিকেটারদের সুরক্ষা ও ভালো থাকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয় বিসিসিআই। এই বিষয়টির ক্ষেত্রে কোনও কম্প্রোমাইজ করা হবে না। কঠিন সময়ে ইসিবি ভারতীয় দলের অবস্থা উপলব্ধি করে যে সহযোগিতা করেছে সেজন্য বিসিসিআইয়ের তরফে রুটদের দেশের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানানো হয়েছে। চিত্তাকর্ষক সিরিজ শেষ করা গেল না বলে ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থনাও করা হয়েছে।

জটিল করোনা পরিস্থিতি

জটিল করোনা পরিস্থিতি

বুধবার অনুশীলনের পর ল্যাটেরাল ফ্লো টেস্টে ভারতীয় দলের সহকারী ফিজিও যোগেশ পারমারের করোনা পজিটিভ ধরা পড়ে। যেহেতু ভারতীয় দলের ফিজিও নীতীন প্যাটেল করোনা আক্রান্ত হেড কোচ রবি শাস্ত্রীর সংস্পর্শে আসার কারণে আইসোলেশনে চলে গিয়েছিলেন, তাঁর অনুপস্থিতিতে ওভাল টেস্ট থেকেই নীতীনের ভার বর্তায় যোগেশের উপর। কিন্তু তিনিও করোনা আক্রান্ত হতেই পরিস্থিতি জটিল আকার ধারণ করে। কেন না, চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজের অল্প চোট থাকায় তাঁদের শুশ্রূষা করছিলেন যোগেশ পারমার। এই ক্রিকেটাররাও বাকি ক্রিকেটারদের সঙ্গে মেলামেশা করেছেন। ফলে পারমারের করোনা পজিটিভ ধরা পড়ার আগে তাঁর সংস্পর্শে আসা ক্রিকেটাররা বাকিদের সঙ্গে মেলামেশা করায় গোটা ভারতীয় দলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

পরিবার নিয়ে উদ্বেগ

পরিবার নিয়ে উদ্বেগ

ভারতীয় দলের অনেক তারকাই তাঁদের পরিবার নিয়ে ইংল্যান্ড সফরে গিয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, উমেশ যাদব তাঁদের মধ্যে অন্যতম। পারমারের করোনা ধরা পড়ার পর প্রত্যেক ক্রিকেটারকে টিম হোটেলের রুমেই থাকতে বলা হয়। যদিও আরটি-পিসিআর রিপোর্টে সকলের করোনা নেগেটিভ আসে। আরও এক দফায় করোনা পরীক্ষার রিপোর্ট আজ আসার কথা। এই ক্রিকেটাররাও স্ত্রী কিংবা সন্তানদের সুরক্ষার কথা ভেবে সিরিজ খেলার ভাবনা থেকে পিছু হঠেন এবং সে কথা বোর্ডকে জানিয়ে দেওয়া হয়। আজ সকালে মোবাইল বার্তার মাধ্যমে সকলকে খেলা বাতিলের কথা জানানো হয়। এরপর তাঁদের বলা হয়, রুমে ব্রেকফাস্টের ব্যবস্থা করা যাচ্ছে না। চাইলে প্রাতরাশের নির্ধারিত স্থানে যেতেও বলা হয় ক্রিকেটারদের।

অনড় থাকে ইসিবি

অনড় থাকে ইসিবি

ইসিবি প্রথমে বিবৃতিতে লিখেছিল ভারত শেষ টেস্ট ছেড়ে দিয়েছে। যদিও সেই শব্দ পরে প্রত্যাহার করা হয়। সূত্রের খবর, ভারতীয় দল যখন ম্যাঞ্চেস্টার টেস্ট না খেলার সিদ্ধান্ত নেয় তাতে আপত্তি ছিল না বিসিসিআইয়ের। এমনিতেই বিরাটরা সিরিজে এগিয়ে। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ভারতের এই ম্যাচ না খেলার সিদ্ধান্তকে ওয়াকওভার বলে স্বীকৃতির দাবি জানায় এবং নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, করোনা পরিস্থিতিতে কোনও ম্যাচ পরিত্যক্ত হতেই পারে। সেক্ষেত্রে বিরাটদের সিরিজ জয় আজই নিশ্চিত হওয়ার কথা। কিন্তু ইসিবি দাবি করতে থাকে, ভারত যেহেতু দল নামাতে পারছে না তাই সেটা ম্যাচ ছেড়ে দেওয়া। অর্থাৎ তাহলে সিরিজ ২-২ হয়ে যায়। আইসিসি বিষয়টি নিয়ে কথা চালাতে থাকে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সঙ্গে। শেষে অবশ্য দুই বোর্ডই মেনে নেয়, টেস্টটি আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাক।

সমস্যা সমাধানের উদ্যোগ

সমস্যা সমাধানের উদ্যোগ

টেস্ট যদি ভারতের ওয়াকওভার বলে চিহ্নিত হত তাতে বিসিসিআইয়ের উপর বিপুল অঙ্কের ক্ষতিপূরণের বোঝাও চাপত সম্প্রচার সংস্থা ও সংশ্লিষ্ট মাঠের রাজস্ব ক্ষতির জন্য। কিন্তু বিসিসিআই পরে সিরিজ খেলতে সম্মত হওয়ায় দুই দেশেরই আপত্তি থাকল না। আগামী জুলাইয়ে ভারতীয় দল ইংল্যান্ডে তিনটি টি ২০ ও তিনটি একদিনের আন্তর্জাতিক খেলতে যাবে। প্রথম টি ২০ ওল্ড ট্র্যাফোর্ডেই ১ জুলাই। ৩ ও ৬ জুলাই দুটি টি ২০ ট্রেন্ট ব্রিজ ও এজিয়াস বৌলে। জুলাইয়ের ৯, ১২ ও ১৪ তারিখ তিনটি একদিনের আন্তর্জাতিক যথাক্রমে এজবাস্টন, ওভাল ও লর্ডসে। এর আগে জুনের প্রথম থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে একদিনের আন্তর্জাতিক, টি ২০ আন্তর্জাতিক ও টেস্ট খেলবে ইংল্যান্ড। এই সূচিতেই কিছু রদবদল করে ভারতের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ আয়োজন করা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
BCCI Has Offered To ECB A Rescheduling Of The Cancelled India vs England Test Match In Manchester. Both The Boards Will Work Towards Finding A Window.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X