For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের মোকাবিলায় প্রস্তুত ভারত, ইংল্যান্ড ম্যাচের আগে পরিকল্পনা ফাঁস বিরাট কোহলির

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে ২৪ অক্টোবর ভারত প্রথম ম্যাচই খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচের প্রথম একাদশও ঠিক করা হয়ে গিয়েছে বলে জানিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুবাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে টসের সময় এ কথা জানিয়েছেন তিনি। টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান কোহলি।

বিরাট ব্যাট করবেন তিনে, ওপেনে রোহিত-রাহুল

বিরাট কোহলি এদিন সবচেয়ে বড় যে ঘোষণাটি করেছেন তা হল, তিনি টি ২০ বিশ্বকাপে তিনে ব্যাট করবেন। ওপেন করবেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। চলতি বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে আচমকাই রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমে সাফল্য পাওয়ার পর বিরাট বলেছিলেন, তিনি টি ২০ বিশ্বকাপেও ওপেন করবেন। আইপিএলেও প্রথম থেকেই তাই বিরাট ওপেন করতে থাকেন। কিন্তু এবার টি ২০ বিশ্বকাপ শুরুর আগে সেই ঘোষণা থেকে সরে এলেন ভারত অধিনায়ক।

বিরাট এদিন বলেন, আইপিএলের আগে পরিস্থিতি একরকম ছিল। এখন পরিস্থিতি বদলেছে। রোহিত শর্মার ওপেন করা নিয়ে কোনও সংশয় যেমন নেই, তেমনই রাহুল ছাড়়া টপ অর্ডারে কাউকে ভাবাই হচ্ছে না। এবারের আইপিএলে পাঞ্জাব কিংস অধিনায়ক হিসেবে রাহুল ৬২৮ রান করে ফাইনালের আগে অবধি অরেঞ্জ ক্যাপের মালিক ছিলেন। ফাইনালে তাঁকে টপকে যান চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ফাফ দু প্লেসি। সবচেয়ে বেশি ৩০টি ছক্কাও এবারের আইপিএলে মেরেছেন রাহুল।

বিরাটের কথায়, প্রথম ম্যাচের জন্য আমাদের প্রথম একাদশ তৈরি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশের ক্রিকেটারদের যেমন পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেওয়া হবে, তেমনই বাকিদেরও দেখে নেওয়া হবে। প্রস্তুতি ম্যাচ দুটিতে জিতে ভারত যে জয়ের ধারাবাহিকতা তৈরি করেই পাকিস্তান ম্যাচে নামতে চাইছে সে কথা স্পষ্ট করে দেন বিরাট। আইপিএলে একেকজন একেক ভূমিকা পালন করেছেন তাঁদের দলের হয়ে। তবে ভারতীয় দলে সকলে একত্রিত হয়ে নামবেন, মানিয়ে নেওয়া সমস্যা হবে না বলেই দাবি বিরাটের।

এদিনের প্রস্তুতি ম্যাচে ভারতের সামনে জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন জস বাটলার। ২০ ওভারে ইংল্যান্ড তুলেছে ৫ উইকেটে ১৮৮ রান। ৩৬ বলে ৪৯ রান করে জসপ্রীত বুমরাহর ইয়র্কারে বোল্ড হন জনি বেয়ারস্টো। মঈন আলি ২০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। জেসন রয় ১৭, বাটলার ও ডেভিড মালান দুজনেই করেন ১৮। লিয়াম লিভিংস্টোন ২০ বলে ৩০ রান করেন। ভারতের বোলারদের মধ্যে সফলতম মহম্মদ শামি। চার ওভারে ৪০ রান দিয়ে তিনি ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২৬ রানে এক উইকেট পান। রাহুল চাহার চার ওভারে ১ উইকেট পেলেও ৪৩ রান খরচ করেন। ভুবনেশ্বর কুমার চার ওভারে ৫৪ রান দিলেও কোনও উইকেট পাননি। শেষ দুই বলে দুটি ছক্কা-সহ শেষ তিন বলে মঈন আলি মোট ১৪ রান সংগ্রহ করেন।

English summary
Rohit And Rahul To Open And Indian Captain Virat Will Bat At Number 3 In The ICC T20 World Cup. Kohli Says That Things Were Different Before IPL, Now It's Difficult To Look Beyond KL Rahul At The Top Of The Order.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X