For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Ind vs Eng 2021: বিরাট কোহলির ভারতীয় দলের করোনা রিপোর্ট আসতেই প্রশ্ন, ম্যাঞ্চেস্টার টেস্ট হচ্ছে?

  • |
Google Oneindia Bengali News

ম্যাঞ্চেস্টার টেস্ট হচ্ছে। ওভাল টেস্টে করোনার হানা চিন্তা বাড়িয়েছিল ম্যাচ চলাকালীন। ওল্ড ট্র্যাফোর্ডে টেস্ট শুরুর দুই দিন আগে থেকে চলল নাটক। উৎকণ্ঠা, দফায় দফায় বৈঠক, নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে এল স্বস্তি। ভারতীয় দলের সকলের করোনা রিপোর্ট নেগেটিভ আসতেই উজ্জ্বল হয় ম্যাঞ্চেস্টারে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট হওয়ার সম্ভাবনা। ম্যাঞ্চেস্টারে এখন বিশ্বের দুই তারকা রয়েছেন। নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে রেড ডেভিলদের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর বিরাট কোহলিরা ওল্ড ট্র্যাফোর্ডে নামবেন সিরিজ জয়ের লক্ষ্যে।

ম্যাঞ্চেস্টারে করোনা-থাবা

ম্যাঞ্চেস্টারে করোনা-থাবা

গতকাল ভারতীয় দলের অনুশীলনের পর সহকারী ফিজিও যোগেশ পারমার করোনার মৃদু উপসর্গ অনুভব করেন। করোনা পরীক্ষা হলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। এরপরই ভারতীয় ক্রিকেট দলের সকলকে টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়। কেউ যাতে নিজের ঘর থেকে না বেরোন সেই নির্দেশ দেওয়া হয়। গতকাল ফের একপ্রস্থ করোনা পরীক্ষা হলে সকলের রিপোর্ট নেগেটিভ আসে। আজ সকালে ভারতীয় দলের প্রত্যেকের আরটি-পিসিআর পরীক্ষা হয়।

দিনভর চিন্তা

দিনভর চিন্তা

একই মধ্যে রিপোর্ট আসার আগে অবধি উদ্বেগ ছিল। কেন না, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মাদের হাল্কা চোট থাকায় তাঁরা পারমারের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। ভারতীয় দলের মূল ফিজিও নীতীন প্যাটেল রবি শাস্ত্রীদের করোনা ধরা পড়ার পর থেকেই আইসোলেশনে থাকায় ওভাল টেস্টের শেষদিকে ভারতীয় দলে একমাত্র ফিজিও হিসেবে পারমারই ছিলেন। লন্ডন থেকে তিনি ম্যাঞ্চেস্টারে আসেন দলের সঙ্গে।

বৈঠকে বিসিসিআই

বৈঠকে বিসিসিআই

যোগেশ পারমারের করোনা আক্রান্ত হওয়ার খবর আসতেই বিসিসিআইয়ের শীর্ষকর্তারা দফায় দফায় বৈঠক করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ করতে শুরু করে বিসিসিআই। করোনা পরিস্থিতিতে হঠাৎ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজের মাঝপথে করোনা সংক্রমণ ছড়ালে সিরিজ বা ম্যাচ পরিত্যক্ত হওয়ার অবকাশ রয়েছে। যদিও সূত্রের খবর, বিসিসিআই বেশ কয়েকটি অপশন নিয়েই আলোচনা চালাতে থাকে। সূত্রের খবর, শেষ ম্যাচ ভারত যদি না খেলে তাহলে ওয়াকওভারের দাবি তোলে ইসিবি। যা মানতে নারাজ ভারতীয় দল ও বিসিসিআই। কেন না, সেক্ষেত্রে ইংল্যান্ড শুধু সিরিজে সমতাই ফেরাত না, আর্থিকভাবে ক্ষতির মুখেও পড়তে হতো বিসিসিআইকে। জানা গিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে নাকি এমন প্রস্তাবও দেওয়া হয় আগামী বছর ভারত যখন সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে তখন শেষ টেস্টটি খেলা হবে। এটিও বিসিসিআইয়ের কাছে গ্রহণযোগ্য সমাধান মনে হয়নি।

দীর্ঘ চাপানউতোর

দীর্ঘ চাপানউতোর

ম্যাঞ্চেস্টার টেস্ট পিছিয়ে দিতেও সায় ছিল না বিসিসিআইয়ের। কেন না সেক্ষেত্রে আইপিএল এবং তারপর টি ২০ বিশ্বকাপের উপর প্রভাব পড়ার আশঙ্কা ছিল। ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট ১৪ তারিখ শেষ হলে ১৫ সেপ্টেম্বর ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএল খেলতে সোজা সংযুক্ত আরব আমিরশাহী যাওয়ার পরিকল্পনা রয়েছে। টেস্ট পিছিয়ে দিলে সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারত। তাছাড়া পাঁচ টেস্টের সিরিজ চার টেস্টে শেষ হলে ভারত ২৬ পয়েন্ট আর ইংল্যান্ডকে ১৪ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হতো। কিন্তু ভারতীয় সমস্ত ক্রিকেটারের আরটি-পিসিআর রিপোর্টের নেগেটিভ রিপোর্ট স্বস্তি আনে বিরাট কোহলিদের শিবিরে।

ভারত হোটেলে, ইংল্যান্ড মাঠে

ভারত হোটেলে, ইংল্যান্ড মাঠে

এদিন ভারতীয় দল অনুশীলন বা ম্যাচের আগের সাংবাদিক বৈঠক করতে পারেনি। তবে ইংল্যান্ড দল অনুশীলন করেছে। জস বাটলারও বলেছেন, তাঁরা আশা করছেন টেস্ট ম্যাচ নির্ধারিত সূচি মেনেই হবে। ইংল্যান্ডের প্রথম একাদশে বাটলার নিজে আসছেন। সন্তানের জন্মের আগে তিনি ছুটি নিয়েছিলেন চতুর্থ টেস্ট থেকে। তিনি দলে ফিরছেন। জেমস অ্যান্ডারসনও খেলার জন্য প্রস্তুত রয়েছেন বলে দাবি করেছেন বাটলার। তাঁর কথায়, পিচ শুষ্ক মনে হচ্ছে। ফলে স্পিনাররা সুবিধা পাবেন। তবে আগে এখানে খেলার অভিজ্ঞতা থেকে ভারতীয় স্পিনারদের সামলানোর রণকৌশল ঠিক করছে রুটবাহিনী। ইংল্যান্ড দলেও মঈন আলির পাশাপাশি দেখা যেতে পারে জ্যাক লিচকে।

English summary
Indian Squad Returned Negative For Covid-19 After Assistant Physio Tested Covid-19 Positive. The Last Test Between India And England Will Go As Per Schedule.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X