For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যপাল সংবিধানের বাইরে একটি কথাও বলেননি, প্রকাশ্যে ধনখড়কে সমর্থন বিরোধী দলনেতার

রাজ্যপাল সংবিধানের বাইরে একটি কথাও বলেননি, প্রকাশ্যে ধনখড়কে সমর্থন বিরোধী দলনেতার

Google Oneindia Bengali News

বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে একের পর এক আক্রমণ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। তাঁকে পূর্ণ সমর্থন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন রাজ্যপাল সংবিধানের বাইরে একটি কথাও বলেননি। মঙ্গলবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে প্রকাশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্পিকারের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল। স্পিকার সংবিধান মেনে কাজ না করলে আইনানুগ পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রাজ্যপালের পাশে শুভেন্দু

রাজ্যপালের পাশে শুভেন্দু

জাতীয় ভোটার দিবসে রাজ্যপাল জগদীপ ধনখড়ের একের পর এক আক্রমণাত্মক মন্তব্য মুখ্যমন্ত্রী এবং স্পিকারের বিরুদ্ধে শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ক্ষেত্রে অবশ্য রাজ্যপালের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন রাজ্যপাল সংবিধানের বাইরে গিয়ে একটি মন্তব্যও করেননি। টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন, কোথায় কী বলতে হবে তা রাজ্যপাল ভাল করেই জানেন। অনেক অভিজ্ঞতার মধ্য দিতে তিনি এই পদে এসেছেন। কাজেই তাোঁর আইনের জ্ঞান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন না।

রাজ্যপালকে সমর্থন শুভেন্দুর

রাজ্যপালকে সমর্থন শুভেন্দুর

রাজ্যপাল জগদীপ ধনখড় একজন দক্ষ আইনজীবী। সুপ্রিম কোর্টে কাজ করেছেন তিনি। তিনি সংসদীয় মন্ত্রী পদও ছিলেন। রাজ্য বিধানসভারও সদস্য কাজেই তাঁর আইনের জ্ঞান নিয়ে প্রশ্ন করা উচিত হবে না। তিনি তাঁর অধিকারের মধ্যে থেকেই যা বলার বলেছেন বলে টুইটে লিখেছেন বিরোধী দলনেতা। এদিকে রাজ্যপালের একের পর এক আক্রমণাত্মক মন্তব্য নিয়ে গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যপাল নিজের এক্তিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন বলে অভিযোগ করেছেন শাসক দলের নেতারা।

বিস্ফোরক অভিযোগ রাজ্যপাল

বিস্ফোরক অভিযোগ রাজ্যপাল

বিধানসভায় সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে স্পিকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীর ধনখড়। তিনি অভিযোগ করেছেন, স্পিকার তাঁকে অন্ধকারে রেখে কাজ করছে। মিথ্যে কথা বলছেন। একটি ফাইলও আটকে নেই রাজভবনে। স্পিকার সংবিধান মেনে কাজ করছেন না বলেও অভিযোগ করেছেন তিনি। স্পিকার এই কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল। এই নিয়ে আবার পাল্টা স্পিকার অভিযোগ করেছেন, বিধানসভা এসে এভাবে মন্তব্য করা অসৌজন্যমূলক আচরণ করেছেন রাজ্যপাল। তিনি ঠিক কথা বলছেন না।

মুখ্যমন্ত্রীকে নিশানা

মুখ্যমন্ত্রীকে নিশানা

স্পিকারের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান মেনে কাজ করেন না। তার উদাহরণ দিতে গিয়ে তিনি উপাচার্য নিয়োগে দুর্নীতির কথা উল্লেখ করেছেন। সেই সঙ্গে রাজ্যপাল অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক ভাবে তাঁর কাছে দায়বদ্ধ। রাজ্যের মানুষের ভোট দেওয়ার স্বাধীনতা নেই। রাজ্যে আইনের শাসন নেই। শাসক দলের আইন চলে। ভোট পরবর্তী হিংসাই তার প্রমাণ দিচ্ছে। রাজ্যপাল অভিযোগ করেছেন রাজ্যের আমলারাও সংবিধান মেনে কাজ করেন না।

English summary
Suvendu Adhikari Support Jagdeep Dhankhar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X