For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টোকিও প্যারালিম্পিকে ভারতের এক ডজন পদক, হাই জাম্পে প্রবীণের রুপোর পর অবনীর ব্রোঞ্জ

Google Oneindia Bengali News

টোকিও প্যারালিম্পিক গেমসে ভারতের একাদশ পদক এনে দিলেন প্রবীণ কুমার। হাই জাম্পের টি৬৪ বিভাগে তিনি রুপো জিতলেন নতুন এশিয়ান রেকর্ড গড়ে। বৃষ্টিভেজা ট্র্যাকে ২.০৭ মিটার উচ্চতা অতিক্রম করেন প্রবীণ। গ্রেট ব্রিটেনের জনাথন ব্রুম এডওয়ার্ডস ২.১০ মিটার উচ্চতা অতিক্রম করে সোনা জিতেছেন। নিশাদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, শরদ কুমারের পর প্রবীণ হাই জাম্পে দেশকে চতুর্থ পদক জেতালেন টোকিও প্যারালিম্পিকে।

প্রবীণের রুপো

প্রথম প্যারালিম্পিকে অংশ নিয়েই পদক জিতে উচ্ছ্বসিত ১৮ বছরের প্রবীণ। ২০১৯ সালে প্যারা অ্যাথলিট হিসেবে হাই জাম্প বেছে নেওয়ার পর এদিন নিজের সেরা পারফরম্যান্সের মাধ্যমে নতুন রেকর্ডও গড়েছেন। নয়ডার বাসিন্দা প্রবীণই এবারের প্যারালিম্পিকে সর্বকনিষ্ঠ ভারতীয় পদকজয়ী। তিনি বলেন, ২ মিটার উচ্চতা সফলভাবে অতিক্রম করার পরেই আত্মবিশ্বাস বেড়ে যায়। ২.০৭ মিটার উচ্চতা পেরিয়ে রুপো জেতার জন্য কোচের প্রতিই কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবীণ কুমার। রিও প্যারালিম্পিকে সোনাজয়ী পোল্যান্ডের মাসিয়েজ লেপিয়াতো জিতেছেন ব্রোঞ্জ। প্রবীণ কুমার রুপো জেতার পর বলেন, টোকিওয় আসার আগে আমার বাবা-মা আমাকে বারবার বলেছেন তুমি যে জায়গায় এসেছো তাতে আমরা খুশি। যতটা পারবে, ততটাই করবে। কোনও চাপ অনুভব করবে না। ফলে আমার আজকের এই পারফরম্যান্স তাঁদের খুশি যে করবে সে ব্যাপারে আমি নিশ্চিত। উল্লেখ্য, ২০১৯ সালে কেরিয়ার শুরুর বছরেই জুনিয়র প্যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও রুপো জিতেছিলেন প্রবীণ। টি ৪৪ বিভাগে প্রবীণ এখন বিশ্বের তিন নম্বর হাই জাম্পার।

কঠিন পথ পেরিয়ে

সত্যপাল সিংয়ের প্রশিক্ষণেই নিজের প্রতিভা বিকশিত করেছেন প্রবীণ। ভারতীয় টিনএজার হিসেবে চলতি প্যারালিম্পিকে অবনী লেখরার পর এদিন প্রবীণ পদক জিতলেন। অবনীর বয়স ১৯, প্রবীণের ১৮। দিল্লি থেকে ৫০ কিলোমিটার দূরে নয়ডার গোবিন্দগড়ের বাসিন্দা প্রবীণ। করোনা পরিস্থিতিতে টোকিও প্যারালিম্পিক পিছিয়ে যাওয়ায় কঠিন সময়ের মধ্যে কাটাতে হয়েছে প্রবীণকে। ব্যাঘাত ঘটেছে অনুশীলনে। তবু কোচ সত্যপাল সিং ও পরিবারের সদস্যরা পাশে থাকায় মনের জোর অটুট রেখেছিলেন প্রবীণ। তারই সুফল পেলেন এদিন। করোনার কারণে বন্ধ ছিল স্টেডিয়াম। তাই বাড়ির পাশেই হাই জাম্প অনুশীলনের জন্য গর্ত খুঁড়ে তা ভরাট করেছিলেন নরম মাটি দিয়ে। যাতে অনুশীলনে আঘাত না লাগে সে কারণেই এই ব্যবস্থা। জুনিয়র চ্যাম্পিয়নশিপে নিজের সেরা পারফরম্যান্স করে টোকিওর টিকিট পান প্রবীণ। সেবার লাফিয়েছিলেন ১.৯২ মিটার। কিন্তু শেষ করেছিলেন চতুর্থ স্থানে থেকে। টোকিওয় ২.১০ মিটার পেরনোর লক্ষ্য নিয়েই নিজেকে প্রস্তুত করেন।

উচ্ছ্বসিত দেশ

জন্ম থেকেই নিতম্ব ও বাঁ পায়ের সংযোগকারী হাড়ের সমস্যা রয়েছে প্রবীণের। এদিন তিনি ১.৮৩ মিটার, ১.৮৮ মিটার প্রথম জাম্পেই ক্লিয়ার করেন। ১.৯৭ মিটার উচ্চতা প্রথম প্রয়াসে পেরিয়ে যেতেই নিশ্চিত করে ফেলেন পদক। ২.০১ মিটার উচ্চতা দ্বিতীয় প্রয়াসে পার করতে সক্ষম হন। এরপর ২.০৪ মিটার অতিক্রম করেন প্রথম প্রয়াসেই। যদিও ২.০৭ মিটার প্রথম প্রয়াসে পার করতে পারেননি। কিন্তু দ্বিতীয় প্রয়াসে এশিয়ান রেকর্ড গড়ে মসৃণভাবেই নিজের কেরিয়ারের সেরা উচ্চতা পেরিয়ে যান। ব্রুম এডওয়ার্ডস দ্বিতীয় প্রয়াসে অতিক্রম করেন ২.১০ মিটার। যা প্রবীণ পারেননি। তবে তাঁর এই রুপো জয়ের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিশিষ্টজনেরা।

অবনীর দ্বিতীয় পদক

এবারের প্যারালিম্পিকে নিজের দ্বিতীয় পদক নিশ্চিত করে দেশকে দ্বাদশ পদক এনে দিলেন প্যারা শুটার অবনী লেখরা। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে এসএইচ ১ বিভাগে তিনি জিতলেন ব্রোঞ্জ। শুটার অবনীর আগে ভারতের আর কেউ একই প্যারালিম্পিকে দুটি পদক জিততে পারেননি। ফলে তাঁর এদিনের ব্রোঞ্জ জয়ও ঐতিহাসিক। টোকিও প্যারালিম্পিকে ভারতকে প্রথম সোনা এনে দেন অবনী, ১০ মিটার এয়ার রাইফেল এসএইচ ওয়ানে। এখনও অবধি প্যারালিম্পিকে ভারত মোট ২৪টি পদক জিতেছে। তার মধ্যে ১২টিই এবার টোকিওয়। ১৯৭২ সালে হেইডেলবার্গে প্রথম পদক আসে। ১৯৮৮ সালে নিউ ইয়র্ক প্যারালিম্পিকে ভারত জেতে চারটি পদক। ২০০৪ সালে এথেন্সে দুটি, ২০১২ সালে লন্ডনে একটি, ২০১৬ সালে রিওতে চারটির পর এখনও অবধি টোকিও প্যারালিম্পিকে এক ডজন পদক এসেছে ভারতের ঝুলিতে। এদিনই প্যারা ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসে বিশ্বের তিন নম্বর তাইল্যান্ডের জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন পালক কোহলি ও প্রমোদ সিং ভগত। ভারতীয় জুটি জেতে ২১-১৫, ২১-১৯ ব্যবধানে।

(ছবি- MyGovIndia টুইটার)

English summary
Praveen Kumar Wins Silver In Men's High Jump T64 Event Of Tokyo Paralympics With Asian Record. Praveen Cleared The Asian Record With A 2.07m Jump.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X