For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Paralympics: কঠিন যাত্রাপথ পেরিয়ে জেতা পদকে গর্বিত নিশাদকে অনুরাগের সংবর্ধনা

  • |
Google Oneindia Bengali News

টোকিও প্যারালিম্পিকে হাই জাম্পে টি ৪৭ বিভাগে রুপো জিতে আজ দেশে ফিরলেন নিশাদ কুমার। তাঁকে সংবর্ধিত করলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ছিলেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। ২১ বছরের নিশাদ গত রবিবার এই পদক জিতেছেন ২.০৬ মিটারের উচ্চতা পেরিয়ে এশিয়ান রেকর্ড করে। দেশে ফিরে কেন্দ্রীয় সরকারের সংবর্ধনা পেয়ে আপ্লুত নিশাদ বলেন, টোকিও পর্যন্ত পৌঁছানোর পথটা খুবই কঠিন ছিল। তাই এই পদক জিততে পেরে গর্বিত।

কঠিন যাত্রাপথ পেরিয়ে জেতা পদকে গর্বিত নিশাদ

হিমাচল প্রদেশের কৃষক পরিবারের সন্তান নিশাদের হাত কেটে গিয়েছিল ফার্মের ঘাস কাটার যন্ত্রে। তাতে ভেঙে না পড়ে হাই জাম্প অনুশীলন শুরু করেন। নিশাদ আজ দিল্লিতে সাংবাদিকদের বলেন, যাঁরা আমাকে সমর্থন করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই পদক আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে উনা জেলা থেকে উঠে এসেছি সেখানে খেলাধুলোর সুযোগ বিশেষ ছিল না। যে কঠিন যাত্রাপথ পেরিয়ে এসেছি তাতে আমি গর্বিত। সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছি। সাই, টপস আমার প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম, ডায়েট, ট্রেনিং-সহ সব কিছুর ব্যবস্থা করেছে। উঠতি প্রতিভাদের বলব, লক্ষ্য স্থির করো এবং তা পূরণে নিজেদের ১০০ শতাংশ দাও।

নিশাদের কথায়, আমি প্রথমে বিশ্বাসই করিনি যে প্যারালিম্পিকে রুপো জিতেছি। প্যারালিম্পিকে পদক জয় আমার কাছে স্বপ্নপূরণ। চারজন অফিসিয়ালের কাছে জিজ্ঞাসা করে তবে নিশ্চিত হই। আমি দেশে ফেরার দিনই যেভাবে ক্রীড়ামন্ত্রী আমাকে সংবর্ধিত করলেন তাতে আমি অত্যন্ত গর্বিত। এমন অভিজ্ঞতার সাক্ষী এর আগে কখনও হইনি। অনুরাগ ঠাকুর বিশেষ খুশি তাঁর রাজ্যেরই নিশাদ প্যারালিম্পিক থেকে রুপো জেতায়। প্যারালিম্পিকে ভারত ইতিমধ্যেই ১০টি পদক জিতেছে। অনুরাগ ঠাকুর বলেন, এই পারফরম্যান্স সকলকে উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্যারা-অ্যাথলিটদের সঙ্গে কথা বলেন তখন দেখা গিয়েছে তাঁদের পরিবারের সকলের সম্পর্কেও তিনি ওয়াকিবহাল। কেন্দ্রীয় সরকার প্যারালিম্পিয়ানদের সবরকম সহযোগিতা প্রদান করবে।

উল্লেখ্য, টোকিও প্যারালিম্পিকের আগে নিশাদ যাতে বিদেশে প্রস্তুতি নিতে যেতে পারেন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেন সেজন্য টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম থেকে ১০.৫০ লক্ষ টাকা এবং অ্যানুয়াল ক্যালেন্ডার ফর ট্রেনিং অ্যান্ড কম্পিটিশন থেকে আরও ১০.২১ লক্ষ অর্থ বরাদ্দ করা হয়েছিল। দু-দুবার করোনাকে জয় করা নিশাদ চলতি বছরেই নিজের দুটি সেরা পারফরম্যান্স করেছেন। প্যারা অ্যাথলিট সিলেকশন ট্রায়ালে তিনি দিল্লিতে ২.০৭ মিটার উচ্চতা পার করেছিলেন গত জুনে। এতেই মেলে টোকিও প্যারালিম্পিকে অংশগ্রহণের ছাড়পত্র। বিশ্বজুড়ে করোনা সংক্রণের জেরে খেলাধুলো বন্ধের ঠিক আগে তিনি দুবাইয়ে ফাজ্জা প্যারা অ্যাথলেটিক্স গ্রাঁ প্রিতে সোনা জিতেছিলেন। এ বছরও ফের তার পুনরাবৃত্তি ঘটান। তবে সব কিছুকেই ছাপিয়ে গেল টোকিওর রুপো।

English summary
Silver Medalist High Jumper Nishad Kumar Says That He Is Proud Of Himself As The Journey Till Tokyo Paralympics Was Very Difficult. Sports Minister Anurag Thakur Felicitated Him Following His Return To The Country.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X