For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Paralympics: কৃষ্ণ নাগর জেতালেন ব্যাডমিন্টনের দ্বিতীয় সোনা, ভারতের পদকের সংখ্যা বেড়ে ১৯

Google Oneindia Bengali News

টোকিও প্যারালিম্পিকে এসএইচ সিক্স ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণ নাগর। টোকিও প্যারালিম্পিকের ব্যাডমিন্টনে এটি ভারতের দ্বিতীয় সোনা। মোট পদকের সংখ্যা বেড়ে হল ১৯, যার মধ্যে ৫টি সোনা। ফাইনালে তিনি হারালেন হংকংয়ের প্রতিপক্ষকে। প্রথম গেমটি কৃষ্ণ জেতেন ২১-১৭ ব্যবধানে। যদিও পরের গেম ২১-১৬ ব্যবধানে জিতে নেন চু মান কাই। নির্ণায়ক তৃতীয় গেম ২১-১৭ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন কৃষ্ণ।

সোনার কৃষ্ণ

টোকিও প্যারালিম্পিকে এই নিয়ে ১৯তম পদক জিতল ভারত। ব্যাডমিন্টনে দ্বিতীয় সোনা, চতুর্থ পদক। প্রমোদ ভগতের পর সোনা জিতলেন কৃষ্ণ। এবারের টোকিও প্যারালিম্পিকে পাঁচটি সোনা এল ভারতের ঝুলিতে। উল্লেখ্য, ১৯৬৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্যারালিম্পিকে ভারতের মোট পদক ছিল ১২টি।

দাপটে পদক জয়

কৃষ্ণ নাগর টোকিও প্যারালিম্পিকে এই ইভেন্টে অংশ নিয়েছিলেন দ্বিতীয় বাছাই হিসেবে। সেমিফাইনালে তিনি গতকাল ২১-১০, ২১-১১ ব্যবধানে হারিয়েছিলেন গ্রেট ব্রিটেনের ক্রিস্টেন কুম্বসকে। রাজস্থানের কৃষ্ণ তাঁর বিভাগে বিশ্বের দুই নম্বর প্যারা-শাটলার। ২০১৮ সালের প্যারা এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ায় তিনি সিঙ্গলসে ব্রোঞ্জ জিতেছিলেন। সুইৎজারল্যান্ডের বাসেলে ২০১৯ সালে তিনি প্যারা ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে রাজা মাগোতরার সঙ্গে জুটি বেঁধে ডাবলসে রুপো জেতেন। সিঙ্গলস ইভেন্টে কৃষ্ণ জিতেছিলেন ব্রোঞ্জ। হারিয়েছিলেন ইংল্যান্ডের জ্যাক শেপার্ডকে।

ধাপে ধাপে উত্থান

বাসেলে তিনি যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলসে রুপো জিতেছিলেন হংকংয়ের প্রতিপক্ষ জুটিতে ছিলেন এই চু মান কাইও। সেবারও তিন গেমের লড়াই হয়েছিল। প্রথম গেম ভারতীয় জুটি হেরে গিয়েছিল। পরের দুটি গেম জিতে রুপো নিশ্চিত করেছিলেন কৃষ্ণরা। ১৯৯৯ সালে রাজস্থানের জয়পুরে জন্ম কৃষ্ণ নাগরের। উচ্চতা ১৩৪ সেন্টিমিটার। কমার্সের স্নাতক কৃষ্ণ ২০১৬ সাল থেকে ব্যাডমিন্টন খেলছেন। শখের বশে যে খেলা তিনি শুরু করেছিলেন তাই প্যারালিম্পিকে তাঁকে এনে দিল কাঙ্ক্ষিত সোনা। ২০১৯ সালে তুর্কিশ প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে তিনি তিনটি রুপো জেতেন। ২০১৮ সালে প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে ব্রোঞ্জ জিতেছিলেন। ২০১৯ সালেই দুবাইয়ে অনুষ্ঠিত প্যারা ব্যাডমিন্টনে সিঙ্গলস ও ডাবলসে জেতেন সোনা। এটিই ছিল এতদিন তাঁর সেরা সাফল্য। তবে প্যারালিম্পিকের সোনা নিশ্চিতভাবেই সব কিছুর উপরেই থাকবে।

মেসি-ভক্ত কৃষ্ণ

আজই ব্যাডমিন্টনে রুপো জিতেছেন সুহাস যথীরাজ। সুহাসের মতো কৃষ্ণও গৌরব খান্নার কাছেই প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর জীবনে সবচেয়ে কে বেশি প্রভাবিত করেন সেই উত্তরে কৃষ্ণ বারবারই বলে থাকেন তাঁর মা। ব্যাডমিন্টন পছন্দের খেলা হলেও লিওনেল মেসির বড় ভক্ত কৃষ্ণ নাগর। সোনা জেতার পর কৃষ্ণ বলেন, বাবা, মা-সহ পরিবারের সকলকে ধন্যবাদ। ঈশ্বর ও কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি কৃষ্ণ আরও জানান, এদিন তাঁর স্বপ্নপূরণ হল। এদিকে, মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জয়ের ম্যাচে জাপানের কাছে ০-২ ব্যবধানে হেরে গিয়েছে ভারতের প্রমোদ ভগত ও পালক কোহলির জুটি। পদকজয়ীদের ফোন করে তাঁদের সঙ্গে এদিনও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

English summary
Krishna Nagar Clinches India's Fifth Gold And 19th Medal In SH6 Badminton Event Of Tokyo Paralympics. This Is Also India's Second Badminton Gold In Tokyo.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X