For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Paralympics: ইতিহাস গড়ে টিটি-তে ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন ভাবিনাবেন

Google Oneindia Bengali News

প্যারালিম্পিক গেমসের ইতিহাসে এবারই টোকিও থেকে সর্বাধিক পদক আনার লক্ষ্যে গিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। আজ ইতিহাস গড়ে মহিলাদের টেবিল টেনিসে প্রথম পদক নিশ্চিত করে ফেললেন ভাবিনাবেন প্যাটেল। রিও প্যারালিম্পিক্সে সোনাজয়ী সার্বিয়ার বোরিস্লোভা পেরিচকে হারিয়ে তিনি সেমিফাইনালে উঠেছেন। কাল সকালে ভাবিনাবেনের সেমিফাইনাল ম্যাচ রয়েছে চিনের ঝাং মিয়াওয়ের বিরুদ্ধে।

ইতিহাস গড়ে টিটি-তে ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন ভাবিনাবেন

(ছবি- ডিডি নিউজ টুইটার)

মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ভাবিনাবেন জিতলেন স্ট্রেট গেমে। ১২ বছর বয়স থেকেই পোলিও আক্রান্ত ৩৪ বছরের ভাবিনাবেন প্যাটেল এবারই প্যারালিম্পিক গেমসে নেমেছেন। এদিন কোয়ার্টার ফাইনালে ১৮ মিনিটের মধ্যেই তিনবারের প্যারালিম্পিয়ান তথা রিওতে সোনাজয়ী প্যাডলারকে হারালেন ১১-৫, ১১-৬, ১১-৭ ব্যবধানে। এদিনই প্রি কোয়ার্টার ফাইনালে ভাবিনাবেন জিতেছিলেন ব্রাজিলের জয়েস দে অলিভেইরার বিরুদ্ধে। পদক নিশ্চিত করার পর ভাবিনাবেন প্যাটেল বলেছেন, দেশবাসীর সমর্থন পাওয়াতেই এই জয় সম্ভব হয়েছে। সেমিফাইনাল ম্যাচ জয়ের জন্যও সমর্থনের ধারা বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি।

টেবিল টেনিসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিক থেকে পদক আনতে চলেছেন ভাবিনাবেন প্যাটেল, দীপা মালিকের পর দ্বিতীয় মহিলা ভারতীয় হিসেবেও। বিশ্বের ১ নম্বর চিনের ঝাও ইংকে তিনি গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে হারিয়েই অঘটন ঘটান। দ্বিতীয় ম্যাচে তিনি গতকালই হারান গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলটনকে। আজ সবথেকে বড় অঘটনটি তিনি ঘটালেন। ভারতীয় প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট দীপা মালিক উচ্ছ্বসিত ভাবিনার এই পারফরম্যান্সে। উল্লেখ্য, ২০১৭ সালে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের অনুরোধ মেনে ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি প্যারালিম্পিকে তৃতীয় স্থান নির্ণায়ক প্লে-অফ তুলে দেয়। ফলে সেমিফাইনালে যদি ভাবিনা হেরেও যান তাহলে ব্রোঞ্জ নিশ্চিত। কিন্তু তাঁর সাম্প্রতিক ফর্ম আরও ভালো পদক জয়ের আশাই জাগাচ্ছে। ভাবিনা আজ যাঁকে হেলায় হারালেন সেই সার্বিয়ান প্যাডলার ২০০৮ ও ২০১২ সালের প্যারালিম্পিকে রুপো জিতেছিলেন। সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর প্যাডলারের বিরুদ্ধে খেলতে হবে ভাবিনাবেনকে। দীপা মালিক আশাবাদী ফাইনালে উঠতে ভাবিনাবেনের অসুবিধা হওয়ার কথা নয়।

এদিকে, বসিরহাটের শাকিনা খাতুন পদক না জিততে পারলেও ভালো পারফরম্যান্সই উপহার দিলেন। পাওয়ারলিফটার শাকিনা এদিন প্রথম প্রয়াসে ৯০ কেজি ওজন তোলেন। এরপর ৯৩ কেজির ওজন তুলতে গিয়ে প্রথমে পারেননি, এদিনের তৃতীয় প্রয়াসে সফল হন। ফাইনালে তিনি পঞ্চম স্থান অধিকার করেছেন। কাল ভারতীয় তিরন্দাজদের দিকেও থাকবে ক্রীড়াপ্রেমীদের নজর।

English summary
Bhavinaben Patel Becomes The First Indian Table Tennis Player To Secure Medal In Tokyo Paralympics. She Enters The Semifinals With Straight-Game Win Over Defending Champion Borislava Peric Rankovic Of Serbia.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X