For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Paralympics: প্যারালিম্পিকে সর্বকালীন সেরা সাফল্য ভারতের, কারা জিতলেন কোন পদক?

Google Oneindia Bengali News

টোকিও প্যারালিম্পিকে ইতিহাস গড়ল ভারত। এবারই সবচেয়ে বেশি পদক এল ভারতের ঝুলিতে। ১৯টি। অল্পের জন্য কয়েকটি হাতছাড়া হয়েছে। ১৯৬৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারত যেখানে প্যারালিম্পিক থেকে মোট ১২টি পদক জিতেছিল, সেখানে এবারই ভারত দখল করল ১৯টি পদক। এমনকী শেষ দিনেও ভারতের ঘরে এল সোনা ও রুপো।

রেকর্ড পদক টোকিওয়

রেকর্ড পদক টোকিওয়

১৯৬৮ থেকে ১৯৭২ এবং ১৯৮৪ থেকে এবারের টোকিও অবধি টানা ভারত অংশ নিয়েছে প্যারালিম্পিকে। সবমিলিয়ে ভারতের ঘরে এল ৯টি সোনা, ১২টি রুপো ও ১০টি ব্রোঞ্জ-সহ মোট ৩১টি পদক। প্যারালিম্পিকে ভারতের প্রথম পদকটি এনে দিয়েছিলেন সাঁতারু মুরলীকান্ত পেটকর। ৫০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ড সময় (৩৭.৩৩১ সেকেন্ড) নিয়ে তিনি জেতেন সোনা। সেবার গেমসে পদক তালিকায় ভারত ছিল ২৭ নম্বরে। ১৯৮৪ সালের প্যারালিম্পিকে যোগীন্দর সিং বেদী পুরুষদের শট পুটে রুপো এবং ডিসকাস ও জ্যাভলিন থ্রোয় ব্রোঞ্জ জিতেছিলেন। কোনও একজন একই প্যারালিম্পিকে একাধিক পদক জিতেছেন, ভারতীয়দের মধ্যে এই নজির প্রথম গড়েন যোগীন্দর। প্রথম মহিলা ভারতীয় হিসেবে সেই নজির টোকিওয় গড়েছেন অবনী লেখরা। ১৯৮৪ সালের গেমসেই জ্যাভলিন থ্রোয় রুপো জিতেছিলেন ভীমরাও কেসরকর। ভারত সেই গেমসে ছিল ৫৪টি দেশের মধ্যে ৩৭ নম্বরে।

সেরা স্থানে শেষ করল ভারত

সেরা স্থানে শেষ করল ভারত

পরবর্তী পদকের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় ২০০৪-এর প্যারালিম্পিক অবধি। জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া সোনা জিতেছিলেন, ৫৬ কেজির পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জ জেতেন রাজিন্দর সিং রাহেলু। ১৩৬টি দেশের মধ্যে ভারত পদক তালিকায় ছিল ৫৩ নম্বরে। ২০০৮ সালের বেজিং প্যারালিম্পিকে ভারত কোনও পদক জিততে পারেনি। ২০১২ সালের লন্ডন প্যারালিম্পিকে এসেছিল একটি রুপো, ভারত ছিল ৬৭ নম্বরে। লন্ডন থেকে পদকটি এনেছিলেন গিরীশা নাগরাজেগৌড়া, পুরুষদের এফ ৪২ হাই জাম্পে। রিও প্যারালিম্পিকে ২টি সোনা এবং একটি করে রুপো ও ব্রোঞ্জ জেতায় ৪৩ নম্বরে শেষ করেছিল ভারত। মারিয়াপ্পান থঙ্গভেলু এফ ৪২ হাই জাম্পে এবং দেবেন্দ্র ঝাঝারিয়া জ্যাভলিনে সোনা জিতেছিলেন। প্রথম মহিলা হিসেবে প্যারালিম্পিক পদক জিতেছিলেন দীপা মালিক, শট পুট এফ ৫৩ বিভাগে রুপো। পুরুষদের এফ ৪২ হাই জাম্পে বরুণ সিং ভাটি জেতেন ব্রোঞ্জ। এবার ভারত থেকে সর্বাধিক ৫৪ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। নতুন রেকর্ড গড়ে ভারত এবার ১৯টি পদক জয়ের সঙ্গেই পদক তালিকায় রইল ২৪ নম্বরে। প্যারালিম্পিকে ৩১টি পদকের মধ্যে চারটি সোনা-সহ ১৮টি এসেছে অ্যাথলেটিক্সে। পাঁচটি শুটিংয়ে, চারটি ব্যাডমিন্টনে এবং সাঁতার, টেবিল টেনিস ও তিরন্দাজিতে একটি করে পদক এসেছে।

টোকিওয় পাঁচ সোনা

টোকিও প্যারালিম্পিকে ভারতকে প্রথম সোনাটি এনে দেন অবনী লেখরা। সর্বকনিষ্ঠ হিসেবেই তিনি পদক জেতেন। ৩০ অগাস্ট মহিলাদের আর ২ ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচে সোনা জেতেন অবনী। এদিনই পুরুষদের জ্যাভলিন থ্রোয় এফ ৬৪ বিভাগে সোনা এনে দেন সুমিত আন্তিল। ৪ সেপ্টেম্বর ভারত দুটি সোনা জেতে। মিক্সড পি ফোর ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ানে সোনা জেতেন মনীশ নারওয়াল। পুরুষদের সিঙ্গলস এসএল থ্রি বিভাগে ব্যাডমিন্টনে সোনা জয় করেন প্রমোদ ভগত। ৫ সেপ্টেম্বর গেমসের শেষ দিনে ব্যাডমিন্টনেই আসে সোনা। পুরুষদের সিঙ্গলস এসএইচ সিক্স বিভাগে সোনা জয় কৃষ্ণ নাগরের।

রেকর্ড রুপো

রেকর্ড রুপো

টোকিও প্যারালিম্পিকে ভারত মোট আটটি রুপো জিতেছে। ২৯ অগাস্ট মহিলাদের ব্যক্তিগত ক্লাস ফোর টেবিল টেনিস ইভেন্টে রুপো জেতেন ভাবিনা প্যাটেল। এদিনই পুরুষদের হাই জাম্প টি ৪৭ বিভাগে রুপো জেতেন নিশাদ কুমার। ৩০ অগাস্ট আসে জোড়া রুপো। পুরুষদের ডিসকাস থ্রো এফ ৫৬ বিভাগে যোগেশ কাঠুনিয়া রুপো জেতার পর পুরুষদের এফ ৪৬ জ্যাভলিন থ্রোয় রুপো জেতেন দেবেন্দ্র ঝাঝারিয়া। ৩১ অগাস্ট পুরুষদের হাই জাম্প টি ৬৩ বিভাগের হাই জাম্পে রুপো জেতেন মারিয়াপ্পান থঙ্গভেলু। ৩ সেপ্টেম্বর পুরুষদের হাই জাম্প টি ৬৪ বিভাগে রুপো প্রবীণ কুমারের। ৪ সেপ্টেম্বর পুরুষদের মিক্সড পি ফোর ৫০ মিটার পিস্তল এসএইচ ওয়ান বিভাগে রুপো জেতেন সিংহরাজ আদানা। ৫ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে প্রথম গেম জিতেও শেষে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় দেশের প্রথম আইএএস সুহাস ললিনাকেরে যথীরাজকে। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস এসএল ফোর বিভাগে তাঁর রুপোই এবারের গেমসে ভারতের অষ্টম রুপো। ভারত টোকিও প্যারালিম্পিকে প্রথম পদকটিও জিতেছিল নিশাদ কুমারের পদকের সৌজন্যেই। রুপো দিয়ে এবার গেমস অভিযান শুরু করা ভারত শেষ করল কিন্তু সোনা দিয়েই, কৃষ্ণ নাগর দেশকে এনে দিলেন ব্যাডমিন্টনে দ্বিতীয় তথা সবমিলিয়ে পঞ্চম সোনা।

ভারতের ৬ ব্রোঞ্জ

টোকিও প্যারালিম্পিকে ভারত ব্রোঞ্জ জিতেছে ৬টি। ৩০ অগাস্ট পুরুষদের জ্যাভলিন থ্রো এফ ৪৬ বিভাগে ব্রোঞ্জ জেতেন সুন্দর সিং গুর্জর। ৩১ অগাস্ট পুরুষদের পি ওয়ান ১০ মিটার এয়ার পিস্তল এসএইচ ওয়ানে ব্রোঞ্জ জেতেন সিংহরাজ আদানা। পুরুষদের টি ৬৩ হাই জাম্পে ৩১ অগাস্ট ব্রোঞ্জ জেতেন শরদ কুমার। ৩ সেপ্টেম্বর এবারের প্যারালিম্পিকে নিজের দ্বিতীয় পদক তথা ব্রোঞ্জ জেতেন অবনী লেখরা, মহিলাদের আর এইট ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস এসএইচ ওয়ান বিভাগে। প্যারালিম্পিক তিরন্দাজিতে ভারতের প্রথম ঐতিহাসিক পদকটি এনে দেন হরবিন্দর সিং। ৩ সেপ্টেম্বর তিনি পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে জেতেন ব্রোঞ্জ। ৪ সেপ্টেম্বর ব্যাডমিন্টনে সিঙ্গলস এসএল থ্রি-তে ব্রোঞ্জ জেতেন মনোজ সরকার। এবারের প্যারালিম্পিকে ভারতের পুরুষ প্রতিযোগীরা জিতেছেন মোট ১৬টি পদক, মহিলারা ৩টি। তার মধ্যে অবনী লেখরা সোনা-সহ জোড়া পদক জেতায় গেমসের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকাবাহকের দায়িত্ব পেয়েছেন রাজস্থানের এই শুটার।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Record Medal Haul For India In Tokyo Paralympics With 5 Golds 8 Silver And 6 Bronze Medals. First Gold Medalist Avani Lekhara Will Carry The National Flag During Closing Ceremony.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X