For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথ গেমসে সাঁতারের ফাইনালে ফের শ্রীহরি, টিটি ও লন বলের দল সেমিতে

Google Oneindia Bengali News

কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ব্যাডমিন্টনে। মিক্সড টিম ইভেন্টে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। সাঁতারে চলতি গেমসের দ্বিতীয় ফাইনালে নামার ছাড়়পত্র আদায় করে নিয়েছেন শ্রীহরি নটরাজও। মহিলাদের লন বল দলও পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। শক্তি বাড়ছে ভারতের মহিলা ক্রিকেট দলেরও।

শ্রীহরির দ্বিতীয় ফাইনাল

শ্রীহরির দ্বিতীয় ফাইনাল

সাঁতারে এদিনের সেরা সাফল্য শ্রীহরি নটরাজের ফাইনালে ওঠা। পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে অষ্টম তথা শেষ স্থানটি দখল করে ফাইনালে পৌঁছে গিয়েছেন শ্রীহরি নটরাজ। তিনি সময় নিয়েছেন ২৫.৩৮ সেকেন্ড। চলতি কমনওয়েলথ গেমসে এই নিয়ে দ্বিতীয় ফাইনালে উঠলেন শ্রীহরি। ১০০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে তিনি আট প্রতিযোগীর মধ্যে সপ্তম স্থান অধিকার করেছিলেন।

লন বলের সেমিফাইনালে

ভারতের মহিলাদের ফোরস টিম লন বলের সেমিফাইনালে উঠেছে নরফোক আইল্যান্ডকে হারিয়ে। লাভলি চৌবে (লিড), পিঙ্কি (সেকেন্ড), নয়নমণি সাইকিয়া (তৃতীয়) ও রূপা রানি তিরকে (স্কিপ)-কে নিয়ে গঠিত ভারতীয় মহিলা লন বলের দল কোয়ার্টার ফাইনালে জয়লাভ করেছে ১৭-৯ ব্যবধানে। সেমিফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড।

ব্যাডমিন্টনের শেষ চারে

ব্যাডমিন্টনের শেষ চারে

ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। বি সুমিত রেড্ডি ও অশ্বিনী পোনাপ্পা মিক্সড ডাবলসে জ্যারেড এলিয়ট ও ডেইড্রে জর্ডানকে হারান ২১-৯, ২১-১১ ব্যবধানে। এরপর লক্ষ্য সেন হারিয়ে দেন ক্যাডেন কাকোরাকে। খেলার ফল ২১-৫, ২১-৬। আকর্ষী কাশ্যপ মহিলাদের সিঙ্গলসে জোহানিতা স্কলজকে হারিয়ে দেন। খেলার ফল ২১-১১, ২১-১৬। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে সিঙ্গাপুর বা স্কটল্যান্ড। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডের সামনে মালয়েশিয়া।

শক্তি বাড়ছে হরমনপ্রীতদের

শক্তি বাড়ছে হরমনপ্রীতদের

ভারতীয় মহিলা ক্রিকেট দলেও স্বস্তির খবর। রবিবাসরীয় হাইভোল্টেজ ফাইনালে ডু অর ডাই ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। বুধবার বার্বাডোজের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলেই শেষ চারে পৌঁছে যাবে ভারত। এস মেঘানা করোনা জয় করে দলের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তান ম্য়াচ খেলেন। এবার সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন পূজা বস্ত্রকার। তিনিও করোনা আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি। পাকিস্তানকে হারালেও আত্মতুষ্টি যাতে দলকে গ্রাস না করে সেজন্য সকলেই সতর্ক। পূজা যোগ দিলে দলের ভারসাম্য আরও বাড়বে। প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারাতে পারেনি। বার্বাডোজকে হারিয়ে পরের পর্বে যাওয়া নিশ্চিত করতে চাইছেন হরমনপ্রীত-মান্ধানারা। বার্বাডোজকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া শেষ চার পাকা করে ফেলেছে। ফলে ভারত-বার্বাডোজ ম্যাচে যে জিতবে তারাই সেমিফাইনালে উঠবে। বার্বাডোজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৬৪ রানে গুটিয়ে যায়। এক উইকেট হারিয়ে ৮.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেগ ল্যানিংয়ের দল।

বাংলার অচিন্ত্য শেউলি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে জিতলেন সোনা, কঠিন সংগ্রামের পর সাফল্যবাংলার অচিন্ত্য শেউলি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে জিতলেন সোনা, কঠিন সংগ্রামের পর সাফল্য

English summary
Commonwealth Games 2022: Srihari Nataraj Storms Into 50m Backstroke Final. Indian TT Mixed Team And Lawn Ball Fours Team Move To Semis.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X