For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২২: ভারোত্তোলনে বিশ্বস্তরে দাপট দেখাল ভারত, কমনওয়েলথেও আধিপত্য মীরাবাঈ-অচিন্ত্যদের

ফিরে দেখা ২০২২: ভারোত্তোলনে বিশ্বস্তরে দাপট দেখাল ভারত, কমনওয়েলথেও দাপট মীরাবাঈ-অচিন্ত্যদের

Google Oneindia Bengali News

ভারতের দৃষ্টিকোণ থেকে ভারোত্তোলনের দিক দিয়ে স্মরণীয় হয়ে থাকবে ২০২২ সাল। আন্তর্জাতিক স্তরে এই বছরে ভারোত্তোলনে একের পর এক শিরোপা অর্জন করেছে ভারত এবং অবশ্যই এর কেন্দ্রে থেকেছেন কিংবদন্তির স্তরে নিজেকে ধীরে ধীরে নিয়ে চলা মীরাবাঈ চানু। এই বছর নিজের ট্রফি ক্যাবিনেটে দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদকটিকে স্থান দেন চানু। শুধু একা চানুই নয়, অন্যান্য ভারতীয় ওয়েটলিফটাররাও এই বছর স্মরণীয় পারফরম্যান্স উপহার দেয়।

প্রত্যাশা মতোইদুর্ধর্ষ মীরাবাঈ চানু:

প্রত্যাশা মতোইদুর্ধর্ষ মীরাবাঈ চানু:

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছিলেন মীরাবাঈ। ৪৯ কেজি বিভাগে দেশকে সোনা এনে দিয়েছিলেন তিনি। এটিই ছিল মীরাবাঈ চানুর তৃতীয় কমনওয়েলথ গেমসে পদক এবং দ্বিতীয় সোনা। ২০২১৮ গোল কোস্ট কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন মনিপুরের এই কৃতী সন্তান। বিশ্ব চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য সোনা এই বছর হাতছাড়া হয় মীরাবাঈয়ের। চোট নিয়েই তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন। তিনি সম্পূর্ণ সুস্থ থাকলে নিশ্চিত ভাবে পদকের রং পরিবর্তিত হতে পারত। ঐতিহ্যশালী বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন তিনি। ২০১৭ সালে মীরাবাঈ সোনা জিতেছিলেন। মোট ২০০ কেজি তিনি তুলেছিলেন যার মধ্যে ৮৭ কেজি স্ন্যাচ এবং ১১৩ কেজি ক্লিন অ্যান্ড জার্কে তিনি তোলেন। ক্লিন অ্যান্ড জার্কে রূপো পান তিনি।

কমনওয়েলথ গেমসে ভারতীয়দের দুরন্ত পারফরম্যান্স:

কমনওয়েলথ গেমসে ভারতীয়দের দুরন্ত পারফরম্যান্স:

এই বছর কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারোত্তোলকদের পারফরম্যান্স ছিল অনবদ্য। একের পর এক রেকর্ড তৈরি হয় বার্মিংহামে। জেরেমি লালরিননুঙ্গা প্রথম কমনওয়েলথ গেমসে সোনা জেতেন এই বছর। ৩০০ কেজি তুলে সোনা জেতেন তিনি। বাংলার অচিন্ত্য শিউলি ৩১৩ কেজি তুলে সোনা জয় করেন। ভারত ভারোত্তোলনে তিনটি সোনা, তিনটি রূপো এবং চারটি ব্রোঞ্জ জয় করে কমনওয়েলথ গেমস ২০২২-এ। মীরাবাঈ, জেরেমি, অচিন্ত্য সোনা জেতেন। সংকেত সাগর, বিকাশ ঠাকুর এবং এস বিন্দ্রায়ানি রূপো এনে দেন দেশকে। চারটি ব্রোঞ্জ জেতেন পি গুরুরাজা, লভপ্রীত সিং, গুরদীপ সিং এবং হারজিন্দর কউর। ২০২২ কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সর্বাধিক পদক জিতেছিল ভারতই। কিন্তু মীরাবাঈ চানু ছাড়া বাকি ভারোত্তোলকরা কমনওয়েলথ গেমসের মোমেন্টাম বজায় রাখতে পারেনি। তাঁদের অধিকাংশই এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেননি।

জুনিয়র বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন:

জুনিয়র বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন:

এই বছর ভারত জুনিয়র ক্যাটাগরিতে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন পায়। ৪৫ কেজি বিভাগে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হন হর্ষদা গারুদ। ১৯ বছর বয়সী এই ভারোত্তোলক ৪৫ কেজি বিভাগে এমন কৃতিত্ব অর্জন করন যা মীরাবাঈ চানুও অর্জন করতে পারেননি তিনি যখন জুনিয়র ক্যাটগরিতে ছিলেন। এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপেও ভাল পারফর্ম করেন এই তরুণ। তিনি সোনা জিততে না পারলেও পোডিয়ামে শেষ করেছিলেন জিতেছিলেন ব্রোঞ্জ।

প্যারিসকে পাখির চোখ করে আগামী বছর ঝাঁপাবেন ভারতীয় তারকারা:

প্যারিসকে পাখির চোখ করে আগামী বছর ঝাঁপাবেন ভারতীয় তারকারা:

আগামী বছর ভারোত্তোলনে পাখির চোখ অলিম্পিকের জন্য জায়গা নিশ্চিত করা। ২০১৬ অলিম্পিক গেমস থেকে অর্ধেকেরও বেশি কোটা হারিয়েছে ভারোত্তোলন। প্যারিসে আয়োজিত হতে চলা ২০২৪ অলিম্পিকে মাত্র ১২টি কোটা রয়েছে ভারোত্তোলনে। ২০২৮ লস অ্যাঞ্জলসে আয়োজিত হবে অলিম্পিক। সেখানে ভারোত্তোলনের কোনও কোটা রাখা হয়নি এখনও পর্যন্ত। যদিও গত বছর থেকে আন্তর্জাতিক ওয়েটলিফ্টিং ফেডারেশন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে যাতে এই খেলা অলিম্পিক থেকে বাদ না পড়ে এবং অলিম্পিক গেমসের স্ট্যাটাস ধরে রাখে।

English summary
Year Ender 2022: India Performed well in International Weightlifting, Mirabai Chanu continues her outstanding performance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X