For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ ৭৫ বছরে ফিরে দেখা ক্রীড়াক্ষেত্রে দেশের অন্যতম সেরা ১৫টি সাফল্য

শেষ ৭৫ বছরে ফিরে দেখা ক্রীড়াক্ষেত্রে দেশের অন্যতম সেরা ১৫টি সাফল্য

Google Oneindia Bengali News

পরাধীন ভারত একাধিক বার অলিম্পিকে সোনা জিতলেও স্বাধীনতার পর প্রথম বার ভারত সোনা জেতে ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে। এ ছাড়াও ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪ এবং ১৯৮০ অলিম্পিকে হকিতে সোনা জেতে ভারত।

১৯৪৮ লন্ডন অলিম্পিকে হকিতে সোনা জয়:

১৯৪৮ লন্ডন অলিম্পিকে হকিতে সোনা জয়:

পরাধীন ভারত একাধিক বার অলিম্পিকে সোনা জিতলেও স্বাধীনতার পর প্রথম বার ভারত সোনা জেতে ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে। এ ছাড়াও ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪ এবং ১৯৮০ অলিম্পিকে হকিতে সোনা জেতে ভারত।

১৯৫২ অলিম্পিকে হকিতে সোনা জয়:

১৯৫২ অলিম্পিকে হকিতে সোনা জয়:

হকিতে ভারতের দাপট বরাবরই বজায় ছিল। শুধু স্বাধীনতার আগেই নয়, স্বাধীনতার পরেও ১৯৪৮ অলিম্পিকের মতোই ১৯৫২ অলিম্পিকে সোনা জেতে ভারত। ফাইনালে ভারতীয় দল ৬-১ ব্যবধানে পরাস্ত করে নেদারল্যান্ডস দলকে। ফাইনাল ম্যাচে বলবীর সিং সিনিয়র একাই পাঁচটি গোল করেন। একটি গোল করেন কেডি সিং। নেদরল্যান্ডসের হয়ে একটি গোল করেন ইসার।

১৯৫২ সালে অলিম্পিকে ভারতের প্রথম ব্যক্তিগত পদক:

১৯৫২ সালে অলিম্পিকে ভারতের প্রথম ব্যক্তিগত পদক:

দলগত বিভাগে হকির সৌজন্যে একাধিক সোনা পেলেও অলিম্পিকে ভারত প্রথম বার ব্যক্তিগত পদক অর্জন করেন ১৯৫২ সালে। ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিকে ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত পদক জেতেন কেশব দাদাসাহেব যাদব (কে ডি যাদব)। অলিম্পিকে স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত পদক জয়ী তিনি।

১৯৬২ এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের সোনা জয়:

১৯৬২ এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের সোনা জয়:

এশিয়ান গেমসে প্রথম ফুটবলে সোনা জয়ী দল ভারত। ১৯৫১ সালে উদ্বোধনী সংস্করণে ফুটবলে সোনা জিতেছিল ভারত। এর পর ১৯৬২ সালে ইন্দোনেশিয়ায় আয়োজিত এশিয়ান গেমসে ফুটবলে ফের সোনা জেয়ে ভারত। দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে পরাজিত করে সোনা জেতে ভারত। ভারতের হয়ে গোল দু'টি করেন পি কে বন্দ্যোপাধ্যায় এবং জার্নেল সিং। কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন চাই তাই-সুং।

১৯৬৪ টোকিও অলিম্পিকে সোনা জয় ভারতীয় হকি দলের:

১৯৬৪ টোকিও অলিম্পিকে সোনা জয় ভারতীয় হকি দলের:

১৯৪৮, ১৯৫২ অলিম্পিকের মতোই ১৯৬৪ অলিম্পিকে সোনা জেতে ভারত। টোকিও অলিম্পিকের ফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সোনা জেতে ভারতীয় হকি দল। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন মহিন্দর সিং।

কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতেন মিলখা সিং:

কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতেন মিলখা সিং:

দেশ ভাগের পর প্রথম বার ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে সোনা পান মিলখা সিং। ১৯৫৮ সালে কার্ডিফে আয়োজিত কমনওয়েলথ গেমসে সোনা জেতেন তিনি। ৪৪০ গজের বিভাগে সোনা জেতেন তিনি।

প্রকাশ পাডুকনের অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয়:

প্রকাশ পাডুকনের অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয়:

১৯৮০ সালে প্রকাশ পাডুকন ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতেন। ১৯৮৩ সাল ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন প্রকাশ। প্রথম ভারতীয় হিসেবে এই সাফল্য পান প্রকাশ। ওপেন এরায় এটাই ছিল প্রথম সংস্করণ। দ্বিতীয় ভারতীয় হিসেবে ২০০১ সালে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন পুল্লেলা গোপীচাঁদ।

১৯৮৩ সালে লর্ডসের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ জয়

১৯৮৩ সালে লর্ডসের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ জয়

ভারতের কোটি কোটি মানুষ যেই খেলাকে কেন্দ্র করে আন্দোলিত হয়, যেই খেলা হাজারে-হাজারে মানুষকে স্টেডিয়ামে নিয়ে আসতে পারে সেটি ক্রিকেট। ক্রিকেট প্রধান ভারত প্রথম আন্তর্জাতিক স্তরে সাফল্য পেয়েছিল ১৯৮৩ সালে। ইংল্যান্ডের মাটিতে কপিলে দেবের নেতৃত্বে ঐতিহাসিক ১৯৮৩ বিশ্বকাপ জিতেছিল ভারত। ঐতিহ্যশালী লর্ডসে সেই সময়ে দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়েছিল ভারত।

অলিম্পিমে ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে অভিনব বিন্দ্রার সোনা জয়:

অলিম্পিমে ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে অভিনব বিন্দ্রার সোনা জয়:

২০০৮ সালে অলিম্পিকে ভারতকে সোনা এনে দেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে এটিই ভারতের প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা। দ্বিতীয় ক্রীড়াবীদ হিসেবে সদ্য সমাপ্তা ২০২০ টোকিও অলিম্পিকে সোনা জেতেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

২০০৮ সালে জন্ম নেয় আইপিএল:

২০০৮ সালে জন্ম নেয় আইপিএল:

বিশ্ব ক্রিকেটের সংজ্ঞাটাই বদলে দিয়েছে আইপিএল। ললিত মোদীর মস্তিস্কপ্রসূত এবং বিসিসিআই-এর উদ্যোগে আয়োজিত আইপিএল বিশ্ব ক্রিকেটকে বর্তমানে পথ দেখাচ্ছে এই যুগান্তকারী প্রতিযোগীতা পথ চলা শুরু ২০০৮ সালে।

ওডিআই ক্রিকেটে প্রথম দ্বি-শতরান করেন সচিন তেন্ডুলকর:

ওডিআই ক্রিকেটে প্রথম দ্বি-শতরান করেন সচিন তেন্ডুলকর:

টি-২০ ক্রিকেটের সঙ্গে ধীরে ধীরে মানুষ পরিচিত হয়ে উঠলেও নির্ধারিত ওভারের ক্রিকেটে দ্বি-শতরান তখনও স্বপ্ন ছিল ক্রিকেটারদের কাছে। ওডিআই ক্রিকেটে প্রথমবার এই বিরল কৃতিত্ব অর্জন করেন সচিন তেন্ডুলকর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোয়ালিয়রে দ্বি-শতকরান করেন সচিন।

কমনওয়েথ গেমসে মনিকা বাত্রার সোনা জয়:

কমনওয়েথ গেমসে মনিকা বাত্রার সোনা জয়:

মহিলাদের সিঙ্গলসে ২০১৮ কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় হিসেবে সোনা জেতেন মনিকা বাত্রা। গোলকোস্ট কমনওয়েলথ গেমসই আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে এই ভারতীয়কে আলাদা জায়গা করে দেয়।

২০১৯ সালে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতে পিভি সিন্ধু:

২০১৯ সালে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতে পিভি সিন্ধু:

২০১৯ সালে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন পিভি সিন্ধু। ফাইনালে তিনি পরাজিত করেন জাপানের নজমি ওকুহারাকে। স্ট্রেট গেমে ম্যাচটি জিতেছিলেন অলিম্পিকে জোড়া পদক জয়ী। সিন্ধুর পক্ষে খেলার ফল ছিল ২১-৭, ২১-৭।

ভারতের থমাস কাপ জয়:

ভারতের থমাস কাপ জয়:

ব্যাংঙ্ককে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ৩-০ ব্যবধানে পরাজিত করে ঐতিহ্যশালী থমাস কাপ জেতে ভারত। ৭৩ বছরের ইতিহাসে এই বছরই প্রথম থমাস কাপ জেতে ভারত। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক থমাস কাপ জয়ী দলের জন্য এক কোটি টাকার পুরস্কার মূল্য ঘোষণা করে।

টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার সোনা জয়:

টোকিও অলিম্পিকে নীরজ চোপড়ার সোনা জয়:

টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো-এ দেশকে সোনা এনে দেন নীরজ চোপড়া। অলিম্পির দীর্ঘ ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটিই ভারতের প্রথম সোনা। অভিনব বিন্দ্রার পর অলিম্পিকে দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন নীরজ চোপড়া।

English summary
Have a look at India's 15 achievements which can be considered among the greatest achievements in the last 75 years after Independence in Sports. The whole nation is celebrating 75 years of Independence from British Raj today on 15 August.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X