For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে তৈরি ভারত, সম্ভাব্য আয়োজক হিসেবে ভাবা হয়েছে গুজরাতের কথা

২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে তৈরি ভারত, সম্ভাব্য আয়োজক হিসেবে ভাবা হয়েছে গুজরাতের কথা

Google Oneindia Bengali News

২০৩৬ অলিম্পিক গেমস আয়োজনের জন্য বিডিং প্রসেসে অংশ নিতে পারে ভারত, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। তিনি এ-ও জানিয়েছেন, সরকার তৈরি এই বিডিং প্রসেসে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ব্যাক করার জন্য। আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের থেকে ছাড়পত্র পেলে গুজরাতে অলিম্পিক আয়োজিত হতে পারে জানিয়েছেন অনুরাগ।

২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে তৈরি ভারত, সম্ভাব্য আয়োজক হিসেবে ভাবা হয়েছে গুজরাতের কথা

মেজর মাল্টি স্পোর্টিং ইভেন্ট আয়োজনেরর অভিজ্ঞতা রয়েছে ভারতের। অতীতে এই দেশে দুই বার এশিয়ান গেমস এবং এক বার কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়াকে দেশের ক্রীড়ামন্ত্রী বলেছেন, "ভারত যদি জি ২০ প্রেসিডেন্সি এত বড় ভাবে আয়োজিত করতে পারে সেখানে আমি নিশ্চিত সরকার আইওএ-এর সঙ্গে মিলে দেশে অলিম্পিক আয়োজন করতে পারবে। আমরা জানি ২০৩২ পর্যন্ত আয়োজক দেশ নির্ধারিত হয়ে গিয়েছে। কিন্তু ২০৩৬ থেকে আমাদের কাছে আশা রয়েছে এবং আমি নিশ্চিত ভারত পুরোপুরি তৈরি এবং এর জন্য বিড করবে।"

তাঁর আরও সংযোজন, "ইতিহাবচক ভাবে এর জন্য বিড করতে তৈরি ভারত। 'না' বলার কোনও কারণ নেই আমাদের কাছে। ক্রীড়াক্ষেত্রের উন্নতির জন্য ভারত যখন এত বরিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করছে সেখানে আমি আপনাকে বলতে পারি ভারত শুধু অলিম্পিকই আয়োজন করবে না, অনেক বড় ভাবে আয়োজন করবে। এটাই সেরা সময় এই গেমসগুলো আয়োজনের জন্য। ম্যানুফ্যাকচারিং থেকে সার্ভিসেস সব সেক্টরে যখন ভারত খবরে থাকছে তা হলে কেন খেলার দিক দিয়েও থাকবে না। ২০৩৬ অলিম্পিকের জন্য বিডিং করার প্রক্তিয়াকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করছে ভারত।"

অনুরাগ ঠাকুর জানিয়েছেন, অতীতে অলিম্পিক আয়োজনের জন্য উৎসাহী থেকে এবং এই রাজ্যের সেই পরিকাঠামো রয়েছে যেখানে বিশ্ব মাপের টুর্নামেন্ট আয়োজন করা যায়। তিনি বলেছেন, "গুজরাত একাধিক বার অলিম্পিক আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। ওদের সেই পরিকাঠামো রয়েছে। হোটেল, হোস্টেল, বিমানবন্দর, স্পোর্টস কমপ্লেক্স ওরাও এই বিড নিয়ে যথেষ্ট সিরিয়াস।"

 ফিরে দেখা ২০২২: এই বছরের পাঁচ সর্বাধিক অর্থ উপার্জনকারী মহিলা ক্রীড়াবীদদের দিকে নজর রাখুন ফিরে দেখা ২০২২: এই বছরের পাঁচ সর্বাধিক অর্থ উপার্জনকারী মহিলা ক্রীড়াবীদদের দিকে নজর রাখুন

English summary
Sports Minister Anurag Thakur said India ready and very serious to bid for Olympics 2036
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X