For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরে ভিড়় বাড়ছে আহিরীটোলায়, ষষ্ঠীর রাতে ঘুরে আসুন আহিরীটোলা সর্বজনীন ও যুবকবৃন্দে

উত্তরের আহিরীটোলা অঞ্চলের জনপ্রিয় পুজো আহিরীটোলা সর্বজনীন এবার পা দিল ৮০তম বর্ষে। সেই সঙ্গে ঐ অঞ্চলেই আরেক জনপ্রিয় তাক লাগিয়ে দেওয়া বারোয়ারি আহিরীটোলা যুবকবৃন্দ। ষষ্ঠীতে উত্তর কলকাতার প্যান্ডেল

  • |
Google Oneindia Bengali News

ষষ্ঠীতেই প্যান্ডেলে প্য়ান্ডেলে জনস্রোত। উমার বোধনের দিনে শহরের বিভিন্ন বারোবারি পুজোয় ভিড়।

 উত্তর থেকে দক্ষিণ, ষষ্ঠীর সন্ধ্যায় তিলোত্তমায় উপছে পড়া ভিড়

উত্তর থেকে দক্ষিণ, ষষ্ঠীর সন্ধ্যায় তিলোত্তমায় উপছে পড়া ভিড়

উত্তরের আহিরীটোলা অঞ্চলের জনপ্রিয় পুজো আহিরীটোলা সর্বজনীন এবার পা দিল ৮০তম বর্ষে। সেই সঙ্গে ঐ অঞ্চলেই আরেক জনপ্রিয় তাক লাগিয়ে দেওয়া বারোয়ারি আহিরীটোলা যুবকবৃন্দ। ষষ্ঠীতে উত্তর কলকাতার প্যান্ডেল হপিং তালিকায় থাকলে ঘুরে আসতে পারেন এই দুই পুজোয়।

থিম কী

থিম কী

উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীনের পুজোয় এবারের ট্যাগলাইন - 'অজান্তে হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়।' গত বছর স্থানীয় এক রাজবাড়ী তৈরি করে ভিড় টেনেছিল এই পুজো।আসল নকলের পার্থক্য ভুলে পুজোর দিনগুলোয় মণ্ডপের রাজবাড়িকেই আসল রাজবাড়ি বলে মেনে নিয়েছিল প্রতিবেশীরা। এবারও তাদের থিমে চমক থাকছে। মন্ডপ শয্যায় এবার তুলে ধরা হয়েছে গুজরাতের বাউলী প্রথাকে। তিন ভাগে বিভক্ত মন্ডপের উচ্চতা ৪০ ফুট ছুঁইছুঁট! মণ্ডপের মাঝেই থাকছে উঠোন। গোটা মণ্ডপটি সাজছে প্লাস্টার অফ প্যারিস এর কাজ। প্রতিমাতেও চমক থাকছে।

যুবকবন্দের পুজো

যুবকবন্দের পুজো

আহিরীটোলা সর্বজনীন থেকে বেরোলেই মিনিট দুয়েকের হাঁটা পথে আহিরীটোলা যুবকবৃন্দ। মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণকে এবারে এই পুজোর মূল থিম। থিমের নাম দেওয়া হয়েছে ‘ধূসর ধরণী'। মণ্ডপের ভিতরে ঢুকলেই বাঁশ দিয়ে তৈরি একটি গাছ দেখবেন। সেই গাছের পাতা লোহা দিয়ে তৈরি হয়েছে। পরিবেশ দূষণের কারণে গাছ তার প্রাণ হারাচ্ছে। সবুজ হারাচ্ছে পৃথিবী। সেটা বোঝাতেই এবার উদ্যোগতাদের এই ভাবনা।মণ্ডপে আলোকসজ্জাও চোখ ধাঁধানো।

<strong>[ উত্তরের প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিং, লিস্টে রুখুন এই পুজো, ষষ্ঠীর সন্ধ্যায় উপছে পড়া ভিড়]</strong>[ উত্তরের প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিং, লিস্টে রুখুন এই পুজো, ষষ্ঠীর সন্ধ্যায় উপছে পড়া ভিড়]

English summary
Durga puja 2019: crowd at Ahiritola Sarbojanin and Ahiritola yubak brinda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X