For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরের কলকাতার প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিং, লিস্টে রুখুন এই পুজো, ষষ্ঠীর সন্ধ্যায় উপছে পড়া ভিড়

ষষ্ঠীতে উত্তর কলকাতার ঠাকুর দেখার প্ল্যানিং থাকলে অবশ্যই ঘুরে আসুন কাশী বোস লেনে। এদিন দুপুর গড়িয়ে সন্ধ্যে পড়তেই মণ্ডপে উপছে পড়া ভিড়।

  • |
Google Oneindia Bengali News

ষষ্ঠীতে উত্তর কলকাতার ঠাকুর দেখার প্ল্যানিং থাকলে অবশ্যই ঘুরে আসুন কাশী বোস লেনে। এদিন দুপুর গড়িয়ে সন্ধ্যে পড়তেই মণ্ডপে উপছে পড়া ভিড়।

কাশী বোস লেনে এবার 'বিন্দু বিন্দু দিয়ে গড়ব সিন্ধু'

কাশী বোস লেনে এবার 'বিন্দু বিন্দু দিয়ে গড়ব সিন্ধু'

উত্তর কলকাতার থিমের পুজো অন্যতম জনপ্রিয় পুজোমন্ডপ কাশী বোস লেন। এবছর এই পুজো ৮২তম বর্ষে পা দিল। বিশ্বজুড়ে জলসংকটই এখানে মূল থিম।পুজোয় দর্শনার্থীদের জলসংরক্ষণের বার্তা দিচ্ছে এই পুজো। ৮২ বছরে কাশী বোস লেনের পুজোর এবারের ক্যাচলাইন 'বিন্দু বিন্দু দিয়ে গড়ব সিন্ধু।'

মন্ডপে ঢুকে কী দেখবেন

মন্ডপে ঢুকে কী দেখবেন

মণ্ডপে ঢুকলেই নদী তীরবর্তী একটা সভ্যতা কীভাবে জলের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ছবি ফুটে উঠেছে। এরপর মণ্ডপ জুড়ে জলস্তর নেমে যাওয়ায় করুণ অবস্থা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে। তার পরের ধাপে দেখা যাবে, সমস্ত প্রাণ জীবাশ্মে পরিণত হয়েছে। আচমকা যদি চারপাশ জলশূন্য হয়ে যায়, তা নাগরিক সভ্যতার ছবিটা কেমন হতে পারে? সেই করুণ ছবিই মণ্ডপের পরতে পরতে ধরা পড়েছে।

ষষ্ঠীর সন্ধ্যায় উপছে পড়া ভিড়

ষষ্ঠীর সন্ধ্যায় উপছে পড়া ভিড়

এবার পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সেকারণেই আগেভাগে ঠাকুর দেখার প্ল্যানিং করে রেখেছেন অনেকে। কাশী বোস লেনে গিয়ে যেমন দেখা গেল, উপছে পড়া ভিড়। ষষ্ঠীর সন্ধ্যায় এদিন ভিড় সামলাতে সমস্যায় উদ্যোগতারা। মণ্ডপের ভিতর ঢুকে প্রতিমার সঙ্গে সেলফি তুলতে উপছে পড়া ভিড় চোখে পড়ার মতো।

<strong>[ চেতলা অগ্রণীর ঠাকুর 'মিস ' করেছেন! কলিকাতার টাইম-জোনের এই ছবিগুলি মিস করবেন না]</strong>[ চেতলা অগ্রণীর ঠাকুর 'মিস ' করেছেন! কলিকাতার টাইম-জোনের এই ছবিগুলি মিস করবেন না]

[ কল্পতরু রূপী দুর্গা মায়ের দর্শনে কুমারটুলি সর্বজনীনে মানুষের ঢল ][ কল্পতরু রূপী দুর্গা মায়ের দর্শনে কুমারটুলি সর্বজনীনে মানুষের ঢল ]

English summary
Durga puja Mahastasti: cword at kashi bose lane to see durga puja 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X