For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বিঘ্নেই কেটেছে কলকাতার পুজো! বাহিনী প্রশংসায় মুখ্যমন্ত্রী,নগরপাল

কলকাতায় বন্ধ সংযোগকারী দুই ব্রিজ। তা সত্ত্বেও এবারের পুজো নির্বিঘ্নেই কেটেছে কলকাতায়। শহরতলী থেকে আছড়ে পড়া জনস্রোত সঠিকভাবেই সামলেছেন রাস্তায় থাকা পুলিশকর্মীরা।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় বন্ধ সংযোগকারী দুই ব্রিজ। তা সত্ত্বেও এবারের পুজো নির্বিঘ্নেই কেটেছে কলকাতায়। শহরতলী থেকে আছড়ে পড়া জনস্রোত সঠিকভাবেই সামলেছেন রাস্তায় থাকা পুলিশকর্মীরা। পাশাপাশি পথচলতি মহিলাদের নিরাপত্তার দিকটিও ছিল চ্যালেঞ্জের। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, অন্যবারের থেকে এবার পকেটমার হওয়া কিংবা মোবাইল চুরির অভিযোগ জমা পড়েছে কম। পুজোয় কলকাতা পুলিশের কাজে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী। খুশি পুলিশ কমিশনার অনুজ শর্মাও।

অভব্যতার জন্য ধৃত ১৪৪ জন

পুজোর ভিড়ে মিশে গিয়েছিলেন গুণ্ডাদমন শাখার সদস্যরা। সতর্ক ছিলেন কলকাতা পুলিশের মহিলা সদস্যদের নিয়ে তৈরি মোটরবাইক বাহিনী উইনার্স। রাস্তায় রাস্তায় নজরদারি চালিয়েছেন তাঁরা। অভব্যতার জন্য ধরা হয়েছে ১৪৪জনকে।

খুশি মুখ্যমন্ত্রী

খুশি মুখ্যমন্ত্রী

পুজোয় কলকাতা পুলিশের কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ীস তিনি বুধবার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি পুরো বাহিনীর কাজের প্রশংসাও করেছেন।

প্রশংসায় পুলিশ কমিশনার

পুজোর চারটে দিন বাহিনীর সদস্যদের কাজে খুশি পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি পুলিশ কর্মীদের কাজের প্রশংসার পাশাপাশি পরিবারের সদস্যদের বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, কলকাতার পুজোয় যে নিরাপত্তা বন্দোবস্ত করা হয়, তা দেশের মধ্যে সব থেকে বড়। সব শেষে নগরপাল জানিয়েছেন, বিসর্জন না মেটা পর্যন্ত এইভাবেই কাজ চালিয়ে যেতে হবে। শুক্রবারের কার্নিভ্যাল দিয়ে শেষ হবে কলকাতার পুজো। রাস্তায় না থেকে লালবাজারে থেকেও যাঁরা কাজে সমন্বয়ের দায়িত্বে ছিলেন, তাঁদেরও প্রশংসা করেছেন পুলিশ কমিশনার।

<strong>[ ২০১৯-এর রসায়নে 'নোবেল' ঘোষণা! লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণায় পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী]</strong>[ ২০১৯-এর রসায়নে 'নোবেল' ঘোষণা! লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে গবেষণায় পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী]

English summary
Kolkata Puja passes without any big incidents, CP praises his forces. CM also praise Police force force.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X