
দ্বাদশীতেও উৎসবের মেজাজ, ধুনুচি নাচে পুরুষদের টেক্কা দিলেন মহিলারা
উৎসবের সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সেই পার্বণের প্রধান উৎসব দুর্গাপুজো। দশমী পেরোলেও এই দুর্গাপুজোর রেশ কাটেনি। তাই দশমী পেরিয়ে দ্বাদশীতেও উৎসবের আমেজ মহম্মদ আলী পার্কের মণ্ডপে।

একদিকে উৎসবের আমেজ অন্যদিকে কার্নিভালের প্রস্তুতি। লাল পাড় সাদা শাড়ি, কপালে সিঁদুর আর দুর্গা বন্দনায় গ্লোবাল বাঙালি যেন সম্পূর্ণ। এর মাঝখানে যা রয়েছে তা বাঙালির ছোট ছোট বিশেষত্ব। শাঁখ বাজানো, আলপনা দেওয়া, আর এখন সব কিছুকে ছাপিয়ে গিয়েছে তা হল বাঙালির মন মাতানো ধুনুচি নাচ। তাতেই মেতেছে বঙ্গনারীরা।
কথায় বলে যে রাধে চুলও বাঁধে... শুধুমাত্র রান্না আর চুল বাঁধায় বঙ্গনারী সীমাবদ্ধ নেই। আজ মোহাম্মদ আলী পার্ক এর মন্ডপ চত্বরে ধুনুচি নাচে পুরুষের টেক্কা দিচ্ছে বঙ্গের নারীরা।
[ নিজের বিরুদ্ধে নিজেই লাগু করলেন জরিমানা! মহারাষ্ট্রের আইএএস অফিসারের কাণ্ডে তাজ্জব অনেকেই ]
[ ৩৭০ ধারা বাতিলের পর থেকে কাশ্মীরে ৩০০টির বেশি পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে, জানুন আসল সত্য]