For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর লড়াইয়ে কারা হল সেরার সেরা, কারা পেল শারদ সম্মান, দেখুন তালিকা

পুজোর লড়াইয়ে কারা হল সেরার সেরা, কারা পেল শারদ সম্মান, দেখুন তালিকা

  • |
Google Oneindia Bengali News

দেখতে দেখতে শেষ হল এবারের পুজো। আসতে না আসতেই বিদায় নিল মা দুর্গা। তবে উৎসবের চারটে দিন ছিল জমকালো। উৎসব শেষে ফের কার্নিভালে ঠাকুর দেখার উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। কোথাও ছিল চোখ ধাঁধানো পুজো মণ্ডপ, তো কোথাও চোখ ধাঁধানো প্রতিমা। আবার কোথাও ছিল আলোর আলোর ঝিকিমিকি আলোর রোশনাই। তো কোথাও থিমের বাহার। সবমিলিয়ে হই হুল্লোড় আর আড্ডায় কাটল এবছরের পুজো। প্রত্যেক বছরের মত এবারও প্রাপকদের তুলে দেওয়া হল বিশ্ববাংলা শারদ সম্মান।

পুজোর লড়াইয়ে কারা হল সেরার সেরা, কারা পেল শারদ সম্মান, দেখুন তালিকা

এবার পুজোয় চোখ ধাঁধালো কোন প্যাণ্ডেল! নজর কাড়ল কোন কোন প্রতিমা! কার ভাবনা চমকে দিল সবাইকে! কে হল সেরা, কে সেরার সেরা! ফলাফ ল অনুযায়ী সেই সমস্ত পুজো উদ্যোক্তাদের গেটে পুরস্কার তুলে দিল তথ্যও সংস্কৃতি দফতর। নবান্নের সভাগৃহ থেকে এবার সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ বান্ধব আয়োজন, সেরা আবিষ্কার, সেরা থিম সং-আবহ, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং, সেরা সাবেকি এবং সেরার সেরা বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। কলকাতা ছাড়া বাকি ২২টি জেলায় সেরা পুজো, সেরা প্রতিমা এবং সেরা মণ্ডপের বিচারে পুরস্কৃত করা হয়েছে।

এই বছর সেরার সেরা হয়েছে বড়িশা ক্লাব, চেতলা অগ্রণী, চক্রবেড়িয়া, সুরুচি সংঘ, দমদম তরুণ দল, ৯৫ পল্লি, সমাজ সেবী, মুদিয়ালী, হাতিবাগান, বকুলবাগান, অবসর, সমাজসেবী, মুদিয়ালি, শিবমন্দির, হাতিবাগান সর্বজনীন, বাঘাযতীন তরুণ সংঘ, শ্রীভূমি স্পোর্টিং, নাকতলা উদয়ন সংঘ, ত্রিধারা, বেহালা নতুন দল, ত্রিধারা, কাশী বোস লেন, টালা প্রত্যয়, আহেরিটোলা, খিদিরপুর ৯৫ পল্লি, বেহালা এসবি ক্লাব, হাতিবাগান-সহ আরও বেশকয়েক্তি পুজো।

সেরা প্রতিমা হিসবে বেছে নেওয়া হয়েছে-সেলিমপুর, কালীঘাট মিলন সংঘ, যোধপুরপার্ক দুর্গোৎসব। ঢাকেশ্রী পেয়েছে হরিদেবপুর ৪১ পল্লি, বাগবাজার। সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং হল আলিপুর সর্বজনীন। বিশেষ পুরস্কার-হরিদেবপুর স্পোর্টিং ক্লাব, ২১ পল্লি।

উল্লেখ্য, শিল্পচেতনাকে সম্মান জানাতে এবং দুর্গোৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতেই ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছে 'বিশ্ববাংলা শারদ সম্মান'। চলতি বছরেও সেই সম্মান প্রদানের ঘোষণা করেছে রাজ্য সরকার।

English summary
Durga Puja Sharad Samman announced by Bengal govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X