For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেড রোডে কার্নিভাল : বেশ কিছু রাস্তায় গতিপথ পরিবর্তন

রেড রোডে কার্নিভালের জেরে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

রেড রোডে কার্নিভালের জেরে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে রেড রোডে যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছে। নিরাপত্তার কারণে বৃহস্পতিবার রাত ১২ টা থেকেই বন্ধ করে দেওয়া হয় রেড রোড। রেড রোডের পরিবর্তে কোন রাস্তা দিয়ে বাস বা গাড়ি যাবে, তার রুট প্ল্যান আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে।

রেড রোডে কার্নিভাল : বেশ কিছু রাস্তায় গতিপথ পরিবর্তন

জানা গিয়েছে, ডাফরিন রোড, লার্ভাস রোডে যান চলাচল নিয়ন্ত্রণ হবে। একমুখী করে দেওয়া হয়েছে। তবে এজেসি বোস রোড, নিউ রোড, চৌরঙ্গী রোড,আউটট্রাম রোড দিয়েও, মেয়ো রোড, রানি রাসমণি অ্যাভিনিউ যান চলাচলের জন্য খোলা রয়েছে।

এদিন বিকেল ৪টেয় কার্নিভাল শুরু হচ্ছে। তাই এদিন দুপুর ২টো থেকে খিদিরপুর রোড বন্ধ রয়েছে। সমস্ত পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়, দুপুর ১২ টা থেকে ১ টার মধ্যে কার্নিভ্যালের গাড়িগুলিকে পলাশী গেট রোডে রেখে নিজেদের ট্যাবলোতে প্রস্তুত হয়ে নেওয়ার জন্য। প্রত্যেক পুজোকে রেড রোডে নিয়ে আসা এবং রেড রোড পার করিয়ে ঘাটে রওনা করিয়ে দেওয়ার জন্য থাকবেন এক জন করে সাব ইনস্পেক্টর।

[মমতার বাংলায় রাষ্ট্রপতি শাসন! আরএসএস-বিজেপির দিকে সমর্থনের হাত অধীরের][মমতার বাংলায় রাষ্ট্রপতি শাসন! আরএসএস-বিজেপির দিকে সমর্থনের হাত অধীরের]

এছাড়াও উপস্থিত থাকবেন ডেপুটি কমিশনার থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একাধিক অফিসার। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক দুই থেকে তিনটি ট্যাবলো দেখাতে পারবেন। একটি পুজোর সর্বাধিক ৫০ জন সদস্যের বেশি থাকতে অনুমতি দেওয়া হবে না। সবমিলিয়ে মোট সত্তরটির বেশি পুজো কমিটি এখানে অংশ নিয়েছে।

English summary
Durga Puja carnival : Traffic update of Kolkata for festival
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X