For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ লক্ষ কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের প্রধান উপদেষ্টা টাটার এই প্রাক্তন কর্তা

১.১ লক্ষ কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের প্রধান উপদেষ্টা হচ্ছেন টাটা গোষ্ঠীর প্রাক্তন আধিকারিক সঞ্জীব সিনহা।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

১.১ লক্ষ কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের প্রধান উপদেষ্টা হচ্ছেন টাটা গোষ্ঠীর প্রাক্তন আধিকারিক সঞ্জীব সিনহা। দুই রাষ্ট্রের এই যৌথ প্রয়াসে এত বড় প্রকল্পের উপদেষ্টা হতে পেরে উচ্ছ্বসিত এই প্রাক্তন আইআইটি ছাত্র।

[আরও পড়ুন:শুরু হতে চলেছে বুলেট ট্রেনের কাজ যা বদলে দেবে ভারতে রেলযাত্রার ধারণা, খুঁটিনাটি জেনে নিন আগেভাগেই][আরও পড়ুন:শুরু হতে চলেছে বুলেট ট্রেনের কাজ যা বদলে দেবে ভারতে রেলযাত্রার ধারণা, খুঁটিনাটি জেনে নিন আগেভাগেই]

১ লক্ষ কোটি টাকার বুলেট ট্রেন প্রকল্পের প্রধান উপদেষ্টা টাটার এই প্রাক্তন কর্তা

আপাতত টোকিও থাকলেও মঙ্গলবারই ভারতে উড়ে আসছেন সঞ্জীব সিনহা। তার আগে রবিবার তিনি জানিয়েছেন, এই প্রকল্প তাঁর কাছে যতটা সম্মানীয় ততটাই কঠিন চ্যালেঞ্জও। রাজনীতির ইচ্ছেকে বাস্তবে পরিণত করা মুখের কথা নয়। এরজন্য প্রচুর পরিশ্রম করতে হবে। তিনি জানান, জাপানিরা তাইওয়ান বুলেট ট্রেন প্রকল্প ছাড়া মূলত দেশের মধ্যেই কাজ করেছে। জাপানিরা ভারতীয় নিয়ম-কানুন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বুঝতে চায়। এছাড়াও ভাষাগত সমস্যাও রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাত করবেন বলে জানিয়েছন সঞ্জীব সিনহা। এর আগে রেলমন্ত্রী থাকাকালীন সুরেশ প্রভুর সঙ্গে তাঁর বেশ কয়েকবার দেখা ও কথা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জীব সিনহা।

ভারতীয় রেলের প্রশংসা করার পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক হতে পারে কিন্তু অনেক প্রগতিশীল দেশের থেকে পিছিয়ে। কিন্তু জাপানের শিকানসেন সংস্থার বড় কোনও দুর্ঘটনার রেকর্ড নেই। সেই জায়গায় ভারতেও তারা রেলমন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে আরও ভাল কাজ করতে পারবে বলে আশাবাদী তিনি।

১৯৯৫ সালে কানপুর আইআইটি থেকে পাশ করেন রাজস্থানের বাসিন্দা ৪৪ বছরের সঞ্জীব খান্না। তার আগে অবশ্য রাজস্থানের বারমের থেকে ফিজিক্সে এমএসসি করেন। এরপর ভারতীয় সংস্থা গোদরেজের সঙ্গে বছর খানেক কাজ করার পর তিনি জাপানে চলে যান। এরপর গোল্ডম্যান স্যাচ ও অন্যান্য কয়েকটি সংস্থার সঙ্গে কাজ করার পর জাপানে টাটা অ্যাসেট ম্য়ানেজমেন্ট ও টাটা রিয়েলটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে পিডাব্লুসি-তেও কনসালট্যান্ট হিসেবে কাজ করেন সঞ্জীব সিনহা।

[আরও পড়ুন: বাস্তব হতে চলেছে মোদীর স্বপ্নের প্রকল্প, বৃহস্পতিবারই বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন][আরও পড়ুন: বাস্তব হতে চলেছে মোদীর স্বপ্নের প্রকল্প, বৃহস্পতিবারই বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন]

English summary
Former Tata executive Sanjeev Sinha has been named as the chief Advisor of bullet train project, an extremely complex job, says Sinha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X