For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে জিতে নাম থেকে 'চৌকিদার' মুছলেন নরেন্দ্র মোদী

লোকসভা ভোটে ব্যাপক জয়ের পর নিজের নাম থেকে 'চৌকিদার' শব্দ তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটে ব্যাপক জয়ের পর নিজের নাম থেকে 'চৌকিদার' শব্দ মুছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো একবার কেন্দ্র দখল করে বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, জেপি নাড্ডা, স্মৃতি ইরানি, নীতীন গড়করি, পীয়ূষ গয়ালও টুইটার অ্যাকাউন্টে তাঁদের নাম থেকে 'চৌকিদার' শব্দ তুলে নিয়েছেন।

ভোটে জিতে নাম থেকে চৌকিদার শব্দ তুললেন নরেন্দ্র মোদী

আরো একবার কেন্দ্রের কুর্সিতে বসতে চলা নরেন্দ্র মোদী এই জয়ের জন্য দেশবাসীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। এবং বলেছেন, তিনি তাঁর নাম থেকে 'চৌকিদার' শব্দ তুলে নিয়েছেন ঠিকই, তবে ভারতের অগ্রগতির লক্ষ্যে স্পিরিটটা জারিই থাকবে। মোদীর কথায়, দেশবাসী যে আস্থা ও সমর্থন বিজেপির উপর রেখেছেন, তাতে তাঁরাই যে 'চৌকিদার'-র ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তা নিশ্চিত। এভাবেই প্রত্যেক মানুষের সহযোগিতায় জাত-ধর্ম-সম্প্রদায় নিরপেক্ষ, দুর্নীতিহীন দেশ গঠন করাই তাঁর স্বপ্ন বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী। আরো একবার আগামী পাঁচ বছরে দেশ থেকে লুঠ হওয়া সব কালো টাকা ফিরিয়ে স্বচ্ছ অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন নমো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত 'চৌকিদার' শব্দটি নিজেদের লোকসভা নির্বাচনের প্রচারে কাজে লাগায় বিজেপি। অন্যদিকে, রাফালে সহ বিভিন্ন ইস্যুতে সেই 'চৌকিদার' শব্দকেই অন্য অর্থে ব্যবহার করে নরেন্দ্র মোদীকে 'চোর' বলে আক্রমণ করেছিলেন বিরোধীরা। কংগ্রেসের তরফে চালু করা সেই 'চৌকিদার চোর স্লোগান'-ই আগামী পাঁচ বছর তাঁদের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের অনুপ্রেরণা হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

উত্তরপ্রদেশের বারানসী লোকসভা কেন্দ্র থেকে প্রায় পাঁচ লাখ ভোটে জিতেছেন নমো। এই জয়ের জন্য সেখানকার মানুষদের ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। নতজানু হয়ে আগামী দিনে কাশির মানুষের সেবায় নিয়োজিত থাকার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।

English summary
Narendra Modi removes 'Chowkidar' from his name after Lok Sabha win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X