For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাড়ে চার হাজার সদস্য নিষ্ক্রিয় ছিল লোকসভা ভোটে, চাঞ্চল্যকর রিপোর্ট সিপিএমে

লোকসভা ভোটে বাংলা থেকে মুছে গিয়েছে সিপিএম। শুধু বাংলা থেকেই বা কেন ত্রিপুরা, কেরলেও সেই একই চিত্র। ভারত থেকেই মুছে যেতে বসেছে ভারতের কমিউনিস্ট পার্টি।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটে বাংলা থেকে মুছে গিয়েছে সিপিএম। শুধু বাংলা থেকেই বা কেন ত্রিপুরা, কেরলেও সেই একই চিত্র। ভারত থেকেই মুছে যেতে বসেছে ভারতের কমিউনিস্ট পার্টি। লোকসভায় তাঁদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে একমাত্র তামিলনাড়ু। এই অবস্থায় রাজ্যে বসেছিলে বৈঠক। লোকসভা ভোটের পর দ্বিতীয় দফার রাজ্য কমিটির বৈঠকে হল চুলচেরা বিশ্লেষণ।

মঙ্গলবার রাজ্য কমিটি বৈঠকের প্রথম দিনেই রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র লোকসভায় বিপর্যয়ের একটি রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্ট চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করা হয়েছে। আলিমুদ্দিন স্ট্রিটের এই রিপোর্টে প্রকাশ, রাজ্যে অন্তত সাড়ে চারহাজার সিপিএম সদস্য লোকসভা ভোটে সরাসরি নিষ্ক্রিয় থেকেছেন। ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করে ফেলেছে সিপিএম নেতৃত্ব।

পার্টি চাইছে, যাঁরা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেইসব পার্টি কর্মীদের শো-কজ করা হবে। তাঁদের যুক্তি সঙ্গতিপূর্ণ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সীতারাম ইয়েচুরির বক্তব্যেই সেই আভাস মিলেছে। সিপিএমের সাধারণ সম্পাদক বলেন, এতদিন যারা বামেদের ভোট দেওয়ার কথা বলেছেন, তারা লোকসভা ভোটে বিজেপির পক্ষে সওয়াল করেছেন।

সাড়ে চার হাজার সদস্য নিষ্ক্রিয় ছিল লোকসভা ভোটে, চাঞ্চল্যকর রিপোর্ট সিপিএমে

তিনি বলেন, শুধু পশ্চিমবঙ্গে নয়, কেরল, ত্রিপুরা-সহ গোটা দেশেই এমনটা হয়েছে। ভোটাররা বামেদের থেকে মুখ ফেরাল কেন, তার চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। বৈঠকে স্থির হয়েছে, প্রাসঙ্গিকতা ফেরাতে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া হবে। রাজ্যের শীর্ষনেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্বও বাড়ি বাড়ি গিয়ে কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে।

[আরও পড়ুন: ইভিএমে নয় ভোট হোক ব্যালটে, নজিরবিহীনভাবে মমতার পাশে সিপিএম শীর্ষ নেতৃত্বও][আরও পড়ুন: ইভিএমে নয় ভোট হোক ব্যালটে, নজিরবিহীনভাবে মমতার পাশে সিপিএম শীর্ষ নেতৃত্বও]

এমনকি, রাজ্য সিপিএম এর সাংগঠনিক রদবদল হওয়ারও ইঙ্গিত দেন তিনি। কংগ্রেসের সাথে যৌথ কর্মসূচি লোকসভা ভোটের আগে থেকেই চলছে। ভোট পরেও উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া, হাওড়া-সহ বিভিন্ন এলাকায় কংগ্রেস ও সিপিএম প্রতিনিধিরা যৌথভাবে কর্মসূচী নিয়েছেন। আগামীকালও এই কর্মসূচি চলবে বলে তিনি জানান। তবে লোকসভায় বিজেপি বিরোধী অবস্থানে তৃণমূলের সাথে কক্ষ সমন্বয় চলবে সিপিএম। তার যুক্তি বিজেপির বিরোধ মূল বিষয়। আর এই ইস্যুতে সব গণতান্ত্রিক দলের সাথে লোকসভায় সমন্বয় থাকবে সিপিএম।

[আরও পড়ুন: কেন তাঁকেই শুধু জেরা, হাইকোর্টে প্রশ্ন রাজীব কুমারের! এক প্রভাবশালী বিজেপি নেতার নাম উল্লেখ ][আরও পড়ুন: কেন তাঁকেই শুধু জেরা, হাইকোর্টে প্রশ্ন রাজীব কুমারের! এক প্রভাবশালী বিজেপি নেতার নাম উল্লেখ ]

English summary
CPM submits a report that over four thousand members are inactive in LS Election. Sitaram Yechuri also agree with this report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X