For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ সালের শেষে মোদীর মুকুটে আরও একটি পালক! 'গোল্ডেন টুইট'-এর শিরোপা প্রধানমন্ত্রীর

আর মাঝে মাত্র কয়েকটি দিন। তারপরই আসছে ২০২০। তার আগে ২০১৯ সালের 'সেরার সেরা টুইট' যা গোল্ডেন টুইট হিসাবে খ্যাত তা জিতে নিল দেশের প্রধানমন্ত্রীর একটি টুইট।

  • |
Google Oneindia Bengali News

আর মাঝে মাত্র কয়েকটি দিন। তারপরই আসছে ২০২০। তার আগে ২০১৯ সালের 'সেরার সেরা টুইট' যা গোল্ডেন টুইট হিসাবে খ্যাত তা জিতে নিল দেশের প্রধানমন্ত্রীর একটি টুইট। ২০১৯ সালে ভারতের তরফে 'গোল্ডেন টুইট' সম্মান জিতে নিয়েছে মোদীর বার্তা।

কোন টুইট জিতল 'সেরার সেরা' তকমা

কোন টুইট জিতল 'সেরার সেরা' তকমা

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচন জেতবার পরই ভারতের প্রধানমন্ত্রী হিসাবে বিবেচিত হন নরেন্দ্র মোদী। আর তারপরই একটি টুইটার বার্তা দেন নরেন্দ্র মোদী । সেই টুইটটিই ভারতের তরফে 'গেল্ডেন টুইট' তকমা পেল।

কী লিখেছিলে টুইটে?

লোকসভা ভোটে বিজেপি কার্যত মোদী সুনামির ওপর ভর করে বিপুল পরিমাণে জনমত নিয়ে মসনদে আসে। আর তারপর মোদী লেখেন 'সবকা সাথ +সবকা বিকাশ+ সবকা বিশ্বাস= বিজয়ী ভারত'। সকলের সঙ্গে মিলেই তাঁর এই জয় সম্পন্ন হয়েছে বলেই মদী দাবি করেন। তাঁর নিজের জয়কে তিনি 'ভারতের জয়' বলে টুইটে উল্লেখ করেন।

কেন এই টুইট পেল গোল্ডেন টুইট ?

কেন এই টুইট পেল গোল্ডেন টুইট ?

টুইটারের হিসাব বলছে, ২০১৯ সালে ভারতে সবচেয়ে বেশি রিটুইট হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই টুইটটি। এট রিটুইট হয়েছে ১,১৭৩০০ বার। লাইক পেয়েছে ৪,২০,৬০০ টি। প্রসঙ্গত, এই মুহূর্তে মোদীর টুইটারে ফলোয়ারের সংখ্যা ৫১.৮ মিলিয়ন।

লোকসভা ভোটে মোদীর জয়

লোকসভা ভোটে মোদীর জয়

২৩ মে ২০১৯ গোটা দেশ দেখেছিল মোদী সুনামি। ৯০০ মিলিয়ন মানুষ ভোটদান করেন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের এই উৎসবে। ২৩ মে ভোটের ফল বের হতেই দেখা যায়, তাতে ৩০৩ টি আসনে জয়ী য় বিজেপি। এরপরই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৫৩ আসন নিয়ে দেশে সরকার গঠন করে। দ্বিতীয়বারের জন্য় প্রধানমন্ত্রী হন মোদী।

English summary
Modi wins ‘Golden Tweet’ of the year,Lok Sabha victory message earns the fame
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X