For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ সালের সাধারণ নির্বাচনে ১২০০ কোটি টাকার বেশি খরচ পদ্ম শিবিরের!

২০১৯ সালের সাধারণ নির্বাচনে ১২০০ কোটির বেশি খরচ পদ্ম শিবিরের! তবে আয় কত?

Google Oneindia Bengali News

২০১৯ সালে লোকসভা ও ৪টি রাজ্যে বিধানসভা মিলিয়ে ১২০০ কোটি টাকার বেশি খরচ করেছে বিজেপি দল। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত চলা এই নির্বাচনকালে বিজেপির এই খরচের পরিমাণ ২০১৪ সাধারণ নির্বাচনের তুলনায় ৭৭ শতাংশ বেশি। ২০১৪ সাধারণ নির্বাচনে বিজেপি খরচ করেছিল ৭১৪ কোটি টাকা। সেই পরিমাণ গতবছরে গিয়ে ঠেকেছিল ১২৬৪ কোটি টাকায়।

কোন খাতে কত খরচ?

কোন খাতে কত খরচ?

নির্বাচন কমিশনকে জমা দেওয়া নির্বাচনী খরচ সংক্রান্ত নথিতে বিজেপি জানিয়েছে, দলের মতবাদ প্রচারের জন্যে মোট ১০৭৮ কোটি টাকা খরচ করে বিজেপি। প্রার্থীদের পিছনে দলের খরচ হয় ১৮৬.৫ কোটি টাকা। এর মধ্যে ৬.৩৩ লক্ষ টাকা খচচ হয় মিডিয়া খরচ বাবদ। ৪৬ লক্ষ খরচ হয় জনসংযোগের জন্যে। ৯.৯১ কোটি টাকা খরচ হয় জনসভায়। ২.৫২ কোটি টাকা খরচ হয় ব়্যালিতে।

কংগ্রেস কত খরচ করে?

কংগ্রেস কত খরচ করে?

এদিকে বিজেপির থেকে অনেক কম খরচ করেছে কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলটি ২০১৯ সালে প্রচার বাবদ খরচ করে ৮২০ কোটি টাকা। ২০১৪ সাধারণ নির্বাচনে সেই খরচের পরিমাণটি ছিল ৫১৬ কোটি টাকা।

২০১৯-এ ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন

২০১৯-এ ৪ রাজ্যে বিধানসভা নির্বাচন

এদিকে লোকসভা ছাড়াও ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিক্কিম, অরুণাচলপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিজেপি মোট ৭৫৫ কোটি টাকা খরচ করে বিজেপি। এতে ৩২৫ কোটি টাকা খরচ হয় বিজ্ঞাপন বাবদ। তারকা প্রার্থীদের পিছনে খরচ হয় ১৭৫.৬৮ কোটি টাকা। ২৫.৪০ কোটি টাকা খরচ হয় জনসংযোগ খাতে। এছাড়া জনসভার জন্যে খরচ হয় ২১২.৭২ কোটি টাকা।

কত আয় করে বিজেপি?

কত আয় করে বিজেপি?

এদিকে খরচ যখন এত টাকা হয়েছে তবে বিজেপির আয় কত ছিল? পদ্ম শিবির জানায়, ২০১৮-১৯ সালে তাদের মোট আয় হয় ২৪১০ কোটি টাকা। ২০১৭-১৮ সালের তুলনায় এই পরিমাণ ১৩৪ শতাংশ বেশি। ২০১৭-১৮ সালে বিজেপির পকেটে এসেছিল ১০২৭ কোটি টাকা।

English summary
bjp spent 1200 crores in loksabha elections earns 2400 crores
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X